হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল পড়ল সৌদি আরবে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপের পর সৌদি আরবের ভূখণ্ডে আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম *টাইমস অব ইসরায়েল* পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায়।
আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল লক্ষ্য করেই উৎক্ষেপণ করা হয়েছিল, কিন্তু সেটি মাঝপথে সৌদি আরবে গিয়ে পড়ে। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-এর বরাতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সৌদিতে আঘাত হানে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
টাইমস অব ইসরায়েল জানায়, হুতিদের ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি একটি ব্যালিস্টিক মিসাইল ছিল, এবং ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। তবে, এটি ইসরায়েলে সরাসরি কোনো হুমকি তৈরি না করায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি।
এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত সৌদি আরব কিংবা হুতি গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে। ২০২৩ সাল থেকে তারা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়ে আসছে। হুতিদের দাবি অনুযায়ী, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও যুদ্ধ বন্ধে চাপ তৈরির অংশ হিসেবেই এই হামলা চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুতিরা সাময়িকভাবে হামলা বন্ধ করলেও, ইসরায়েলের পুনরায় আগ্রাসন শুরুর প্রেক্ষিতে তারা মার্চ মাস থেকে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
টাইমস অব ইসরায়েল-এর তথ্যমতে, ১৮ মার্চ থেকে এ পর্যন্ত হুতিরা ইসরায়েলের উদ্দেশ্যে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ছুঁড়েছে। এর মধ্যে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং তখন সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। সম্প্রতি তারা আরও একটি ড্রোন হামলারও দাবি করেছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশের বিশাল কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম
- ফেসবুক লাইভে এসে পুলিশের সাহায্য চাইলেন নগ্ন তরুণী
- টাকা নেওয়া যৌনকর্মী কি দাসীর মত হালাল হবে
- পশ্চিমবঙ্গের চেয়ে বড় ভূখন্ড পেল বাংলাদেশ, ভারতের কপাল পুড়ল
- ট্রান্সশিপমেন্ট কান্ডে মুখোমুখি দুই দেশ বাংলাদেশের পাল্টা চালে বিপদে ভারত
- স্বপ্নের দেশে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ হল
- দল পেলেন মুস্তাফিজ
- ড. ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান
- মহার্ঘ ভাতা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- এক আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী বাবা-ছেলের লড়াই
- মা-মেয়ে এক সংসারে স্বামীকে নিয়ে থাকছেন একই ঘরে
- বাংলাদেশের প্রতিবাদ দেখে ই/স/রা/ই/ল জুড়ে ব্যাপক তোলপাড় (ভিডিওসহ)
- ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
- শ্বাসরুদ্ধকর ১৮ ঘন্টা পর হঠাৎ কেন বদলে গেলেন ট্রাম্প
- সরকারি কর্মকর্তারা আবার পাচ্ছেন টানা ৪ দিনের ছুটির সুযোগ