রাত পোহালেই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। যাদের বিশ্বকাপ বাছাইপর্ব জেতার কথা ভাবতে হয়নি। সেই দল কি জয়ের পথ খুঁজছে? দলের সবচেয়ে বড় দুই তারকা নেইমার ও ভিনিসিয়াসের অনুপস্থিতি সেলেসাওকে ঠেলে দিয়েছে ঘাটতির কিনারায়। বিপরীতে আর্জেন্টিনা শিবিরে পরিস্থিতি ভিন্ন। শেষ ম্যাচ ছাড়া প্রায় ১ বছর অপরাজিত দলটি।
আগের ম্যাচে মার্সেলো বিয়েলসার উরুগুয়ের বিপক্ষে কৌশলে পিছিয়ে পড়ে লিওনেল স্কালোনির দল। নিজ দেশের সমর্থকদের সামনে ম্যাচ হেরেছে। পরাজয়ের যন্ত্রণার স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও বর্তমানের ছন্দটা বেশ দেখা যাচ্ছে।
তবে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই এখন নজর বুধবারের ম্যাচের দিকে। দুই চির প্রতিদ্বন্দ্বী এখন মুখোমুখি। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় মাঠে নামবে দুই দলই। ম্যাচের ভেন্যু ব্রাজিলের ঐতিহাসিক মারকানা স্টেডিয়াম। আলবিসেলেস্তেদের সুখের স্মৃতি মিশে আছে এই স্টেডিয়ামে। এই অঞ্চলে ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনাল জিতে আর্জেন্টিনা তাদের ২৮ বছরের শিরোপা শাসন কাটিয়েছে।
আর্জেন্টিনার স্বপ্নের যাত্রা সেখানেই শুরু হয়। মারকানার মাঠে আবারো ফিরলে খুশি হবে মেসি অ্যান্ড কোম্পানি। কিন্তু দুই দলই তাদের ফাইনাল ম্যাচ হেরেছে। তাই চাপ থাকবে দুজনের ওপরই।
ব্রাজিলের ওপর চাপ থাকবে বেশি। অন্তর্বর্তীকালীন কোচ লুইস দিনিজ তার কৌশলের জন্য ক্রমাগত সমালোচনার মুখে পড়েছেন। ফ্লুমিনেন্স কোচ দিনিজ যতটা উজ্জ্বল ব্রাজিল কোচ দিনিজ ততটাই বিরক্তিকর। পাঁচটি বাছাইপর্বের ম্যাচে সেলেসাওদের মোট পয়েন্ট ৭। শেষ দুই ম্যাচে আবারও হেরেছে তারা। এদিকে, দলের সবচেয়ে বড় দুই তারকা নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র অনুপলব্ধ। পুরো মারাকানা স্টেডিয়ামের সামনে, তাই কপালের ভাঁজটা একটু চওড়া হওয়া উচিত।
অন্যদিকে আর্জেন্টিনার কোনো সীমাবদ্ধতা নেই। লিসান্দ্রো মার্টিনেজ বাদে পুরো স্কোয়াডই ফিট। আগের ম্যাচে হার স্কালোনির জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে পুরো ছন্দে থাকা মেসি পার্থক্য তৈরিতে ওস্তাদ হতে পারেন বড় স্বস্তির খবর। তবে ব্রাজিলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে এখনো গোল বা সহায়তা করতে পারেননি মেসি।
তবে দুই দলের লড়াইয়ে পিছিয়ে আছে ব্রাজিল। ১০৯টি ম্যাচে তারা আর্জেন্টিনার ৪০টি জয়ের বিপরীতে ৪৩টি জিতেছে। ড্র হয়েছে ২৬টি ম্যাচ। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। আর ব্রাজিল জিতেছে ৮ ম্যাচে। যাইহোক, আর্জেন্টিনা ৫১টি প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের ১৮টি জয়ের চেয়ে ২টি বেশি ম্যাচ জিতেছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশের বিশাল কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম
- ট্রান্সশিপমেন্ট কান্ডে মুখোমুখি দুই দেশ বাংলাদেশের পাল্টা চালে বিপদে ভারত
- দল পেলেন মুস্তাফিজ
- ড. ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান
- সরকারি কর্মচারী কর্মকর্তাদের পথ চিরতরে বন্ধ হল
- এক আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী বাবা-ছেলের লড়াই
- বাংলাদেশের প্রতিবাদ দেখে ই/স/রা/ই/ল জুড়ে ব্যাপক তোলপাড় (ভিডিওসহ)
- ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
- শ্বাসরুদ্ধকর ১৮ ঘন্টা পর হঠাৎ কেন বদলে গেলেন ট্রাম্প
- ভারত থেকে নেতা-কর্মীর উদ্দেশে কঠিন প্রতিশোধের বার্তা দিলেন শেখ হাসিনা
- মারা গেছেন তোফায়েল আহমেদ সত্য মিথ্যা যা জানা গেল
- বাংলাদেশের ‘পাসপোর্ট’ ইস্যুতে কড়া জবাব দিল ইসরাইলি গণমাধ্যমে
- জীবনসঙ্গী কি পূর্বনির্ধারিত নাকি মানুষের কর্মফল
- ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে চিঠি
- ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল রাজধানী ইসলামাবাদ