| ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ব্যাটিং তাণ্ডবে হারতে যাচ্ছে বাংলাদেশ , দেখুন সর্বশেষ স্কোর

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ১৩ ২১:২৩:১৩
ব্যাটিং তাণ্ডবে হারতে যাচ্ছে  বাংলাদেশ , দেখুন সর্বশেষ স্কোর

প্রথম প্রস্তুতি ম্যাচে ফিফটি করেছিলেন। পরের ম্যাচে ৩৭। চোটের কারণে দীর্ঘ দিন বাইরে থাকা উইলিয়ামসনের জন্য ব্যাটিং সমস্যা ছিল না। সমস্যা ছিল ফিল্ডিং আর পুরো ম্যাচ ফিটনেস। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তাই খেলেননি। আজ ফিরেই নেমেছেন তিন নম্বরে, সেটিও দ্রুতই।

গত জানুয়ারির পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামা উইলিয়ামসন পেলেন ফিফটির দেখা। নিউজিল্যান্ড অধিনায়ক ক্যারিয়ারের ৪৩তম ফিফটি পেয়েছেন শরীফুলের বলে সিঙ্গেল নিয়ে। চেন্নাইয়ের দর্শকরা তাঁকে স্বাগত জানিয়েছেন করতালিতে।

এবার লং অনে লাফিয়ে উঠে ক্যাচ নিয়েছিলেন লিটন। কিন্তু ভারসাম্য রাখতে পারেননি। বাউন্ডারি পেরিয়ে যাওয়ার আগে অবশ্য বল রাখতে সক্ষম হয়েছেন এপাশেই। বেশ কয়েকবার রিপ্লে দেখার পর টেলিভিশন আম্পায়ার নিশ্চিত করেছেন, ক্যাচ নিতে না পারলেও ৫ রান বাঁচিয়েছেন লিটন।

প্রথমে কেইন উইলিয়ামসন সামনে গিয়ে মিড অনের ওপর দিয়ে মারেন ছক্কা। পরের ওভারে ওই অঞ্চল দিয়ে চার মেরেছেন ড্যারিল মিচেল। বাংলাদেশের প্রধান স্পিনারের ওপর চড়াও হওয়ার আভাস দিয়েছেন দুই কিউই ব্যাটসম্যান। দুজনের জুটিটা এগোচ্ছে বড় হওয়ার পথে। লড়াইয়ে থাকতে গেলে যেটি দ্রুতই ভাঙতে হবে বাংলাদেশকে।

মোস্তাফিজকে নতুন বলে আনা হয়েছে আজও। তিনি এসেছেন তৃতীয় বোলার হিসেবে। আফগানিস্তান আগেই গুটিয়ে যাওয়াতে ৬ ওভারের বেশি করতে হয়নি তাসকিনের। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভারের পর তাঁকে আর আনেননি অধিনায়ক। আজ প্রথম ওভারটা ভালো শুরু করলেও এরপর থেকে ঠিক লাইন-লেংথে সেভাবে হুমকি করতে পারছেন না তাসকিন। প্রথম ওভারে ১ রান দিয়েছিলেন, পরের ৩ ওভারে দিয়েছেন ২২ রান।

বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব বলেছিলেন, চোটের কারণে ছিটকে পড়া পেসার ইবাদত হোসেনকেই শুধু মিস করবেন তিনি। তবে ছন্দে থাকা তাসকিনকেও হয়ত এখন পর্যন্ত মিস করেছেন বাংলাদেশ অধিনায়ক।

প্রথম বলে লং অফে তুলে মেরেছিলেন। মাহমুদউল্লাহ সেটির নাগাল পেয়েছেন, কিন্তু ভার সামলাতে না পেরে পড়ে যান। শেষ মুহূর্তে হাত থেকে ছুড়ে মারতে চেয়েছিলেন বল, তবে তার আগেই সীমানা পেরিয়ে গেছেন তিনি।

পরের বলে সিঙ্গেল চুরি করতে গিয়ে তৈরি হয়েছিল রানআউটের সম্ভাবনা। সরাসরি থ্রোয়ে স্টাম্প ভাঙলেও নিরাপদেই পৌঁছে গেছেন মিচেল।

সেই সাকিবেই ব্রেকথ্রু! কনওয়ের রিভার্স সুইপের চেষ্টা সফল হয়নি। রিভিউ নিয়েও বাঁচেননি এলবিডব্লিউ থেকে। কনওয়েকে বাঁচাতে পারত ইমপ্যাক্ট, কিন্তু বল ট্র্যাকিং দেখিয়েছে তিনটি লাল। ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে আউট কনওয়ে, বাংলাদেশ নিশ্চিতভাবেই স্বস্তি পাবে ৮০ রানের এ জুটি ভেঙে। ২১তম ওভারের প্রথম বলে তারা পেয়েছে দ্বিতীয় উইকেটের দেখা।

সপ্তম ওভারে এভাবে বেঁচে গিয়েছিলেন ডেভন কনওয়ে। ১৯তম ওভারে বাঁচলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লিক করেছিলেন বাংলাদেশ অধিনায়ককে, শর্ট মিডউইকেটে বাঁ দিকে ডাইভ দিয়ে হাত লাগাতে পেরেছেন শুধু তাসকিন। জুটি তাই ভাঙা হয়নি বাংলাদেশের।

