এই ৪ জন থেকে হতে পারেন ব্রাজিলের কোচ
ব্রাজিল সমর্থকদের জন্য এটি একটি কঠিন বছর ছিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সারা বছর খুব কমই ভক্তদের কাছে সুখবর দিতে পেরেছে। যাইহোক, ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, তারা সত্যিই খারাপ অবস্থায় রয়েছে। নতুন বছরে বড় কোনো পরিবর্তন নেই। এর সঙ্গে যোগ হয়েছে ঘরের বাজে পারফরম্যান্স এবং নেইমারের গুরুতর ইনজুরি।
বছরের শেষদিকে এসে ফিফার কাছ থেকে নিষেধাজ্ঞার হুমকিও এসেছে। দেশটির রিও ডে জেনিরোর এক আদালতের নিষেধাজ্ঞা নিয়ে শুরু হয়েছে জটিলতা। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সাবেক সভাপতি এদনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার জন্য আদেশ এসেছে। এরপরেই কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের ডাগআউটে দেখা নিয়ে শঙ্কা শুরু হয়। কারণ এদনালদোই আনচেলত্তিকে ব্রাজিলে আনার ব্যাপারে আশাবাদী ছিলেন।
নতুন খবর অনুযায়ী, বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদে চুক্তি নবায়ন করেছেন আনচেলত্তি। স্বাভাবিকভাবেই নতুন বিকল্প খোঁজার দিকে মন দিতে হচ্ছে সিবিএফকে। আর এই তালিকায় আছেন বিশ্বকাপ জেতানো কোচ লুই ফিলিপ স্কোলারির নামটাও।
তবে স্কোলারি ছাড়াও নাম আছে আরও কিছু কোচের। যাদের প্রত্যেকেই ব্রাজিলের ঘরোয়া লিগে বেশ পরিচিত মুখ। আর ব্রাজিলের নিজস্ব ধারার খেলার সঙ্গেও বেশ অভ্যস্ত তারা।
১। লুই ফিলিপ স্কোলারি
শেষ দুই দিনে যেকজন সম্ভাব্য কোচের নাম ব্রাজিলিয়ান গণমাধ্যমে বারবার উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম স্কোলারি। ব্রাজিলের সবশেষ ২০০২ বিশ্বকাপের শিরোপা এসেছিল তার হাত ধরেই। এমনকি ২০১৪ সালে ঘরের মাঠে তার নেতৃত্বেই ব্রাজিল বিশ্বকাপে খেলতে নেমেছিল। সেবার সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হতে হয় পর্তুগিজ এই মাস্টারমাইন্ডকে।
যদিও শোনা গিয়েছিল, গত ডিসেম্বরেই কোচিং পেশাকে বিদায় জানিয়েছেন স্কলারি। পেশাদার কোচিং কেরিয়ারে ১৮টি ক্লাবের কোচিং করিয়েছিলেন স্কোলারি। পর্তুগাল (২০০৬) ও ব্রাজিলকে (২০১৪) বিশ্বকাপ সেমিফাইনালে তুলেছিলেন তিনি। বিশ্বকাপ জিতেছেন একবার। পেশাদার কোচ হিসেবে ১ হাজার ৭০০ ম্যাচে কোচিং করিয়েছেন স্কলারি। জিতেছেন ৮০০টি ম্যাচ। এই কিংবদন্তিকে ব্রাজিলে ফেরাতে হলে তার অবসর ভাঙার ব্যবস্থা করতে হবে সিবিএফকে।
২। আবেল ফেরেইরা
আবেল ফেরেইরার জন্ম পর্তুগালে। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিংয়ে নাম লিখিয়েছেন ১ যুগ আগে। ২০২০ সাল থেকে ব্রাজিলিয়ান ফুটবলে সময় পার করছেন তিনি। ঘরোয়া ফুটবলের বড় ক্লাব পালমেইরাসের কোচের দায়িত্ব এখন তার কাঁধে। দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৯টি শিরোপা জিতেছেন। এর মধ্যে ২০২০ ও ২০২১ সালে জিতেছেন দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা লিবার্তোদোরেস।
এ ছাড়া ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ সিরি আ জিতেছেন দুবার। পালমেইরাসে দুর্দান্ত আবেল ফেরেইরা দেশটিতে বেশ জনপ্রিয়। তাকেই কোচের পদে আগ্রহী বেশিরভাগ ব্রাজিলিয়ান।
৩। হোর্হে জেসুস
৬৯ বছর বয়সী কোচ হোর্হে জেসুস। ফুটবল নিয়ে ধারণা থাকলে লম্বা চুলের এই কোচকে চেনার কথা। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের দায়িত্বে আছেন জেসুস। তারই অধীনে খেলছেন নেইমার। ২০১৯ সালে ফ্লামেঙ্গো কোচ হিসেবে ইতিহাস গড়েছিলেন জেসুস। কোপা লিবার্তোদোরেস জয়ের পাশাপাশি ইতিহাস গড়ে ফ্লামেঙ্গোকে জিতিয়েছিলেন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ।
ব্রাজিলের গণমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) জেসুসকে নিয়ে কিছুটা দ্বিধায় ছিল বরাবরই। এ বছরের জুনে জানা গিয়েছিল, আনচেলত্তি যদি না আসেন, তখন কোচের পদের জন্য অন্য জেসুসকে বিবেচনা করতে পারে সিবিএফ। আল হিলালেও বেশ ভালো করছেন জেসুস।
৪। ফার্নান্দো দিনিজ
ব্রাজিলের স্থায়ী কোচ হিসেবে তাঁর নামটাই উঠে আসছে সবার আগে। ‘ও গ্লোবো’র ভাষায়, জাতীয় দলের স্থায়ী দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমানে অন্তর্বর্তী হিসেবে দায়িত্ব পালন করা দিনিজ। ফ্লুমিনেন্সের এই কোচ এ বছর কোপা লিবার্তোদোরেস জিতেছেন। খেলার কৌশলে মিল থাকায় তাঁকে ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’ বলা হয়।
অবশ্য ব্রাজিল জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দিনিজ এখনো বলার মতো সাফল্য পাননি। টানা চার ম্যাচ জয়শূন্য আছেন। শতকরা হিসেবে জয় ৪০ শতাংশের নিচে। তবে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়েরা দিনিজকে পছন্দ করেন। যার কারণে শেষ পর্যন্ত দিনিজই টিকে থাকতে পারেন ব্রাজিলের কোচ হয়ে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- গেইলের প্রশ্ন আমাদের ৬ জন IPL খেলেও বাংলাদেশের কাছে সিরিজ হারলাম, জবাবে ধোনির এ কেমম উত্তর!
- বাংলাদেশে নেমে এলো শোকের কালো ছায়া, ৪৯৭ জন নি*হ'ত, আ'হ'ত ৭৪৭
- বাংলাদেশের কাছের হোয়াইটওয়াশের পর IPL নিয়ে বাংলাদেশীদের পক্ষে সামির কঠিন প্রশ্নের জবাবে সুখবর দিলেন ধোনী
- হঠাৎ তিন দিক থেকে আ'ক্র'ম'ণ, ১৬ সেনা নি'হ'ত
- এই মাত্র পাওয়া ; আজ ঢাকার অবস্থা ভ*য়া*ব*হ খারাপ
- ব্রেকিং নিউজ ; আরো বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা!
- হেলিকপ্টার দুর্ঘটনায় সেনা প্রধানের মৃ*ত্যু
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- ব্রেকিং নিউজ ; ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে বাংলাদেশে
- হু হু করে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- অবিশ্বাস্যভাবে হু হু করে বিশাল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- এই মাত্র পাওয়া ; সৌম্য সরকার আর নেই
- বিশাল বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- ব্রেকিং নিউজ ; আজ হু হু করে বিশাল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম