চ্যাম্পিয়ন হওয়ার গোপন রহস্য ফাঁস করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আপনি কখন জিততে শুরু করবেন? তিন ম্যাচের পর?'—আজ মজা করে প্রশ্ন করা হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তাকে। তিনিও উত্তর দিলেন, 'হ্যাঁ, তা ঠিক! ঐতিহ্য রক্ষা করবেন না!'
বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই মেজাজ। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে মহান ঢাকার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। গত কয়েক মৌসুমে কুমিল্লার শুরুটা হয়েছিল লোকসান দিয়ে। গত মৌসুমে টানা প্রথম তিন ম্যাচ হেরে পরের সবগুলো ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলেছিল তারা।
কুমিল্লা বরাবরই প্রথম ম্যাচে হেরেছে। এটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। আগের মৌসুমেও আমরা প্রথম ম্যাচে হেরেছি। এতে একটা সুবিধা আছে, অনেক ভুল ধরা পড়ে।
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও শিরোপা জয়ের রহস্য বলতে পারেন ইমরুল কায়েস। তার অধিনায়কত্বে কুমিল্লা তিনবার শিরোপা জিতেছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইমরুল যখন মিডিয়ার সামনে আসেন, তখন তাকে প্রথম প্রশ্ন করা হয় প্রথম ম্যাচে কুমিল্লার হার নিয়ে।
ইমরুল এবার অধিনায়ক নন, আগামীকাল ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আজ দলের একজন সদস্য হিসেবে তিনিও শুরুর ধাক্কার ইতিবাচকতা তুলে ধরলেন, ‘প্রথম ম্যাচে কুমিল্লা সব সময় হারে। এটা আমাদের কাছে নরমাল হয়ে গেছে। বিগত আসরগুলোতেও আমরা প্রথম ম্যাচে হেরেছি। এতে একটা সুবিধা হয়, অনেক ভুলত্রুটি ধরা পড়ে। এগুলো নিয়ে কাজ করা যায়। আমরা আজ এগুলো নিয়ে কাজ করেছি। আশা করি, কাল ভুলগুলো শুধরে আমাদের সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামব।’
প্রথম ম্যাচে হারলেও ইমরুলের ব্যাট থেকে এসেছে ৬৬ রান। ইমরুল মনে করেন, ধারাবাহিকভাবে খেলার মধ্যে থাকার কারণেই বিপিএলের প্রথম ম্যাচে রান পেয়েছেন। তাঁর যুক্তি, ‘আমি সাম্প্রতিক সময় অনেক ম্যাচ খেলেছি। গত বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি। লন্ডনে অনেকগুলো ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় গিয়ে অনেকগুলো ম্যাচ খেলেছি। আমি পুরো খেলার ভেতরেই ছিলাম। প্রস্তুতিটাও ভালো হয়েছে। আমার কাছে মনে হয়, এই অভিজ্ঞতাগুলো কাজে দিয়েছে। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলাটা আমার জন্য অনেক ভালো হয়েছে।’
অন্য একটা কারণও ধরিয়ে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘আমার কাছে মনে হয়, বিপিএলে যতবার ওপেনার হিসেবে খেলেছি, আমার সাকসেস রেটটাও অনেক বেশি। কারণ, গত আসরেও আমি ওপেনিং করতে নেমে একটা ৮০+ রান করেছি। আমি টি-টোয়েন্টিতে ওপেন করতে পছন্দ করি। কিন্তু কুমিল্লায় টিম কম্বিনেশনের কারণে আমাকে অনেক কিছু মেনে নিতে হয়। অধিনায়ক থাকলে তো করতেই হয়।’
কুমিল্লার সমন্বয়ের কারণেই এবার অধিনায়কের দায়িত্বে নেই ইমরুল। সঙ্গে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ভাবনার ব্যাপারও আছে। সব মিলিয়েই এবার লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে। ইমরুলই বললেন, ‘লিটন দাস সব সময় টপ প্লেয়ার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে সে যেসব ম্যাচে অধিনায়কত্ব করেছে, সেগুলোতে দেখেছেন, ও নিজের কাজটা ভালোভাবেই করেছে এবং সফলভাবে মোকাবিলা করেছে। আমরা সেটা জানি। আমরা আশা করি, এই দলটার হয়েও সে এবার ভালো করবে।’
অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘অধিনায়ক থাকলে অনেক চাপ থাকে। একেক দিন ভিন্ন রোল আমাকে প্লে করতে হয়। এখনো সেভাবেই চেষ্টা করব। তবে এটা তো ঠিক, মাঠের ভেতরে একটু চাপমুক্ত থাকতে পারছি। কোনো পরিকল্পনা সাজাতে হয় না। লিটন ওর কাজটা ভালোভাবেই করতে পারছে।’
লিটনকে দায়িত্ব দেওয়া যে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত, সে আভাসও আছে ইমরুলের কথায়। কুমিল্লার এই ভাবনার প্রশংসা করে ইমরুল বলেছেন, ‘আমার মনে হয়, কুমিল্লা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আগামী চার-পাঁচ বছর কাকে দিয়ে দলটা লিড করা যাবে, সেটা নিয়েই এগোচ্ছে। আমার মনে হয়, এটা ভালো সংস্কৃতি।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আরব আমিরাতের গোল্ডেন ভিসা চালু
- ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় বেড়িয়ে এল চাঞ্চল্যকর সব তথ্য
- ৮ বছরের শিশু ধ/র্ষণে বোনের স্বামী ও শ্বশুর আটক, বেড়িয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- ২০২৫ সালে সৌদি প্রবাসীদের আকামা নবায়নের জন্য নতুন আইন ঘোষণা
- দুবাইয়ে দুর্ঘটনায় সংগীত শিল্পী মমতাজ নিহত, সত্যতা নিয়ে যা জানা গেল
- চিরতরে হাসিনার হাসি বন্ধ করল জাতিসংঘ
- হঠাৎ ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা মুহূর্তেই ভাইরাল
- ৪০ বছর পর বিশাল বড় সুখবর পেলেন শিক্ষকরা
- ভূমিকম্পে ঢাকায় তাৎক্ষণিক ভাবে মারা যেতে পারে ২ লাখ মানুষ
- ১ শর্তের বিনিময়ে আইপিএলে খেলতে পারেন মুস্তাফিজ
- মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার গোপন বৈঠকে: যা জানা গেল
- যদি ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনা ধূলিস্যাৎ না হতো, তবে ৬ আগস্ট জাতীয় পত্রিকার শিরোনাম কেমন হতো
- কমে গেল ডলারের বিনিময় হার (০৫ মার্চ)
- তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আশঙ্কা
- ১০ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে এনসিপিতে নুরর দলের ২০ নেতা: যা জানা গেল