১৫তম ওভারে অবশেষে দেখা মিলল স্পিনারের। নিজেই এসেছেন সাকিব। ব্যাটিংয়ের সময় টান পেয়েছিলেন, বোলিংয়েও খুব একটা স্বস্তিতে আছেন বলে মনে হয়নি বাংলাদেশ অধিনায়ককে।

অন্য প্রান্তে এরপর এসেছেন মিরাজ। উইলিয়ামসন ও কনওয়ের জুটিতে ৫০ পেরিয়ে গেছে। রবীন্দ্রকে শুরুতেই হারানোর ধাক্কা অনেকটাই সামলে এনেছেন দুজন।

মনে করিয়ে দেওয়া যেতে পারে, নবম ওভারে প্রথম স্পিনার এনেছিল নিউজিল্যান্ড। এরপর ৪৫তম ওভার পর্যন্ত এক প্রান্ত থেকে টানা করে গেছেন স্পিনাররা। মিচেল স্যান্টনার (১০), গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র মিলে ১৯ ওভারে দিয়েছিলেন ৮১ রান, নিয়েছিলেন ২ উইকেট। তবে স্যান্টনারদের বোলিং এক প্রান্ত থেকে চাপ ধরে রেখেছিল।

মাঝে ২ ওভার বাউন্ডারি ছিল না, আবারও সে খরা কাটল কনওয়ের শটে। তাসকিনকে ফ্লিক করেছেন। ১৩তম ওভারে ৫০ পেরিয়েছে কিউইরা। শেষ বলে থার্ডম্যান দিয়ে আরেকটি মেরেছেন উইলিয়ামসন।

এ ওভারের পঞ্চম বলে রিভিউও হারিয়েছে বাংলাদেশ। কনওয়ের বিপক্ষে কট-বিহাইন্ডের সিদ্ধান্তে। আম্পায়ার কুমার ধর্মসেনা অবশ্য সেটিতে ওয়াইডই দিয়েছিলেন। দেখে মনে হয়েছে, উইকেটকিপার মুশফিক আগ্রহী ছিলেন না, তবে তাসকিন ও মিরাজের উৎসাসে রিভিউয়ের সিদ্ধান্ত নেন সাকিব।

অন্য প্রান্তে মোস্তাফিজের জায়গায় তাসকিন এসে প্রথম বলটি অফ স্টাম্পের বেশ বাইরে করলেও ১ রানের বেশি দেননি।

তবে আগের ওভারে দুটি চার দিলেও শরীফুলকে দেওয়া হয়েছে টানা পঞ্চম। সেটি পরিণত হয়েছে খরুচে এক সিদ্ধান্তে। এবার উইলিয়ামসন মেরেছেন দুটি চার, দুটিই অফ স্টাম্পের বাইরে পেয়ে কাভার দিয়ে।

প্রথম পাওয়ারপ্লে শেষ। পরের ৩০ ওভারে বৃত্তের বাইরে থাকতে পারবেন ৪ জন, ফলে সিঙ্গেলের সুযোগ স্বাভাবিকভাবেই বাড়বে নিউজিল্যান্ডের।

মাঝে ৪ ওভারে আসেনি কোনো বাউন্ডারি। সে খরা কাটালেন কনওয়ে। সেটিও দুটি চার মেরে। শরীফুল দিয়েছেন ৯ রান, ৪ ওভারে ১৪ রান। আরেকটি ওভার করানো হবে তাঁকে দিয়ে নাকি আসবেন নতুন কোনো বোলার?

বাঁদিকে ডাইভ দিয়ে নাগালও পেয়েছিলেন মিরাজ, কিন্তু রাখতে পারেননি। পারলে সেটি হতো দুর্দান্ত এক ক্যাচ, বাংলাদেশ পেত ডেভন কনওয়ের উইকেট। মোস্তাফিজ অবশ্য ধরে রেখেছেন আঁটসাঁট লাইন ও লেংথ।

কেইন উইলিয়ামসনের প্যাডে দুবার আঘাত করেছেন শরীফুল। প্রথমটিতে বেশ জোরাল আবেদনই হয়েছিল, যদিও রিভিউ নেয়নি বাংলাদেশ। সেটি যেত স্টাম্পের ওপর দিয়ে। পরেরটিও তাই। এবার অবশ্য আবেদনই করেনি বাংলাদেশ। তবে শরীফুল করেছেন দারুণ এক ওভার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

পুনাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত-পাকিস্তান

পুনাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক; ৩০ মাস আগে মিরপুরে টাইগাররা ভারতকে ২১ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ...

হঠাৎ ফেসবুকে খুশির বার্তা দিলেন মাশরাফি

হঠাৎ ফেসবুকে খুশির বার্তা দিলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ফুটবলাঙ্গনে নতুন এক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ...

ফুটবল

দুইটি নয় চারটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

দুইটি নয় চারটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত লিওনেল ...

আটকে দেয়া হবে হামজাদের টিম বাস ফাহমিদুলের খেলা নিয়ে অপ্রিয় সত্য উন্মোচন

আটকে দেয়া হবে হামজাদের টিম বাস ফাহমিদুলের খেলা নিয়ে অপ্রিয় সত্য উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: মার্চে বাংলাদেশের ফুটবল অঙ্গনে নতুন এক বিতর্কের জন্ম হয়েছে। "ব্রিং ব্যাক ফাহমিদুল" এবং ...