বকেয়া বেতন না দেওয়া প্রসঙ্গে যা বললো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বিপিএল শুরুর আগেই আবারও বিতর্কের মুখে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলোয়াড়দের বেতন নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দলটি। গত মৌসুমে চট্টগ্রামের হয়ে খেলা অভিষেক মিত্র বেতনের বিষয়টি নিয়ে অভিযোগ করেন। সরাসরি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে ফাইনাল সিজনের জন্য তিনি এখনও টাকা পাননি। এ বিষয়ে অবশেষে মুখ খুলল চিটাগাং চ্যালেঞ্জার্স।
গতকাল শনিবার গণমাধ্যমে চট্টগ্রাম দলের অপরারেশন্স ম্যানেজার ইমরান হাসান বলেন, 'আমার কথা হয়েছে উনার (অভিষেক মিত্র) এই ব্যাপারে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম উনি কোন ক্যাটাগরিতে ছিলেন, কত টাকার খেলোয়াড় ছিলেন। উনি ড্রাফট থেকে আসেননি। উনাকে ড্রাফটের পরে নেওয়া হয়েছিল। উনি আসছিল পাঁচ লাখ টাকার ক্যাটাগরিতে।'
'যখন উনি আমাকে বলেছিলেন আমি পেমেন্ট পাব, তখন আমি বললাম আমি একাউন্টসের সাথে কথা বলে জানাব। আমি একাউন্টসের সাথে কথা বলে জানতে পারছি উনাকে তিন লাখ ৭৫ হাজার টাকা পেমেন্ট করা হয়েছে। তখন উনাকে আমি বলেছি আপনি পাঁচ লাখ টাকার ক্যাটাগরির খেলোয়াড় আপনাকে তিন লাখ ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকার মধ্যে কর সংক্রান্ত টাকা কেটে নেওয়ার পর বাকি টাকা পাবেন।'
'তখন সে (অভিষেক মিত্র) আমাকে বলল, করের টাকা কাটা যাওয়ার কথা না। আমি বললাম অবশ্যই কাটা যাবে এটা বাধ্যতামূলক। উনি অন্য খেলোয়াড়দের কথা বলছিল আমি উনাকে বলছি যেটাই করেন অফিসে আসেন। কর বাদে বাকি টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু উনি আমাদের সহযোগিতা করেননি যার কারণে এই অবস্থা।'
ইমরান হাসান নিজেদের অবস্থান জানিয়ে বলেন, 'এত বছর ধরে বিপিএলে খেলছি, করের টাকা সরকারি নিয়ম, এখানে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো কিছু ছিল আমার মনে হয় না। আমরা কখনোই বলিনি টাকা দেব না, এরপরও যদি এভাবে গুজব ছড়ায় দেয় আমাদের কিছু করার নেই। আমরা এ বিষয়ে (পদক্ষেপ) অফিসিয়ালি কাজ করছি সময় হলে আপনাদেরকে জানিয়ে দেব।'
অভিষেক মিত্রের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'উনি আমাদের বলেছিলেন উনি দশ লাখ টাকার ক্যাটাগরিতে কিন্তু আসলে উনি পাঁচ লাখ টাকার ক্যাটাগরিতে ছিলেন। উনাকে আমরা বলেছি করের টাকা কেটে নেওয়ার পর উনি আরো পঞ্চাশ হাজার টাকার আশেপাশে পাবেন, উনাকে অফিসে আসতে বলেছি। কিন্তু উনি না এসে মনমতো স্ট্যাটাস দিয়ে রেখেছেন। পেমেন্ট ইস্যুতে উনার সাথে কথা হয়েছে দুই-তিনবার। তো এখানে একাউন্ট সেকশনে চেক করে কথা বলতে হবে আন্দাজের উপর কিছু করা যাবে না। সে অনুযায়ী আমরা কথা বলেছি। (পোস্ট দেওয়ার পর) উনি আমাদের সাথে কোন যোগাযোগ করেনি আমিও করিনি।'
বিপিএল শুরুর আগেই এমন অভিযোগ চাপ সৃষ্টি করবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিপিএলে আমরা চার বছরের বেশি সময় ধরে আছি। এখানে অনেক কিছু ঘটতে পারে কিন্তু আমরা সবসময় প্রফেশনালি সবকিছু সামলে নিয়েছি। এখানেও সেভাবেই করছি। এসব নিয়ে আমরা চিন্তিত না। দল তাদের মতো কাজ করছে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আরব আমিরাতের গোল্ডেন ভিসা চালু
- ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় বেড়িয়ে এল চাঞ্চল্যকর সব তথ্য
- ৮ বছরের শিশু ধ/র্ষণে বোনের স্বামী ও শ্বশুর আটক, বেড়িয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- দুবাইয়ে দুর্ঘটনায় সংগীত শিল্পী মমতাজ নিহত, সত্যতা নিয়ে যা জানা গেল
- ২০২৫ সালে সৌদি প্রবাসীদের আকামা নবায়নের জন্য নতুন আইন ঘোষণা
- ভূমিকম্পে ঢাকায় তাৎক্ষণিক ভাবে মারা যেতে পারে ২ লাখ মানুষ
- চিরতরে হাসিনার হাসি বন্ধ করল জাতিসংঘ
- তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আশঙ্কা
- হঠাৎ ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা মুহূর্তেই ভাইরাল
- ৪০ বছর পর বিশাল বড় সুখবর পেলেন শিক্ষকরা
- মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের শুনানি হল গভীর রাতে; রায় নিয়ে যা জানা গেল
- মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার গোপন বৈঠকে: যা জানা গেল
- যদি ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনা ধূলিস্যাৎ না হতো, তবে ৬ আগস্ট জাতীয় পত্রিকার শিরোনাম কেমন হতো
- কমে গেল ডলারের বিনিময় হার (০৫ মার্চ)
- ১০ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে এনসিপিতে নুরর দলের ২০ নেতা: যা জানা গেল