২য় দিনে শেষ হতে পারে মিরপুর টেস্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আজ (বুধবার) মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথম দিন শেষে পরিস্থিতি এমন যে, মনে হচ্ছে দুদিনের মধ্যেই ঢাকা টেস্টের ফল আসবে। কারণ প্রথম দিনেই পড়েছিল ১৫ উইকেট। স্বাভাবিকভাবেই দুই দিনের মধ্যে পরীক্ষা শেষ করার বিষয়ে প্রশ্ন আসবে। দিনশেষে সংবাদ সম্মেলনে উপস্থিত মেহেদী হাসান মিরাজকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে মিরাজ বলেন, ‘আমরা দুই দিনে ম্যাচ জেতার চেষ্টা করছি না, প্রক্রিয়া অনুসরণ করছি। টেস্টে অনেক কিছুই হতে পারে, অনেক দৃশ্যপট বাকি। চেষ্টা থাকবে কালকের দিনও যেন নিজেদের করে নিতে পারি। দ্রুত খেলা শেষ করার চিন্তা করছি না। এমনকি আমরা অতি আত্মবিশ্বাসীও নই। টেস্টে একসময় ওরা ওপরে, একসময় আমরা ওপরে থাকব– এমন পরিস্থিতি আসে। ’
প্রথম ইনিংসে বাংলাদেশের কিছু রান কম হয়েছে বলে মনে করেন মিরাজ, ‘উইকেট অনুযায়ী আমরা ৩০-৪০ রান কম করেছি। ২০০ রানের বেশি করলে মনে করতাম আদর্শ স্কোর। ওখানেই ভুল করেছি। ৩০-৪০ রান আমরা অনেক সময়ই মিস করে যাই। যখন ৪০০ রান প্রয়োজন আমরা করি ৩৫০। এখানে আমাদের উন্নতি করতে হবে। একদিনে সম্ভব নয়, দিনকে দিন চেষ্টা করতে হবে।’
‘ভালো জায়গায় যদি বল করি ওদের জন্য কঠিন হবে। আমরাও অনেক সংগ্রাম করেছি, রান করতে কষ্ট হয়েছে। এখানে আমরা খেলে অভ্যস্ত, জানি কন্ডিশন কেমন হতে পারে। আত্মবিশ্বাস ছিল, আস্থা ছিল বোলারদের ওপরও। ভালো জায়গায় যদি বল করতে পারি, মিরপুরের উইকেটে আমাদের অ্যাডভান্টেজ বেশি থাকবে। এটাই চিন্তা করেছিলাম’, আরও যোগ করেন মিরাজ।
এরপরই নিউজিল্যান্ডকে অলআউট করার লক্ষ্যের কথা জানান টাইগার অলরাউন্ডার, ‘আমরা যদি প্রতিপক্ষকে অলআউটই করতে না পারি তাহলে তো জিততে পারব না। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে অনেকটা এরকম উইকেটেই আমরা জিতেছি। আমাদের স্পিন অ্যাটাক ভালো, সুযোগ তো অবশ্যই থাকে।’
নতুন বলে ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন মিরাজ, ‘ব্যাটারদের জন্য একটু চ্যালেঞ্জিং। তবে কমিটমেন্ট থাকলে, আরও ভালোভাবে খেললে ভালো করা যাবে। যখন বল নতুন থাকে, প্রথম ৩০ ওভার অনেক চ্যালেঞ্জিং। বল পুরনো হলে ব্যাটারদের সুযোগ বেড়ে যায়। বল পুরনো হয়ে গেলে আর তেমন সুবিধা থাকে না বোলারদের। যেহেতু টেস্ট খেলা, প্রথম দিকে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মাগুরার আছিয়ার বোনের মুখ থেকে সত্যিটা শোনেন (ভিডিওসহ)
- ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় বেড়িয়ে এল চাঞ্চল্যকর সব তথ্য
- ৮ বছরের শিশু ধ/র্ষণে বোনের স্বামী ও শ্বশুর আটক, বেড়িয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- ভূমিকম্পে ঢাকায় তাৎক্ষণিক ভাবে মারা যেতে পারে ২ লাখ মানুষ
- তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আশঙ্কা
- চিরতরে হাসিনার হাসি বন্ধ করল জাতিসংঘ
- মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের শুনানি হল গভীর রাতে; রায় নিয়ে যা জানা গেল
- মাগুরায় ৮ বছরের শিশু ধ"র্ষণ হইছে যে ঘরে (ভিডিওসহ)
- আছিয়ার মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মা (ভিডিওসহ)
- আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- মাগুরায় ৮ বছরের শিশুর সর্বশেষ তথ্য
- ৮ বছরের শিশুকে নিয়ে মাগুরায় আর্মি অফিসারের বক্তব্য ভাইরাল
- টানা দুইদিন বজ্রসহ শীলাবৃষ্টির পূর্বাভাস
- অবশেষে সুখবর আসল মাগুরার সেই শিশুটি নিয়ে