আরব আমিরাতে প্রবাসীরা আবারও সবার শীর্ষে
বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক হিসেবে রেমিটেন্স বা প্রবাসী আয়ের অবস্থা বর্তমানে বেশ ভালো। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬.৫৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৩.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারীরা রেমিটেন্স বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছেন। চলতি অর্থবছরেও ইউএই থেকে আসা রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকেও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক।
বাংলাদেশ ব্যাংক বুধবার রেমিটেন্স প্রবাহের দেশভিত্তিক তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে আরব আমিরাত থেকে ১০৩ কোটি ২২ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৪ শতাংশ বেশি। গত বছর একই সময় এই পরিমাণ ছিল ৮৩ কোটি ২৬ লাখ ডলার।
যুক্তরাষ্ট্র থেকে এই তিন মাসে ৯২ কোটি ৪ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮০ শতাংশ বৃদ্ধি। সৌদি আরব থেকে এসেছে ৮৫ কোটি ৮৮ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। তবে যুক্তরাজ্য থেকে রেমিটেন্স প্রবাহ কিছুটা কমেছে; জুলাই-সেপ্টেম্বরে ৫৬ কোটি ৫৬ লাখ ডলার এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই তিন মাসে সর্বাধিক রেমিটেন্স এসেছে আরব আমিরাত থেকে, এরপর যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং যুক্তরাজ্য। মোট রেমিটেন্সের প্রায় ১৬ শতাংশ এসেছে আমিরাত থেকে।
বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা শুরু হয় ১৯৭৪-৭৫ অর্থবছরে, যেখানে প্রবাসীরা মাত্র ১ কোটি ১৮ লাখ ডলার পাঠিয়েছিলেন। গত ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে প্রায় ২৪ বিলিয়ন ডলারে দাঁড়ায়।
অর্থনীতির গবেষক অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, "২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্সের ১০ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা মূলত আমিরাত থেকে রেমিটেন্স বৃদ্ধির কারণে। এটি আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক।"
যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, "মূল্যস্ফীতি কমে যাওয়ার কারণে প্রবাসীরা আবারও বেশি টাকা দেশে পাঠাচ্ছেন।"
আমিরাতের অর্থনীতি
আরব আমিরাত সাতটি স্বাধীন রাজ্যের ফেডারেশন, যার মধ্যে আবুধাবি এবং দুবাই উল্লেখযোগ্য। দেশের অর্থনীতি মূলত আবুধাবির তেলের ওপর নির্ভরশীল, তবে দুবাই ব্যবসা ও পর্যটনের জন্য পরিচিত। বর্তমানে আমিরাত তেলের ওপর নির্ভরতা কমাতে অর্থনীতির বৈচিত্র্য আনার চেষ্টা করছে।
দেশটিতে রয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা, যার মধ্যে 'বুর্জ খলিফা' অন্যতম। এর বাইরে কৃত্রিম দ্বীপপুঞ্জ 'পাম জুমেইরা'ও বিশ্বব্যাপী পরিচিত। এই উন্নয়ন এবং ভালো পারিশ্রমিকের জন্য বাংলাদেশি শ্রমিকরা নিয়মিত দেশে টাকা পাঠাচ্ছেন, যা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহকে শক্তিশালী করছে।এর আগের অর্থবছর অর্থাৎ ২০২২-২৩ সময়ে সৌদি আরব থেকে ৩৭৬ কোটি ৫৩ লাখ ডলার এসেছিল। আরব আমিরাত থেকে এসেছিল ২৪ দশমিক ১০ শতাংশ কম, ৩০৩ কোটি ৩৮ লাখ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে এসেছিল যথাক্রমে ৩৫২ কোটি ২০ লাখ ও ২০৮ কোটি ৪ লাখ ডলার।
এ বিষয়ে জানতে চাইলে অর্থনীতির গবেষক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান সকাল সন্ধ্যাকে বলেন, “২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্সে ১০ দশমিক ৬০ শতাংশ যে প্রবৃদ্ধি হয়েছিল, তা মূলত আরব আমিরাত থেকে রেমিটেন্স বাড়ার কারণেই হয়েছিল। সেই ধারাবাহিকতা চলতি অর্থবছরেও অব্যাহত রয়েছে। এটা আমাদের অর্থনীতির জন্য অবশ্যই ভালো। আরও ভালো খবর এই যে, এবার যুক্তরাষ্ট্র থেকেও রেমিটেন্সে উল্লম্ফন দেখা যাচ্ছে। এতে রিজার্ভে যে সংকট চলছে, তা কাটাতে সহায়তা করেছে। ব্যাল্যান্স অফ পেমেন্টে (বিওপি) যে বড় ঘাটতি হয়েছে, তা কমাতেও অবদান রাখবে।”
যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স কেনো বাড়ছে—এ প্রশ্নের উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতিও এক ধরনের চাপের মধ্যে পড়েছিল; মূল্যস্ফীতি বেড়ে গিয়েছিল। দেশটির মানুষের পাশাপাশি সেখানে অবস্থানকারী বাংলাদেশীদেরও খরচ বেড়েছিল। সে কারণে সেখানকার প্রবাসীরা দেশে পরিবার-পরিজনের কাছে কম টাকা পাঠিয়েছিলেন।
“এখন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে স্বাভাবিক হয়েছে। অর্থনীতিও চাঙা হচ্ছে। তাই এখন আমাদের প্রবাসীরা বেশি টাকা দেশে পাঠাচ্ছেন।”
যে কারণে আমিরাত থেকে রেমিটেন্সে ঢল
আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত সাতটি স্বাধীন রাজ্যের ফেডারেশন-সংযুক্ত আরব আমিরাত। সাতটি রাজ্যের নাম হলো আবুধাবি, আজমান, দুবাই, ফুজাইরা, রাস আল খাইমা, আশ শারজাহ এবং উম্ম আল কোয়াইন।
প্রতিটি রাজ্যের শাসনব্যবস্থা বংশগত রাজতন্ত্র এবং প্রতিটি রাজ্যের শাসনকর্তার পদবি হলো ‘আমির’।
আরব আমিরাত মূলত পাথুরে মরুভূমি, উপকূলীয় সমভূমি এবং পাহাড়ের মিশ্র পরিবেশে গঠিত দেশ। তবে দেশটির অধিকাংশ অঞ্চল মরুভূমি। তেলশিল্পের কারণে এখানকার অর্থনীতি অনেক শক্তিশালী এবং জীবনযাত্রার মানের দিক দিয়ে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি।
ফেডারেশনের অর্থনীতি প্রধানত আবুধাবির উৎপাদিত তেলের ওপর নির্ভরশীল। অন্যদিকে দুবাইয়ের অর্থনীতি ব্যবসা ও পর্যটনের ওপর নির্ভরশীল। সম্প্রতি আরব আমিরাত তেলের ওপর নির্ভরশীলতা কমাতে অর্থনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা করছে।
এ প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি পর্যটনশিল্প এবং পণ্য উৎপাদনের ওপর জোর দিয়েছে।
আরব আমিরাতে আছে অনেক দৃষ্টিনন্দন ও গগনচুম্বী ভবন। বর্তমান বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা ‘বুর্জ খলিফা’ দুবাই শহরেই। প্রশস্ত রাস্তা ও সুপার হাইওয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি আছে আমিরাতের। পারস্য উপসাগরের কূলে ৫ দশমিক ৭২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপপুঞ্জ।
পামগাছের মতো দেখতে এই দ্বীপপুঞ্জের নাম ‘পাম জুমেইরা’। এটা পৃথিবীর বৃহত্তম কৃত্রিম দ্বীপপুঞ্জ। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীর সংখ্যা বিবেচনায় পৃথিবীর চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর।
এছাড়া বড় বড় অবকাঠামো তৈরি গোটা দেশজুড়ে। সে সব অবকাঠামোয় বাংলাদেশি শ্রমিকরা কাজ করছেন। ভালো পারিশ্রমিক পাওয়া এই বাংলাদেশিরা নিয়মিত দেশে টাকা পাঠাচ্ছেন, যা শক্তিশালী করছে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- গেইলের প্রশ্ন আমাদের ৬ জন IPL খেলেও বাংলাদেশের কাছে সিরিজ হারলাম, জবাবে ধোনির এ কেমম উত্তর!
- বাংলাদেশে নেমে এলো শোকের কালো ছায়া, ৪৯৭ জন নি*হ'ত, আ'হ'ত ৭৪৭
- হু হু করে বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাংলাদেশের কাছের হোয়াইটওয়াশের পর IPL নিয়ে বাংলাদেশীদের পক্ষে সামির কঠিন প্রশ্নের জবাবে সুখবর দিলেন ধোনী
- এই মাত্র পাওয়া ; আজ ঢাকার অবস্থা ভ*য়া*ব*হ খারাপ
- হঠাৎ তিন দিক থেকে আ'ক্র'ম'ণ, ১৬ সেনা নি'হ'ত
- হেলিকপ্টার দুর্ঘটনায় সেনা প্রধানের মৃ*ত্যু
- ব্রেকিং নিউজ ; আরো বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- ব্রেকিং নিউজ ; ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে বাংলাদেশে
- বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- হু হু করে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- এই মাত্র পাওয়া ; সৌম্য সরকার আর নেই
- মাঝ রাতে মিরপুরে ভয়াবহ বি*স্ফো*র*ণে মৃ*তের সংখ্যা বেড়ে ৫, জেনে নিন সর্বশেষ অবস্থা
- ব্রেকিং নিউজ ; সারা দেশে শোকের কালো ছায়া, মারা গেলেন উপদেষ্টা