| ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

একসঙ্গে একই পরিবারের ৪ জনের করুণ মৃত্যু, কবর খোঁড়া হচ্ছে!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ০০:৪৫:৪৬
একসঙ্গে একই পরিবারের ৪ জনের করুণ মৃত্যু, কবর খোঁড়া হচ্ছে!

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের চারজনের বাড়ি নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। সেখানে মৃধা বাড়িতে চলছে শোকের মাতম, খোঁড়া হচ্ছে পাশাপাশি চারটি কবর।

নিহতদের মধ্যে অপর একটি পরিবারের চারজনের বাড়ি শেরপুরের সদর উপজেলার ভীমগঞ্জ গ্রামে।

বুধবার (৯ অক্টোবর) রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের জানান, নিহতরা কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন।

নিহতদের মধ্যে ছিলেন—নাজিরপুরের হোগলাবুনিয়া গ্রামের মো. শাওন (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), এবং তাদের দুই সন্তান শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। শাওন দুর্ঘটনাকবলিত গাড়ির চালক ছিলেন। অপর পরিবারে নিহতরা হলেন—মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুরের ভীমগঞ্জ গ্রামে।

নিহত শাওনের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, “আমরা তিন ভাই ও এক বোন। শাওন ছিল আমাদের সবচেয়ে ছোট, সে আর্মিদের সিভিল বিভাগের প্রতিষ্ঠানে কাজ করত। দুই সন্তান নিয়ে সে সুখে ছিল। একটি সড়ক দুর্ঘটনা সব শেষ করে দিয়েছে। আমাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

তিনি আরও জানান, বাদ এশা জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সেখানে এক সারিতে চারজনের জন্য কবর খোঁড়া হয়েছে। শেরপুরের নিহতদের পরিবারের সদস্যরা আসার পর দুই পরিবারকে একসঙ্গে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খান বলেন, “পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ জানা যাবে, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসতর্কতা অথবা ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।”

উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় দুর্ঘটনাকবলিত হয়ে প্রাইভেটকারটি খালে পড়ে যায়। রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যোগ দেয় এবং মোট আটটি মরদেহ উদ্ধার করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

এই মাত্র পাওয়া ; আইপিএলে থেকে প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ

এই মাত্র পাওয়া ; আইপিএলে থেকে প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ

বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদকে এবার আইপিএলে খেলার জন্য প্রস্তাব দিয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় আইপিএল ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...