| ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

১০ কোটিতে আফগানিস্তানের নূরকে কিনেছে চেন্নাই, মুস্তাফিজের নাম যে সময় ডাকা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৪ ২৩:০৯:০৪
১০ কোটিতে আফগানিস্তানের নূরকে কিনেছে চেন্নাই, মুস্তাফিজের নাম যে সময় ডাকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য জেদ্দায় বসেছে মেগা নিলাম। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উপরে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি ১৮১ নম্বর ক্রমে এবং ২৬ নম্বর সেটে নিলামে তোলা হবে। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি।

এছাড়া, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন ৬১ নম্বর সেটে। তাদের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবং নাহিদুল ইসলাম ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে ৬৭ নম্বর সেটে স্থান পেয়েছেন। তাদের সবার নাম আগামী কাল নিলাম তোলা হবে।

আজকের নিলামে প্রথমেই তোলা হয় আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।

দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।

দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়।

১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে গেছেন জস বাটলার। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্টার্ক। গত আসরে তার মূল্য ছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। এবার তার দাম কমেছে ১৩ কোটি।

সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭ কোটি ৫০ লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। ৭ কোটি ৫০ লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ।

১৮ কোটি রুপিতে যুবেন্দ্র চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার এখন এই লেগি।

মোহাম্মদ সিরাজকে পেতে গুজরাটের গুনতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। লিয়াম লিভিংস্টোনকে ৮ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লোকেশ রাহুলকে দিল্লি ক্যাপিটালস পেয়েছে মাত্র ১৪ কোটি রুপিতে। হ্যারি ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি।

দল পাননি দেবদূত পাডিক্কাল। এবারের নিলামে বিক্রি না হওয়া প্রথম ক্রিকেটার এই তরুণ ব্যাটার।

মার্করামকে ভিত্তিমূল্যে ২ কোটিতে কিনেছে লক্ষ্ণৌ। ৬ কোটি ২৫ লাখ রুপিতে চেন্নাইয়ে ফেরত গেছেন ডেভন কনওয়ে। ৩ কোটি ৪০ লাখ রুপিতে চেন্নাই কিনেছে রাহুল থিপাঠিকে।

ডেভিড ওয়ার্নারকে দলে নেয়নি কোনো ফ্যাঞ্চাইজি। আজকের দিনে নিলামে তোলা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবিক্রিত থেকেছেন এই অজি ওপেনার।

জেইক ফ্রেজার–ম্যাগার্কের দাম উঠেছে ৯ কোটি রুপি। তাকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে নিয়েছে তার পুরোনো দল দিল্লি। ৮ কোটিতে হার্শাল প্যাটেলকে দলে নিয়েছে হায়দরাবাদ। আরটিএমে ৪ কোটিতে চেন্নাইয়ে ফিরেছেন রাচিন রবীন্দ্র। ৯ কোটি ৭৫ লাখ রুপিতে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভিড়িয়েছে চেন্নাই।

২৩ কোটি ৭৫ লাখ রুপিতে ভেঙ্কেটেশ আইয়ারকে দলে নিয়েছে তে কলকাতা। এই অলরাউন্ডারকে নিয়ে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে ভালোই লড়াই হয়েছে।

১১ কোটিতে মার্কাস স্টয়নিসকে দলে নিয়েছে পাঞ্জাব। ৩ কোটি ৪০ লাখে মিচেল মার্শকে পেয়েছে লক্ষ্ণৌ। ৪ কোটি ২০ লাখে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েছে পাঞ্জাব। এই অজি অলরাউন্ডার এর আগে দুই দফায় পাঞ্জাবে খেলেছেন ৫ মৌসুম।

ডি কককে ৩ কোটি ৬০ লাখ রুপিতে নিয়েছে কলকাতা। ফিল সল্টকে কিনতে বেঙ্গালুরু খরচ করেছে ১১ কোটি ৫০ লাখ। মাত্র ২ কোটি রুপিতে রহমানউল্লাহ গুরবাজকে পেয়ে গেছে কলকাতা। ঈশান কিষানকে ১১ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে হায়দরাবাদ। ভারতের আরেক উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মাকে ১১ কোটি রুপিতে দলে নিয়েছে বেঙ্গালুরু।

জশ হ্যাজলউডকে কিনতে বেঙ্গালুরুর খরচ করতে হয়েছে ১২ কোটি ৫০ লাখ রুপি। প্রসিধ কৃষ্ণাকে ৯ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে গুজরাট। আবেশ খানকে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে লক্ষ্ণৌ। আনরিখ নর্কিয়াকে ৬ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। জফরা আর্চারকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। ৪ কোটি ৮০ লাখ রুপিতে খলিল আহমেদ গেছেন চেন্নাইয়ে। নটরাজনকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে দিল্লি। ট্রেন্ট বোল্টকে কিনতে মুম্বাই ইন্ডিয়ানসের খরচ হয়েছে ১২ কোটি ৫০ লাখ।

৪ কোটি ৪০ লাখে মাহিশ থিকশানাকে কিনেছে রাজস্থান। আরেক লঙ্কান স্পিনার হাসারাঙ্গার জন্য দলটি খরচ করেছে ৫ কোটি ২৫ লাখ রুপি। নূর আহমেদকে ১০ কোটি রুপিতে কিনেছে চেন্নাই। রাহুল চাহারকে ৩ কোটি ২০ লাখে কিনেছে হায়দরাবাদ। আরেক লেগি অ্যাডাম জাম্পাকে দলে পেতে চেন্নাই খরচ করেছে ২ কোটি ৪০ লাখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সব খেলা

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের সব খেলা

আজ (রোববার) টিভিতে যে সব খেলা দেখানো হবে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হলো চ্যাম্পিয়ন্স ...

ফিরছেন নাহিদ-রিয়াদ, কপাল পুড়ছে ফিজের! টিকে থাকার লড়াইয়ে যেমন হবে বাংলাদেশের একাদশ

ফিরছেন নাহিদ-রিয়াদ, কপাল পুড়ছে ফিজের! টিকে থাকার লড়াইয়ে যেমন হবে বাংলাদেশের একাদশ

নিজস্ব প্রতিবেদক; চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সামনে টিকে থাকার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ...

ফুটবল

এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

চিলিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলের যুবারা নিজেদের কাজ সঠিকভাবে শেষ করেছিল। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে ...

বিলাসিতা ত্যাগ করে নিজের গ্রামকে শহরে রূপান্তরিত করছেন সাদিও মানে

বিলাসিতা ত্যাগ করে নিজের গ্রামকে শহরে রূপান্তরিত করছেন সাদিও মানে

সাদিও মানে, যিনি লিভারপুলের সুপারস্টার ফুটবলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন, বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলে চলেছেন। ...