| ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

অপেক্ষার অবসান ঘটিয়ে লাইভে এসে যা বললেন তিশা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৭ ১৫:৫৬:০০
অপেক্ষার অবসান ঘটিয়ে লাইভে এসে যা বললেন তিশা

অসুস্থতা, প্রেমে ব্যর্থতা, আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি- সত্য-মিথ্যার ভিড়ে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে কথা হচ্ছে । গতকাল হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে একাধিক গণমাধ্যমে অভিনেত্রীর অসুস্থতার বিভিন্ন খবর প্রকাশিত হয়। সেখানে তিনি তাকে নিয়ে ছড়ানো খবর মিথ্যা বলে দাবি করেন এবং এর তীব্র বিরোধিতা করেন।

বুধবার মধ্যরাতে তানজিন তিশার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। ছোট পর্দার এক অভিনেতার সঙ্গে তিশার সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছিল। বেশ কিছুদিন ধরেই সেই সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল। কারণ হিসেবে জানা গেছে, বুধবার রাতে রাজারবাগের নিজ বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

পরে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তানজিন তিশা ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানান।

বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় হলেও রাতে ফেসবুকে লাইভেও যান অভিনেত্রী। যদিও তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি সেখানে ঘুমের ওষুধ খেয়েছিলেন, তবে তিনি দাবি করেছেন যে 'আত্মহত্যার চেষ্টার' রিপোর্ট একটি গুজব।

সংবাদের প্রতিবাদে লাইভে এসে তানজিন তিশার দেওয়া বক্তব্য ঢাকা পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘ব্যক্তিগত বিষয় নিয়ে অনেকেই কথা বলেন, কথা বলতে পছন্দ করেন। এতে আমার কোনো আপত্তি নেই। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার প্রধান কথা, তানজিন তিশা আত্মহত্যার কথা বলেছেন, আসলে আত্মহত্যা কী? কয়দিন আগে আমি আত্মহত্যা নিয়ে সচেতনতামূলক কথা বলেছি। সেখানে আমি আত্মহত্যা করব কেন? আসলে আত্মহত্যা কী? দুই বছরও হয় নাই আমার বাবা মারা গিয়েছেন। আমি স্ট্রং লাইফ লিড করছি। বাবা আমাকে স্ট্রং করেছেন। আমার সবচেয়ে আপন ছিলেন বাবা, এখন আমার এমন কিছু নেই, যে কারণে সুইসাইড করতে হবে।’

‘আমাকে প্রায়ই বিভিন্ন রকম মেডিসিন খেতে হয়। সঙ্গে স্লিপিং পিল খেতে হয়। হয়তো ঘুমাব বলে এমন হয়েছে, স্লিপিং পিল একটার জায়গায় পরিমাণ বেশি হয়ে গেছে। আমি খেয়াল করি নাই স্লিপিং পিলের মাত্রা বেশি ছিল। যেটা আমাকে প্রেসক্রাইব করা না। সেটা খেয়েই আমি অসুস্থ হয়ে পড়ি। আমার কোনো সেন্স ছিল না। তখন দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি হাসপাতালে যাওয়ার পর তারা মনে করেছে এটা সুইসাইড কেস। তখন আমাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তেমন ঝুঁকিপূর্ণ ছিল না। আমার পরিবার ঝুঁকি না নিতে ওয়াশ করাতে বলে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে।’

কমেন্টে ভক্তের এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘ইট নট ফর ফুড পয়জনিং, আই ফেল্ট ব্যাড। ফিজিক্যালি ও মেন্টালি আমি আপসেট ছিলাম। আমার মনে হয়েছিল অসুস্থ। আমি টানা টোয়েন্টি ডেজস শুটিং করে বাবার কবরের পাশে গিয়েছিলাম। সব মিলিয়ে টানা চাপ গিয়েছে। এটাই কারণ। আমার মনে হয়, আপনার পড়াশোনা করা উচিত।’

‘সবাইকে একটি বিষয় বলতে চাই— যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই— ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, মিডিয়ার কিছু মানুষ; তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ) যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতিশিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাইবোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব।’

তিনি লেখেন, আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম। বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতকাল রাতে আমার ফুড পয়জনিং হয়। এরপর কিছু ব্যাপারে আমার অবস্থা খারাপ ছিল। তাই আমি একটা ঘুমের ট্যাবলেট খাই। এরপর আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আরেকটা বিষয় বলতে চাই, আমার বাবা দুই বছর আগে মারা যান। সে ঘটনা আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ (আত্মহত্যা) আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।

যারা ক্ষতি করার চেষ্টা করেছেন তাদের সতর্ক করে তিশা লিখেছেন, সবাইকে একটা বিষয় বলতে চাই, যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে।

যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন, সেটা হোক মিডিয়ার কিছু মানুষ, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে- স্পেশালি আমার নারী ও পুরুষ সহকর্মী, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ- যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।

স্ট্যাটাসের শেষে অভিনেতা মুশফিক ফারহানের নাম ম্যানশন করেন তিশা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

মোস্তাফিজ ২ কোটি, সাকিব ১, তাসকিন নাহিদ রানার অবস্থান দেখে নিন

মোস্তাফিজ ২ কোটি, সাকিব ১, তাসকিন নাহিদ রানার অবস্থান দেখে নিন

২০২৫ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর। এ ...

চ্যাম্পিয়ন ট্রাফির আগে বিসিবির সভাপতি হতে পারেন মাশরাফি, ক্যাপ্টেন্সিতে ফিরতে পারেন তামিম!

চ্যাম্পিয়ন ট্রাফির আগে বিসিবির সভাপতি হতে পারেন মাশরাফি, ক্যাপ্টেন্সিতে ফিরতে পারেন তামিম!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়িয়েছে। সম্প্রতি, বিসিবির নতুন সভাপতি হিসেবে ...

ফুটবল

ব্যালন ডি' অর ২০২৪: এক নজরে দেখেনিন ব্যালন ডি' অরের মঞ্চে কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি' অর ২০২৪: এক নজরে দেখেনিন ব্যালন ডি' অরের মঞ্চে কে কোন পুরস্কার জিতলেন

প্যারিসের ঐতিহ্যবাহী থিয়েটার দু শাটলেতে অনুষ্ঠিত ব্যালন ডি' অর ২০২৪ আসরে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ...

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল আর্জেন্টিনা পেরু ম্যাচের প্রথমার্ধ, দেখে নিন ফলাফল

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল আর্জেন্টিনা পেরু ম্যাচের প্রথমার্ধ, দেখে নিন ফলাফল

হাফটাইমে গোলশূন্য ড্রতে শেষ হলো আর্জেন্টিনা ও পেরুর মধ্যকার ম্যাচের প্রথমার্ধ। শুরু থেকেই দুই দলই ...