| ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিদায় কালে সবাইকে উদ্দেশ্য করে অবিশ্বাস্য মন্তব্য করলেন হারুন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০১ ২১:৪১:৪২
বিদায় কালে সবাইকে উদ্দেশ্য করে অবিশ্বাস্য মন্তব্য করলেন হারুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, তিনি থানাকে পুলিশের গোয়েন্দা সংস্থার (ডিবি) মতো নির্ভরযোগ্য জায়গায় স্থানান্তরের চেষ্টা করবেন।

বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় মিন্টো রোডে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হারুন বলেন, "আমি ডিবিতে তিন বছর তিন মাস কাজ করেছি। আপনারা সব সময় আমার পাশে আছেন। ডিবিকে সাধারণ মানুষের আস্থার দোরগোড়ায় নিয়ে যেতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার চেষ্টা করেছি। আমার শাসনামলে। , আমি ডিবিকে সাধারণ জনগণের জন্য একটি বিশ্বস্ত জায়গা বানিয়েছি।

ডিবির সাবেক এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে কারও কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেম সলভ হতে পারে। এই মনে করে অসংখ্য মানুষ আমার কাছে এসেছে। চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেয়ার। যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে।’

নতুন জায়গায় গিয়েও পুলিশের প্রতি মানুষের আস্থা যেন অক্ষুণ্ন থাকে তার জন্য কাজ করবেন বলেও জানান হারুন। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে। মানুষের শেষ ভরসাস্থলের জায়গা থানা। তাই থানায় এসে যেন মানুষ সেবা নিতে পারে সে লক্ষ্যে আমি কাজ করবো। যেন সাধারণ মানুষ থানায় আসে এবং সেবাটা পায়। থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে চেষ্টা করবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘ডিবিতে থাকাকালে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যাকাণ্ড থেকে শুরু করে সংসদ সদস্য আনার হত্যার মামলাসহ অসংখ্য খুনের ঘটনায় নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্যপ্রমাণ নিয়ে মামলার ক্লু বের করেছি। আমরা কোনো নিরীহ মানুষকে গ্রেফতার করিনি। আর প্রভাবশালী ব্যক্তি যত বড় ক্ষমতাসীন হোক না কেন জড়িত থাকলে তাকেও ছাড় দেইনি।’

‘কোটা আন্দোলনকে ইস্যু করে নিরীহ কাউকে গ্রেফতার করা হচ্ছে না। কেউ নিরপরাধ প্রমাণিত হলে তাকে খালাস দেয়া হবে। তবে হামলা ভাঙচুরে যারা সংশ্লিষ্ট ছিল তাদের কাউকে ছাড় দেয়া হবে না,’ বললেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।

এর আগে বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক অফিস আদেশে ডিবি থেকে হারুন অর রশীদকে ডিএমপি সদর দফতরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

মৃত্যুর ভয় নিয়ে বাংলাদেশ ছাড়েন কোচ হাথুরুসিংহে

মৃত্যুর ভয় নিয়ে বাংলাদেশ ছাড়েন কোচ হাথুরুসিংহে

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের ৫ আগস্ট, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে শুরু হয় রাজনৈতিক ও ...

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর পর্দা উঠছে আজ, ১১ এপ্রিল, ইসলামাবাদ ইউনাইটেড বনাম ...

ফুটবল

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে লুইস ফিগো ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের আবির্ভাব শুধু মাঠেই নয়, এর ...

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ...