| ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল-ফ্রান্সের হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৪ ১০:৫১:২৫
চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল-ফ্রান্সের হাইভোল্টেজ ম্যাচ, দেখে নিন ফলাফল

বলতে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়েই অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিলের মেয়েরা। গোল ব্যবধানে এগিয়ে থাকা শেষ দল হিসেবে তারা এই রাউন্ডে উঠে। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। সেলেকাও গার্লস ফরাসিদের বিপক্ষে ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেন গ্যাবি পোর্টিলো। অলিম্পিক সোনা জয়ের দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল তারা।

নারী ফুটবল কিংবদন্তি মার্তা ভিয়েরা ডি সিলভা চলতি মৌসুম শেষে তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন। তবে স্পেনের বিপক্ষে আগের ম্যাচে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা। সেই ম্যাচটি দশজনের ব্রাজিল হেরে যায় ২-০ গোলে। এ ছাড়া লাল কার্ডের কারণে কোয়ার্টারে খেলতে পারেননি মার্তা। তবে তাকে ছাড়াই সেলেসাও মেয়েরা সেমিতে পা রাখলো।

ব্রাজিল অলিম্পিক থেকে বিদায় নিলে মাঠে নামতেন না মার্তা। তবে ৩৮ বছর বয়সী এই কিংবদন্তির জন্য সুযোগ উন্মুক্ত রেখেছেন তার সতীর্থরা। মার্টা, যিনি ব্যক্তিগতভাবে খুব বুদ্ধিমান ছিলেন, পার্টিতে কখনই খুব বেশি সাফল্য পাননি। অলিম্পিক বা নারী বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। যদিও তিনি দুটি স্বর্ণপদকের কাছাকাছি এসেছিলেন, ২০০৪ এবং ২০০৮ সালের অলিম্পিকে তিনি রৌপ্য পদক নিয়ে চলে আসেন।

কোয়ার্টারের ম্যাচে স্তাদে দে লা বোর্দে স্টেডিয়ামে গতকাল (শনিবার) ফরাসি মেয়েরা প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে। ১৬তম মিনিটেই তারা পেনাল্টি পেয়েছিল, তবে ফরাসি তারকা সাকিনা কারচাওয়ির নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনা। এরপর ৩৯তম মিনিটে গ্রিজ এমবক ব্যাথির নেওয়া একটি হেডও চলে যায় গোলবারের পাশ দিয়ে।

পরবর্তীতে ব্রাজিলের হয়ে একমাত্র অন টার্গেট শটেই গোলটি করেন পোর্তিলহো। দুই ডিফেন্ডারকে কাটিয়ে তিনি যখন বলটি জালে পৌঁছান, তখন গ্যালারিতে দাঁড়িয়ে সেই উল্লাসের মাত্রা বাড়ান কিংবদন্তি মার্তা। তার বুনো উদযাপনের সঙ্গে মাঠ থেকে যোগ দেন সতীর্থরা। এরপর ১-০ গোলে জয় দিয়ে তারা সেমিও নিশ্চিত করে ফেলল। সেমিফাইনালে নিজেদের ইতিহাসের সেরা এই তারকাকে পাবে ব্রাজিল।

অন্যদিকে, কোয়ার্টারে জয় পেয়েছে স্প্যানিশ মেয়েরাও। ব্যালন ডি’অরজয়ী আয়তানা বোনমাতি, কাতালিনা উসমে, লিয়ানা সালাজার ও জেনি হারমোসোর গোলে তারা ৪-২ গোলে বড় ব্যবধানে কলম্বিয়াকে হারিয়েছে। সেই জয় সেমিফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ মেয়েদের। আগামী মঙ্গলবার মার্সেইতে সেমিতে মুখোমুখি হবে ব্রাজিল-স্পেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

শেষমেশ সেই সাকিবের পথেই হাঁটছেন তামিম

শেষমেশ সেই সাকিবের পথেই হাঁটছেন তামিম

খেলার মাঠের থেকে মাঠের বাইরের ঘটনাই যেন এখন বেশি আলোচিত হচ্ছেন তামিম ইকবাল। ঠিক যেমনটি ...

ভারত যেভাবে চায় সেভাবেই সাজে আইসিসির নিয়ম

ভারত যেভাবে চায় সেভাবেই সাজে আইসিসির নিয়ম

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত, কিন্তু করোনা মহামারীর কারণে এই বিশ্বকাপের কোনো ম্যাচও ...

ফুটবল

‘৩ বিশ্বকাপ ট্রফি’, মেসির বিশেষ উদযাপন

‘৩ বিশ্বকাপ ট্রফি’, মেসির বিশেষ উদযাপন

প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সময় রোববার সকালে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে টাইব্রেকারে ৩-২ গোলে ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...