| ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

দেশের টেলিকম খাতে আসছে ব্যাপক পরিবর্তন

২০২৫ এপ্রিল ২৭ ১৬:০৬:৪০
দেশের টেলিকম খাতে আসছে ব্যাপক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেলিকম খাতে আসছে বড় ধরনের সংস্কার। বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট সেবার জন্য সাবমেরিন কেবল ও আইটিসি থেকে ব্যান্ডউইথ নিয়ে তা ব্যবহার করে আইআইজির মাধ্যমে। ব্যান্ডউইথ পরিবহনের দায়িত্বে থাকে এনটিটিএন অপারেটর, আর মোবাইল অপারেটরদের জন্য টাওয়ার বসানোর কাজটি করে টাওয়ার কোম্পানিগুলো।

মোবাইল কল আদানপ্রদানে ব্যবহৃত হয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএ), আর বিভিন্ন আইএসপির মধ্যে ডাটা আদানপ্রদানের জন্য রয়েছে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স)। এতদিন এসব সেবার জন্য ছিল ২২ ধরণের লাইসেন্স, যা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অপ্রয়োজনীয় বলে মনে করছে।

বিভিন্ন স্বার্থসংশ্লিষ্টতা ও স্বজনপ্রীতির মাধ্যমে অপ্রয়োজনীয় লাইসেন্স তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে যেমন সেবার গুণগত মানে প্রভাব পড়েছে, অন্যদিকে গড়ে উঠেছে একটি জটিল ও বিশৃঙ্খল অবস্থা।

এই বাস্তবতায় ‘নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং রেজিম রিফর্মস পলিসি ২০২৫’-এর খসড়া অনুযায়ী, বিটিআরসি লাইসেন্সের সংখ্যা ২২ থেকে কমিয়ে তিনটি স্তরে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। এতে আইজিডব্লিউ, আইআইজি, নিক্স ও আইসিএ লাইসেন্স বাতিল করা হচ্ছে। এসব সেবার দায়িত্ব ভবিষ্যতে মোবাইল অপারেটর ও আইএসপিদের দেওয়া হতে পারে।

এছাড়া কল সেন্টার, ভেহিকেল ট্র্যাকিং ও টিভিএএস সেবা দিতে আর লাইসেন্সের প্রয়োজন হবে না — এসবকে রাখা হবে বিশেষ শ্রেণীতে। স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবাও থাকবে আলাদা বিবেচনায়।

বর্তমানে আন্তর্জাতিক কল সেবায় কাজ করছে প্রায় ২৪টি আইজিডব্লিউ অপারেটর। তারা বলছে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশীয় কোম্পানিগুলোর আর কোনো ভবিষ্যৎ থাকবে না — পুরো খাত চলে যেতে পারে বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে। তারা চাইছে, চূড়ান্ত নীতিমালায় যেন দেশীয় স্বার্থ সুরক্ষিত থাকে এবং বিটিআরসি ও সরকার যেন সে বিষয়ে নিশ্চয়তা দেয়।

বিটিআরসির প্রস্তাবিত নতুন নীতি তিন ধাপে ২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

–শুভ খান/

ট্যাগ: টেলিকম

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিসিবির টাকা সরিয়ে ফেলায় যে পদক্ষেন নিলেন ক্রীড়া উপদেষ্টা

বিসিবির টাকা সরিয়ে ফেলায় যে পদক্ষেন নিলেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এফডি (ফিক্সড ডিপোজিট) স্থানান্তর ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা মুফতি ইনামুল ...

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর পর্দা উঠছে আজ, ১১ এপ্রিল, ইসলামাবাদ ইউনাইটেড বনাম ...

ফুটবল

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে লুইস ফিগো ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের আবির্ভাব শুধু মাঠেই নয়, এর ...

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ...