মাত্র ৭ রানে অলআউট লজ্জার বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের একটি বাছাইপর্বের ম্যাচে দেখা গেল ক্রিকেটের এক অবিশ্বাস্য রূপ। একদিকে নাইজেরিয়া গড়ল ২৭১ রানের বিশাল সংগ্রহ, যা টি-টোয়েন্টি ইতিহাসে অষ্টম সর্বোচ্চ। অন্যদিকে, মাত্র ৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল আইভরি কোস্ট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল ১০ রান।
গতকাল (রোববার) অনুষ্ঠিত এই ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে ২৯০ এবং নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে ২৭৩ রানের ব্যবধানে জয় পেয়েছিল।
নাইজেরিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ের সূত্রপাত করেন সেলিম সালাউ। তিনি মাত্র ৫৩ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১১২ রান করেন। আইজাক ওকপি ২৩ বলে ৬৫ এবং সুলাইমান রানসাওয়ি ২৯ বলে ৫০ রান করে দলের স্কোর আরও বড় করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭১ রানের বিশাল পুঁজি দাঁড় করায় নাইজেরিয়া।
এরপর ব্যাট করতে নেমে আইভরি কোস্টের ব্যাটারদের ব্যর্থতার প্রদর্শনী শুরু হয়। তাদের ১০ ব্যাটারের মধ্যে ৬ জনই শূন্য রানে আউট হন। পুরো দল মাত্র ৭.৩ ওভারে গুটিয়ে যায়। একমাত্র ওপেনার ৪ রান এবং আরও তিনজন ১ রান করলেও বাকিদের কেউই রান করতে পারেননি। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি নাইজেরিয়ার বোলারদের দাপটও ছিল চোখে পড়ার মতো। আইজাক ডানলাডি ও প্রস্পার উসেনি নেন ৩টি করে উইকেট। পিটার আহো ২টি এবং সিলভারস্টার ওকপি শিকার করেন ১টি উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ব্যতিক্রমী ম্যাচ আইসিসির সহযোগী দেশগুলোর অংশগ্রহণের কারণেই সম্ভব হয়েছে। তবে এ ধরনের রেকর্ড ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুলতে পারে। গত বছরের ফেব্রুয়ারিতে আইল অব ম্যান স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল। একই বছরে মঙ্গোলিয়াও সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায়। তবে সবকিছু ছাপিয়ে আইভরি কোস্ট এখন নতুন নজির স্থাপন করল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশের বিশাল কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম
- দল পেলেন মুস্তাফিজ
- ড. ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান
- সরকারি কর্মচারী কর্মকর্তাদের পথ চিরতরে বন্ধ হল
- এক আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী বাবা-ছেলের লড়াই
- বাংলাদেশের প্রতিবাদ দেখে ই/স/রা/ই/ল জুড়ে ব্যাপক তোলপাড় (ভিডিওসহ)
- ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
- ভারত থেকে নেতা-কর্মীর উদ্দেশে কঠিন প্রতিশোধের বার্তা দিলেন শেখ হাসিনা
- মারা গেছেন তোফায়েল আহমেদ সত্য মিথ্যা যা জানা গেল
- বাংলাদেশের ‘পাসপোর্ট’ ইস্যুতে কড়া জবাব দিল ইসরাইলি গণমাধ্যমে
- জীবনসঙ্গী কি পূর্বনির্ধারিত নাকি মানুষের কর্মফল
- ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে চিঠি
- ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল রাজধানী ইসলামাবাদ
- বাংলাদেশকে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা দেবে যে দেশ
- কিভাবে বুঝবেন সন্তান পর্নোগ্ৰাফিতে আসক্ত