| ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

একক দায়ভরে নয় হাতুড়ু, তাহলে নান্নু নাকি পাপন

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৫ ১৭:০৯:০৯
একক দায়ভরে নয় হাতুড়ু, তাহলে নান্নু নাকি পাপন

প্রধান নির্বাচকের সমালোচনা যখন করা হয় তখন কখন কখন কাউন্টার প্রশ্ন ছুরে দেওয়া হয় নির্বাচক তো আরো দুজন আছেন তাহলে সব নষ্টের মূলে নান্নু কি করে একা হয়। সব সময় সব আলোচানা প্রাসঙ্গিক হয় না তাই যা জানা যায় সব তো প্রকার করা যায় না। বিশ্বকাপ ব্যার্থতার কারণ টা কি? বিসিবি পরিচালকের সাথে এক কথাপোকথনে উঠে এসেছে নান্নু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম প্রধান বিষফোড়া। সেটার হাল নাগাদ প্রাসঙ্গিক রেফারেন্স বলে নেওয়া ভালো বিসিবি পরিচালক আমাদের যা যা বলেছেন তার প্রচার শব্দ একই রকম না হলেও ঘনটা ঘটছে ১০০% সারমর্ম সারংশ তাই।

উপমহাদেশের কান্ডিশনে পেসারে সংখ্যা বাড়ালে তা হবে মস্ত বড় ভুল বিশ্বকাপ স্কায়াডে বরং বাড়তি একজন ব্যাটম্যান নেওয়া হবে সঠিক সিধান্ত। কখন ক্রিকেট না খেলা বা বেসিক লেভেলের মানুষটা যেমন টা ভাবনা করার কথা তেমন টা শুরুতে ঠিকঠাক ভেবেছিল বাংলাদেশের সিলেশন প্যানেল। কথা ছিলো ভারতীয় কান্ডিশনে ৪ পেসার নিয়ে যাবে যাতে বাড়তি একটা ব্যাকআপ ব্যাটিং নিয়ে যেতে পারে বাংলাদেশ। তিন নির্বাচক ছিলেন এই সিধান্তে অনড়।

কিন্তু সমস্যা টা বাধল মেরুদণ্ড হীন নান্নু যখন ক্রিকেট বিজ্ঞানী হাতুডুর সঙ্গে প্রাইভেট মিটিং করলো। মন্ত্রগতির উইকেটে বাংলাদেশ দলের চিপ সিলেক্টারকে ক্রিকেট বিজ্ঞানী হাতুড়ু দিলেন ৫ পেসার খেলানোর ফর্মুলা। মেরুদণ্ড হীন নান্নু একদমী কাস নেই এই সমালোচনা বহুদিনের নিজের নামের প্রতি সুবিচার করে ভিনদেশী হেডমাস্টারের ইশারায় আগের নেওয়া সিধান্ত দিলে উল্টে। সেটাতে বাকি দুই সিলেক্টের সাথে নান্নুর হয়েছিল মতবিরোধ। কিন্তু নানু যেখানে প্রধান নির্বাচকের আসনে সেখানে বাশার রাজ্জাকের ভিন্ন মত সব সময় হালকা।

বিসিবির সেই পরিচালক আরো জানিয়েছেন বিশ্বকাপে যাওয়ার আগে গভীর রাতে যে মিটিং টা করেছিলো হাতুড়ু নান্নু পাপন আর সাকিব সেখান ৫ পেসার নিয়ে যাওয়ার বিপক্ষে ছিলেন সাকিব তবে হাতুরু তার বিজ্ঞানীক ব্যাখ্যায় ম্যানেজ করে নেন সাকিব কে। অনুমতি নিয়ে নিয়েছিলেন সহাপতি পাপনের থেকে। ব্যাপার তা বুমিরাং হওয়াতে ইস্যুটা গড়িয়েছে বিশ্বকাপ ব্যার্থতা চলাকালীন কলকাতায় এপিসডেও মাঠে এবং মাঠের বাইরে সাকিবরা যে হোটেলে অবস্থান করছিলেন এমনি সেই তাজ হোটেলে যখন হারুতু কাছে জবাবদিহিতা চাছিলেন বোর্ডের কর্মকতারা তখন ৫ পেসার নেওয়ার একক দায়ভর নিতে অস্বকৃতি জানিয়েছে উলোট পালট হাতুরু।

উল্লেখ করতে হয় যে তানজিম হাসান সাকিবকে ৫ম পেসার হিসাবে নিয়ে যাওয়া হয় ভারতে কিন্তু একটা ম্যাচে তাকে খেলাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। খেলাবেই বা কি করে ভারতের কন্ডিশনে কখন কখন ৩ পেসার নিয়ে খেলানো হয়ে যাচ্ছে অনেক কঠিন। ভারতী কন্ডিশনের ১৮০ ডিগ্রী বিপরীদে আছে বাংলাদেশ টিম বরং একটা বাড়তি ব্যাটম্যানের অভাবে বাংলাদেশেকে ভুগিয়েছে সারা টুনামেন্ট।

বাইরে যতই নরম সুর দেখানো হোক না কেন এরই মধ্যে শুরু হয়েছে আন-অফিশিয়ালী শুরু হয়েছে ব্যার্থতার কাটাছেরা। এই অদ্ভুত ভুল টিম সিলেশনের কম্বিশন কার হাত ধরে এরি মধ্যেই চলছে ভিতরে বাইরে চুলচেরা বিশ্লেষণ কখনই বাইরে বেড়িয়ে পড়ছে খলের বিড়াল। বিজ্ঞানী হাতুড়ুর যেমন খুশী তেমন সাজো প্রধান নির্বাচক না আছে জ্ঞান মিনহাজুল আবেদীন নান্নু পৃথিবী তার নিজের পথে ঘুরে দিনের পর বছর ফুরাই যুগ শেষ হয় এভাবে আর কত ভুল করলে বাংলাদেশ ক্রিকেটের আর কতো সর্বনাশ করলে রিপোর্ট করলে সম্মান হারালে এই নান্নুর যুগ শেষ হবে সেটা জানেনা কেউ। আপনারা যদি জানেন অবশ্যই আমাদের জানাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

কে বড় সুপারস্টার, সাকিব নাকি হামজা

কে বড় সুপারস্টার, সাকিব নাকি হামজা

নিজস্ব প্রতিবেদক: অনেকে সাকিব আল হাসান এবং হামজা চৌধুরীর মধ্যে তুলনা করার চেষ্টা করছেন। এই ...

তাসকিন-ফিজ আসলেই যাচ্ছেন আইপিএলে ভুয়া তথ্য ছড়াচ্ছে কারা

তাসকিন-ফিজ আসলেই যাচ্ছেন আইপিএলে ভুয়া তথ্য ছড়াচ্ছে কারা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের 'মিস্টার ডিফেন্ডেবল' এর গল্পটা বলা যাক। ২০০৮ সালের আইপিএল এর প্রথম আসরের ...

ফুটবল

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি ২৫ মার্চ ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের ...

ভারতকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত এবার বাংলাদেশ

ভারতকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত এবার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আর মাত্র ১০ দিন বাকি। ...