| ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আবারও কানাডায় চরম ভাবে জ্বলে উঠলেন সাকিব

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ৩১ ১৫:৩১:৪১
আবারও কানাডায় চরম ভাবে জ্বলে উঠলেন সাকিব

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ব্যাটিং সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। মেজর লীগে (এমএলসি) রানের জন্য লড়াই করতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। কানাডিয়ান লিগেও সেই ধারাবাহিকতা রয়েছে। তবে বল হাতে মোটামুটি ভালো পারফর্ম করেন তিনি। গতকাল (মঙ্গলবার) টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ৪ ওভারে ৩০ রান তুলে নেন ১ উইকেট। কিন্তু ম্যাচ শেষে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে নীরব থাকায় দর্শকের তোপের মুখে পড়তে হয় সাকিবকে।

অলরাউন্ড নৈপুণ্যে এদিন দুই রানে জিতেছে সাকিবের দলও। বেঙ্গল টাইগারদের নির্ধারিত ১৬৯ রানের লক্ষ্যে খেলে টরন্টো ন্যাশনালস ১৬৬ রানে থামে। বাংলাদেশের আরেক খেলোয়াড় শরীফুল ইসলাম ম্যাচে ৪ ওভারে ৩১ রান দেন এবং ১ উইকেট নেন। তবে প্রথম দুই ম্যাচেও দুর্দান্ত বল করেছেন এই টাইগার খেলোয়াড়।

এদিকে, প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সাকিব গতকাল মাঝারি অঙ্কের রানে ফিরেছেন। টরন্টোর বিপক্ষে ১৫ বলে ২৪ রান আসে তার ব্যাট থেকে। এর আগে প্রথম দুই ম্যাচ মিলিয়ে করেছিলেন মোটে ৫ রান। ডেভিড ভিসার ১৭ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৬৮ রানের সংগ্রহ গড়ে সাকিবের বাংলা টাইগার্স।

আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে সাকিবের দলের দ্বিতীয় জয় এটি। ৪ পয়েন্ট নিয়ে বাংলা টাইগার্স আছে পয়েন্ট তালিকার তিনে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে টরেন্টো।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। এই আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব। পুরো পরিস্থিতি থেকে নীরব থাকায় কানাডায় তিন এক ভক্তের তোপের মুখে পড়লেন। গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এই প্রসঙ্গে। কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন, চলমান এই অস্থিরতায় তিনি নীরব কেন। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এসময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কি না সে কথাও জানতে চান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এইমাত্র শেষ হল; চিটাগাং বনাম বরিশাল কোয়ালিফায়ার ম্যাচ

এইমাত্র শেষ হল; চিটাগাং বনাম বরিশাল কোয়ালিফায়ার ম্যাচ

ফরচুন বরিশাল কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে চিটাগাং কিংসকে ৯ উইকেটে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ...

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দলে যোগ দিবেন বাংলাদেশের নতুন কোচ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দলে যোগ দিবেন বাংলাদেশের নতুন কোচ

চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ২০১৭ সালে শেষবার অনুষ্ঠিত হওয়ার ...

ফুটবল

ব্রাজিলকে ৬ গোলে হারালো আর্জেন্টিনা

ব্রাজিলকে ৬ গোলে হারালো আর্জেন্টিনা

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু ...

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি, তবে তার খেলার মানে বয়সের কোন ছাপ পড়েনি। ...