মুশফিকের বিস্ময়কাণ্ডের যত ব্যাখ্যা দিল আইসিসি

অবাক করা ব্যাপার হচ্ছে, আউটের আগে আরো একবার এমনটা করতে চেয়েছিলেন মুশফিক। মধ্যাহৃভোজের বিরতির পর টিম সাউদির প্রথম ওভারের দ্বিতীয় বলে হাত বাড়িয়েও ছুঁতে পারেননি মুশফিক। স্বাভাবিকভাবে অভিজ্ঞ ব্যাটারের এমন কাণ্ড তামিমকে হতাশ করেছে।
‘বিরল হ্যান্ডলড বল ক্লাবে তোমাকে স্বাগত, মুশফিক। শুধু উপযুক্ত ক্রিকেটাররাই এই ক্লাবের সদস্য।’-মুশফিকুর রহিমকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের স্বাগত জানানোর প্রেক্ষাপট এতক্ষণে সবারই জানা হয়ে গেছে। তবে ভনের আউটের সঙ্গে মুশফিকেরটার সামান্য ভিন্নতা আছে বৈকি।
ভন ‘হ্যান্ডলড দ্য বল’ আইনেই আউট হয়েছিলেন। কিন্তু ২০১৭ সালে আইনটিতে পরিবর্তন আনে এমসিসি। তখন থেকে এটিকেও ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের অন্তর্ভুক্ত করা হয়। ঘটনা যাই হোক, এ ধরনের আউটের সর্বশেষ শিকার ভন। ভন দুর্ভাগ্যের শিকার হন ২০০১ সালে, ভারতের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে। মাটি থেকে বল শর্ট লেগ ফিল্ডারের হাতে তুলে দিতে গিয়েছিলেন ভন।
ভারতীয় ক্রিকেটাররা আবেদন করলে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। টেস্ট ক্রিকেটে মুশফিক অষ্টম ব্যাটার হিসেবে এ ধরনের আউটের শিকার হলেন। প্রথমজন দক্ষিণ আফ্রিকান ওপেনার রাসেল এনডিন, ১৯৫৭ সালে এভাবে আউট হয়েছিলেন। তবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের বেশির ভাগ নজিরই মুশফিকের চেয়ে একটু আলাদা। অনেক সময় বল স্টাম্পের দিকে আসতে থাকলে ব্যাটার অবচেতন মনে হাত বাড়িয়ে দেন।
কিন্তু মুশফিকের ক্ষেত্রে বলটা খেলার আগে ও পরে স্টাম্প থেকে অনেক বাইরে ছিল। তবু কী ভেবে হাত বাড়িয়েছেন, তিনিই ভালো বলতে পারবেন। ওই মুহূর্তে ধারাভাষ্যকক্ষে থাকা তাঁর সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘অনুশীলনে অভ্যাসের কারণে এটা হতে পারে। নেটে ব্যাটিংয়ের সময় সাধারণত ডিফেন্স করেই ব্যাটাররা বল ধরে বোলারের কাছে ফেরত পাঠায়।
মুশফিক হয়তো সেটা ভেবে হাত বাড়িয়ে ফেলেছে। তবে এটা অবশ্যই কোনো অজুহাত হতে পারে না।’ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজও প্রায় একই রকম ব্যাখ্যা দিয়েছেন, ‘এটা ইচ্ছাকৃতভাবে হয় না। খেলার ধারার সঙ্গে হয়ে গেছে।’
তবে অবাক করা ব্যাপার হচ্ছে, আউটের আগে আরো একবার এমনটা করতে চেয়েছিলেন মুশফিক। মধ্যাহৃভোজের বিরতির পর টিম সাউদির প্রথম ওভারের দ্বিতীয় বলে হাত বাড়িয়েও ছুঁতে পারেননি মুশফিক। স্বাভাবিকভাবে অভিজ্ঞ ব্যাটারের এমন কাণ্ড তামিমকে হতাশ করেছে। আইনটা সম্পর্কে মুশফিকের ধারণা থাকা উচিত ছিল বলেও মনে করেন তামিম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মাগুরার আছিয়ার বোনের মুখ থেকে সত্যিটা শোনেন (ভিডিওসহ)
- ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় বেড়িয়ে এল চাঞ্চল্যকর সব তথ্য
- ৮ বছরের শিশু ধ/র্ষণে বোনের স্বামী ও শ্বশুর আটক, বেড়িয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- ভূমিকম্পে ঢাকায় তাৎক্ষণিক ভাবে মারা যেতে পারে ২ লাখ মানুষ
- তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আশঙ্কা
- চিরতরে হাসিনার হাসি বন্ধ করল জাতিসংঘ
- মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের শুনানি হল গভীর রাতে; রায় নিয়ে যা জানা গেল
- মাগুরায় ৮ বছরের শিশু ধ"র্ষণ হইছে যে ঘরে (ভিডিওসহ)
- আছিয়ার মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মা (ভিডিওসহ)
- আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- মাগুরায় ৮ বছরের শিশুর সর্বশেষ তথ্য
- ৮ বছরের শিশুকে নিয়ে মাগুরায় আর্মি অফিসারের বক্তব্য ভাইরাল
- টানা দুইদিন বজ্রসহ শীলাবৃষ্টির পূর্বাভাস
- অবশেষে সুখবর আসল মাগুরার সেই শিশুটি নিয়ে