| ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ছোট্ট ভুলে আইপিএলে ভুলে কোটিপতি থেকে ফকির ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০২ ২১:৩৫:১১
ছোট্ট ভুলে আইপিএলে ভুলে কোটিপতি থেকে ফকির ক্রিকেটার

ভারতের ক্রিকেটকেই বদলে দিয়েছেন ঝাড়খন্ডের এক উইকেটকিপার ব্যাটসম্যান। মহেন্দ্র সিং ধোনির পথ ধরে ঝাড়খন্ডে এখন শিশু-কিশোররা উইকেটকিপিং গ্লাভসটাই বেছে নেন। এবারের আইপিএল নিলামে ঝাড়খন্ডের বেশ কয়েকজন উইকেটকিপার ব্যাটসম্যানই কোটি রুপির বেশি বাগিয়ে নিয়েছেন।

সুমিত কুমারের পরিবার ভেবেছিল, ২৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যানও এমনই একজন। গত ১৯ ডিসেম্বর আইপিএল নিলামে টিভিতে সুমিতের ছবি দেখ গেছে। ২০ লাখ রূপির ভিত্তিমূল্যের সুমিতকে ১ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, মধ্যবিত্ত এক পরিবারের ভাগ্য রাতারাতি বদলে যায়।

আইপিএল নিলামে ভুল করে অচেনা খেলোয়াড়কে কিনল প্রীতি জিনতার পাঞ্জাবআইপিএল নিলামে ভুল করে অচেনা খেলোয়াড়কে কিনল প্রীতি জিনতার পাঞ্জাবমানুষ তো এমন স্বপ্নই দেখে। সে স্বপ্ন কয়েক ঘণ্টার মধ্যে চুরমার হয়ে রূপ নিয়েছে দুঃস্বপ্নে।

নিলামের দিন সুমিত বাসায় ছিলেন না। ব্যস্ত থাকায় নিলামও দেখা হচ্ছিল না। কিন্তু ভারতের আর সব ক্রিকেটার পরিবারের মতো তাঁর পরিবার বসেছিলেন টিভির সামনে। আশায় ছিলেন মহেন্দ্র সিং ধোনির অধীনে নিজের স্কিল নিয়ে কাজ করা সুমিত এবার ডাক পাবেন আইপিএলে।

নিলামে সুমিতের নাম আর ছবি পর্দ্য ভেসে উঠতে প্রার্থনা শুরু করেন তাঁর মা। বেশ কয়েকটি দল আগ্রহ দেখায়। ফলে দ্রুত দাম উঠতে থাকে তাঁর। এক পর্যায়ে এক কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস কিনে নেয়।

আনন্দে ভেজা চোখ নিয়েই সুমিতকে ফোন করে সে খবর দেন তাঁর মা। দিল্লি ক্যাপিটালসও তাঁর ছবি দিয়ে তাঁকে ট্যাগ করে পোস্ট করে, দিল্লি ক্যাপিটালস পরিবারেও স্বাগত জানায়।

বেশ কিছু স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যম এসে সুমিতের পরিবারের প্রতিক্রিয়া নেয়। প্রতিবেশী, আত্মীয়স্বজন এসে জোরো হয়, অভিনন্দন জানায়। কিন্তু কয়েক ঘণ্টা পর সে আনন্দ উবে যায়।

ঝাড়খণ্ডে সুযোগ মিলছে না দেখে নাগাল্যান্ডে চলে গিয়েছেন সুমিত। একটু পর এই উইকেটকিপার অবাক হয়ে দেখেন দিল্লি ক্যাপিটালসের ইনস্টাগ্রামে আর তাঁর ছবি নেই। হরিয়ানার আরেক সুমিত কুমারের ছবি। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য পেস বোলিং অলরাউউন্ডার।

ধাক্কা পুরোপুরি সামলে নেওয়ার আগে সুমিত আগে মাকে ফোন করেন ব্যাপারটা বোঝানোর জন্য। কিন্তু কান্নাভেজা কণ্ঠে তাঁর এমন চেষ্টায় মায়ের দুঃখ আরও বেড়েছে, ‘আমার মা কত খুশি হয়েছিল। আমার জন্য সারাক্ষণ প্রার্থনা করেন। কিন্তু এটা কীভাবে সম্ভব? আমি স্বীকার করি যে দুজনের নাম এক হতে পারে কিন্তু টিভিতে দেখানো ছবি? আমার ছবি ছিল সেখানে, আমার নাম ছিল সেখানে।’

প্রায় দুই সপ্তাহ পর টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনের সময়ও ভেতরের কষ্ট লুকাতে পারেননি সুমিত, ‘আমার মাকে সান্ত্বনা দিতে ব্যর্থ হয়েছি আমি। টিভিতে আমার নাম ও ছবি দেখে এত খুশি হয়েছিল। এরপর এটা ঘটল। দিল্লি ক্যাপিটালস একটা বড় দল। একজন ক্রিকেটারের আবেগ নিয়ে ওরা খেলবে, এটা আশা করা যায় না। আমার পরিবার ও আমার খুব খারাপ লেগেছে।’

এত বড় ভুল কীভাবে হয়, সেটাই মাথায় আসছে না সুমিতের, ‘ওরা ইনস্টাগ্রামে আমার ছবিও দিয়েছে। তার মানে ওরা আমাকে খুঁজে দেখেছে। আমাকে ট্যাগ দিয়েছে। আমার কাছে যখন নোটিফিকেশন এল, আমি শতভাগ নিশ্চিত হয়েছে। কয়েক ঘণ্টা পর ওরা যখন ডিলিট করে দিল, আমি বিভ্রান্ত হয়েছি, ধাক্কা খেয়েছি।’

এরপর সুমিত ও তার পরিবার বাইরে গিয়ে মিডিয়া ও প্রতিবেশীদের ভুল ভাঙিয়েছেন, ‘আমার পরিবারের জন্য খুব লজ্জার ব্যাপার ছিল। অনেক অভিনন্দন বার্তা পেয়েছি। বন্ধু ক্রিকেটাররা আমাকে নিলামের স্ক্রিনশট পাঠিয়েছে, যেখানে আমার ছবি ছিল। কিন্তু সবকিছুই বড় এক লজ্জায় রূপ নিয়েছে। আমার পরিবার ও আমার কেমন লেগেছে বলে বোঝাতে পারব না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

চ্যাম্পিয়ন ট্রফিতে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরাসহ কে কত টাকা পেল

চ্যাম্পিয়ন ট্রফিতে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরাসহ কে কত টাকা পেল

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ের ঐতিহাসিক মঞ্চে ভারত আবারও বিজয়ের মুকুট পরল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর ফাইনালে ...

হঠাৎ করে মেহেদী হাসান মিরাজের নতুন যে নাম দিল আইসিসি

হঠাৎ করে মেহেদী হাসান মিরাজের নতুন যে নাম দিল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হল বিশ্বব্যাপী ক্রিকেটের কর্মকাণ্ড পরিচালনাকারী সর্বোচ্চ সংস্থা। তাদের প্রকাশিত তথ্য সাধারণত ...

ফুটবল

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি ২৫ মার্চ ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের ...

বাংলাদেশ ম্যাচের আগে অবসর ভেঙে ফিরছেন ভারতের তারকা খেলোয়াড়

বাংলাদেশ ম্যাচের আগে অবসর ভেঙে ফিরছেন ভারতের তারকা খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মাত্র ৮ মাসের মধ্যে আবারও ভারতের জাতীয় দলের ...