তিনি মারা গেছেন কিন্ত নিজেই জানেন না, ভাতা বন্ধের কারণ খুঁজতে গিয়ে হতবাক সবাই
৯১ বছর বয়সী নারী সামচেন নাহার। তিনি প্রায় ২৫ বছর ধরে বার্ধক্য ভাতা পেয়ে আসছেন। কিন্তু গত বছরের মার্চে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ভাতা। দীর্ঘদিন ভাতা না পেয়ে ছেলেকে ইউনিয়ন পরিষদে খোঁজখবর নিতে পাঠান। জানা গেছে যে তার মা, সামশোন নাহার ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মারা গেছেন। তাই, তার নাম মুছে ফেলা হয়েছিল এবং অন্য কাউকে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছিল।
ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উলিয়াপুর আমান ইউনিয়নে। নিহত স্যামসন নাহার ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের স্ত্রী।
আমান আল্লাহপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান নুরুল আমিনের স্বাক্ষরিত মৃত্যু শংসাপত্রে দেখা যায় যে সামশোন নাহার ২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে মারা গেছেন। এই সার্টিফিকেটটি বাদলা পরিষদ ইউনিয়ন স্থগিত করেছে। কিন্তু বৃদ্ধা নিজেই জানেন না যে তিনি এক বছর আগে মারা গেছেন।
ভুক্তভোগী সামছুন নাহার ঢাকা পোস্টকে বলেন, ইউনিয়ন পরিষদে গেলে আমার ছেলেকে সবাই বলে আমি নাকি মারা গেছি। আমাকে ভাতা দেওয়া হবে না। আমি জীবিত থাকার পরও আমাকে মৃত দেখিয়ে আরেকজনের নামে কীভাবে ভাতার টাকা পরিবর্তন করে দেয়! আমি গরিব মানুষ। আমি এর বিচার চাই।
সামছুন নাহারের প্রতিবেশী মোস্তফা মহসিন স্পোর্টস আওয়ার ২৪কে বলেন, এ রকম ঘটনা তদন্ত করলে আরও অনেক পাওয়া যাবে। উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ইউনিয়ন পরিষদের কতিপয় ব্যক্তি এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এদের টাকা না দিলে বিধবা, বয়স্কভাতা হয় না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ঢাকা পোস্টকে বলেন, আমি ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। বৃদ্ধা ২নং ওয়ার্ডের বাসিন্দা। সম্ভবত তিনি লাইভ ভেরিফিকেশনের জন্য ইউনিয়ন পরিষদে আসেননি তাই তাকে মৃত দেখানো হয়েছে। আমি সাক্ষর করেছি এটা সত্য তবে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়। লাইভ ভ্যারিফিকেশনে না আসা সব ভাতাভোগীদের পরিষদের রেজুলেশনে ভাতা বন্ধ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র ও পরিষদের রেজুলেশনের ভিত্তিতে জানতে পারি, তিনি ২ ফেব্রুয়ারি ২০২৩ এ মৃত্যুবরণ করেন। তাই ভাতাটি বন্ধ করা হয়েছে। কোনো মানুষ মারা গেলে আমরা সকল কাগজপত্র দেখে অন্য একজনকে প্রতিস্থাপন করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান ঢাকা পোস্টকে বলেন, এটি সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। আশা করি সামছুন নাহার দ্রুতই বয়স্ক ভাতা পাবেন। এ ছাড়া আমরা তদন্ত করছি কে বা কারা এটার সঙ্গে জড়িত। যদি তদন্তের পর কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আইপিএল নিলামে নাহিদ রানার ধারের কাছেও নেই মুস্তাফিজ, ১০ কোটিতে দল পেলো নাহিদ রানা
- ‘মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি’ কিংবা ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’
- ফারুকী আউট, আসিফ মাহাতাব স্যার ইন!
- শান্তর অকালমৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া
- ‘তৃতীয় বি'শ্ব'যু*দ্ধ শুরু হয়ে গেছে’
- আজ ১৭/১১/২০২৪ তারিখে, দেখে নিন আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম কত
- ব্রেকিং নিউজ ; জড়ো হচ্ছেন শত শত মানুষ, অনির্দিষ্টকালের কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট!
- এই মাত্র পাওয়া ; জড়ো হচ্ছেন শত শত মানুষ, অনির্দিষ্টকালের কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট!
- সেই তামিমকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করলো বাংলাদেশ
- আইপিএল-এ ১০ কোটিতে নাহিদ রানা, মুস্তাফিজুর অবস্থান দেখে নিন
- আজ ১৮/১১/২০২৪ তারিখে, দেখে নিন আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম কত
- চ্যাম্পিয়ন ট্রাফির আগে বিসিবির সভাপতি হতে পারেন মাশরাফি, ক্যাপ্টেন্সিতে ফিরতে পারেন তামিম!
- এই মাত্র পাওয়া : মারা গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক
- আইপিএল ২০২৫ নিলামে রেকর্ড গড়লেন তাসকিন ও নাহিদ রানা, দেখুন সাকিব-মুস্তাফিজের অবস্থান
- তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ, দেখে নিন বাংলাদেশের অবস্থান