বাবর-আফ্রিদিকে প্রশংসায় ভাসালেন উইলিয়ামসন

বাবর আজমের ২০২৩ সাল কেটে গেছে। নতুন বছরের শুরুটা ভালো হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে প্রথম ইনিংসে ২৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান। অস্ট্রেলিয়া সিরিজের পর এখন বাবরের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। এবার অবশ্য সংস্করণ ভিন্ন: টি-টোয়েন্টি।
বাবর কি জানেন কি ফিরতে পারবেন? শুধুমাত্র সময় বলে দেবে. এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসন এখনও বাবরকে তাদের জন্য হুমকি মনে করেন। অন্যদিকে, বাবর ফিট নন বলে মানতে রাজি নন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাবরকে নিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘সে (বাবর) বিশ্বমানের খেলোয়াড়। ক্রিকেট আমাদের আবেগ–অনূভূতিকে পূর্ণতা দেয় এবং সেটারই একটা অংশ হলো প্রতিদিন উন্নতির চেষ্টা করা। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং এটার রাতারাতি পরিবর্তন হবে না। আমরা জানি, সে বড় হুমকি।’
প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন আফ্রিদি। প্রথম সিরিজেই সাবেক অধিনায়ক বাবরকে প্রশংসায় ভাসিয়েছেন এই বাঁহাতি পেসার। সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছেন, ‘মনে হয় না বাবরের ফর্ম খারাপ, সে–ই সেরা। সে সব সময় পাকিস্তানের জন্য এত রান করেছে, আমার মনে হয় গুনতেও ভুল হবে। এক–দুই ইনিংসে কোনো পার্থক্য তৈরি হয় না। বাবর গ্রেট খেলোয়াড়। সে পাকিস্তানের জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে অনেক পারফর্ম করেছে।’
২০২৩ সালে টেস্টে ৯ ইনিংসে বাবরের রান মাত্র ২০৪, গড় ২২.৬৬। অথচ ২০২২ সালে টেস্টে বাবর রান করেন ৬৯.৬৪ গড়ে। ১৭ ইনিংসে ৪ শতক ও ৭টি অর্ধশতক। গত বছর ওয়ানডেতে ২৪ ইনিংসে ব্যাট করেছেন ৪৬.৩০ গড়ে ও ৮৪.৬৫ স্ট্রাইক রেটে, যা ২০১৯ সালের পর গড় ও স্ট্রাইক রেটে সর্বনিম্ন। সঙ্গে বিশ্বকাপে ব্যর্থতা তো আছেই।
টি-টোয়েন্টিতে গত বছর বাবর ইনিংসই খেলেছেন মাত্র ৪টি, রান ৪৩.৩৩ গড়ে ১৩০। গত বছরটা ছিল ওয়ানডে বিশ্বকাপের বছর। আর এ বছরটি টি-টোয়েন্টি বিশ্বকাপের। বলা যায়, নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে পাকিস্তানের। অধিনায়কত্বের দায়িত্ব ছাড়া বাবরের জন্য এই সিরিজে ফর্মে ফেরা তাই বেশ গুরুত্বপূর্ণ।
টি-টোয়েন্টিতে বাবর-মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটি থেকে সরে আসতে পারে পাকিস্তান, এমন গুঞ্জন কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। পরিবর্তন আসতে পারে, সেটা আজ নিশ্চিত করলেন আফ্রিদিও। তাঁর ভাষ্য, ‘বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি পাকিস্তানের হয়ে সব সময় সেরাই থাকবে। আমার মনে হয়, বিশ্বকাপের আগে আমাদের ১৭টি ম্যাচ আছে, আমাদের ভিন্ন সমন্বয়ও চেষ্টা করা উচিত। কোন খেলোয়াড় কোন পজিশনে ভালো, সেটা খোঁজার চেষ্টা করা হবে এবং সেই পজিশনে খেলানোর চেষ্টা করা হবে। কিছু পরিবর্তন আসতে পারে, না–ও আসতে পারে।’
পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল, অকল্যান্ডে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আরব আমিরাতের গোল্ডেন ভিসা চালু
- ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় বেড়িয়ে এল চাঞ্চল্যকর সব তথ্য
- ৮ বছরের শিশু ধ/র্ষণে বোনের স্বামী ও শ্বশুর আটক, বেড়িয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- দুবাইয়ে দুর্ঘটনায় সংগীত শিল্পী মমতাজ নিহত, সত্যতা নিয়ে যা জানা গেল
- ২০২৫ সালে সৌদি প্রবাসীদের আকামা নবায়নের জন্য নতুন আইন ঘোষণা
- ভূমিকম্পে ঢাকায় তাৎক্ষণিক ভাবে মারা যেতে পারে ২ লাখ মানুষ
- চিরতরে হাসিনার হাসি বন্ধ করল জাতিসংঘ
- তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আশঙ্কা
- হঠাৎ ফেসবুকে মাশরাফির আবেগঘন বার্তা মুহূর্তেই ভাইরাল
- ৪০ বছর পর বিশাল বড় সুখবর পেলেন শিক্ষকরা
- মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের শুনানি হল গভীর রাতে; রায় নিয়ে যা জানা গেল
- মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে শেখ হাসিনার গোপন বৈঠকে: যা জানা গেল
- যদি ৫ আগস্ট স্বৈরশাসক হাসিনা ধূলিস্যাৎ না হতো, তবে ৬ আগস্ট জাতীয় পত্রিকার শিরোনাম কেমন হতো
- মাগুরার আছিয়ার বোনের মুখ থেকে সত্যিটা শোনেন (ভিডিওসহ)
- কমে গেল ডলারের বিনিময় হার (০৫ মার্চ)