পাপনের গ্যারেজ, বাংলাদেশ ক্রিকেটের তীর্থভূমি

‘ক্রিকেট’—দেশের কোটি কোটি মানুষের হৃদস্পন্দন, আবেগ আর ভালোবাসায় মোড়ানো। বাংলাদেশের প্রতিটি জয়ে এক কাতারে নেমে আসেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ। সবকিছু ভুলে সাকিব-তামিমের মতো মেতে ওঠেন জয়োৎসবে।
বিশেষজ্ঞদের মতে দেশের ক্রিকেটের পাইপলাইন যথেষ্ট শক্ত নয়। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে প্রতিভার অভাব নেই। তবে এই প্রতিভাকে আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করার লক্ষ্যে প্রস্তুত হওয়ার জন্য যে পরিকল্পনা প্রয়োজন তার অভাব রয়েছে। রয়েছে বিসিবির কাজের পেশাদারত্বের ঘাটতি।
গত কয়েক দিনের ঘটনা সামনে আনলেই পরিষ্কার হবে সিদ্ধান্ত গ্রহণে কতটা অপেশাদারত্ব দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাজে। আরও পরিষ্কার করে বললে অপেশাদারত্বকে হার মানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির গঠনতন্ত্রের ১৩ অনুচ্ছেদের ১ ধারায় বলা আছে, কার্যনির্বাহী সম্পাদনের জন্য ২৫ (পঁচিশ) সদস্যের একটি পরিচালনা পরিষদ থাকবে। সভাপতি ও সহসভাপতি ছাড়া সব সদস্য পরিচালক হিসেবে গণ্য হবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিচালকদের মধ্যে অধিকাংশের সম্মতির প্রয়োজন পড়বে।
কিন্তু বিসিবিতে কি এই ধারা চলছে? বেশ কয়েকটি কার্যক্রম পর্যবেক্ষণে বলতে হচ্ছে সঠিকভাবে চলছে না বোর্ড। বরং বোর্ড টেবিলের গ্যারেজ বা পার্কিং এরিয়া হয়ে গেছে দেশের ক্রিকেটের অংশ। বাড়তে বাড়তে সেই অংশীদারত্ব এখন হয়ে গেছে বিসিবির উপশাখা।
সম্প্রতি দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত সংবাদ সম্মেলন হয়েছে এই গ্যারেজে। একটি পূর্ব ঘোষণা দিয়ে। অন্যটি কোনো প্রকার ঘোষণা ছাড়াই। আলোচিত সেই গ্যারেজটির অবস্থান গুলশান-২ এর একটি বাসাতে। ‘আইভি লেগেসি’ নামের বাসভবনটি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। বর্তমানে এই গ্যারেজটি দেশের ক্রিকেট ইতিহাসের অংশ বললে মোটেও ভুল বলা হবে না।
কারণ এই গ্যারেজে অধিনায়কত্ব ছেড়েছেন জাতীয় দলের দুই অধিনায়ক। আবার নিয়োগ পেয়েছেন নতুন অধিনায়ক। এই গ্যারেজ থেকে গত বছর মে মাসে টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন মুমিনুল হক। আবার এই গ্যারেজ থেকেই চলতি বছর ৩ আগস্ট ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন তামিম ইকবাল। আবার এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করার ঘোষণা আসে এই গ্যারেজ থেকে। এভাবে দেশের ক্রিকেটের অনেক ঘটনার সাক্ষী হয়ে যাচ্ছে বিসিবি সভাপতির বাসার গ্যারেজটি।
মিরপুরকে বলা হয় হোম অব ক্রিকেট। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছে আধুনিক সংবাদ সম্মেলনকক্ষ। আবার বড় বড় সিদ্ধান্ত জানাতে কনফারেন্স হল ভাড়া করে সংবাদ সম্মেলন করার মতো যথেষ্ট টাকাও রয়েছে বিসিবির।
তবু দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ সব ঘোষণার কেন্দ্র হয়ে গিয়েছে গুলশান-২ এর ওই গ্যারেজটি। বিসিবি চাইলে এই গ্যারেজটিকে ক্রিকেটীয় সাজে সজ্জিত করতে পারে। পার্কিং এরিয়ার যে কোনো একটি অংশে মঞ্চ বানিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনকক্ষ বানাতেও পারে। শুধু বিসিবির একটি ব্যাকড্রপ লাগিয়ে দিলে তা হয়ে যাবে।
এ ছাড়া কিছু গণমাধ্যমেও প্রবণতা রয়েছে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার। বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদকদের মাঝে এই প্রবণতা বেশি দেখা যায়। যেন গুলশানের গ্যারেজটি বিসিবির শাখা অফিস।
মিরপুরে বিসিবির সংবাদ সম্মেলনকক্ষ বাদ দিয়ে কেন এই গ্যারেজে নিতে হবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে সবকিছু ছাপিয়ে বিস্ময়কর হলেও সত্য এই গ্যারেজটি এখন দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য এক অংশ। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই।
অর্থ, মান, বিনিয়োগ ও জনপ্রিয়তার দিক থেকে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে এগিয়ে ক্রিকেট। একই সঙ্গে অর্থবিত্তে বিসিবির ধারের কাছে নেই দেশের কোনো ক্রীড়া সংস্থা। এমনকি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দেশের যে কোনো ক্রীড়া ফেডারেশন থেকে অনেক বেশি। কিন্তু পেশাদারত্বের প্রশ্নে বিসিবির অবস্থান পড়ে যায় তলানিতে।
অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল হক-তামিম ইকবাল আর সাকিব হলেন বিশ্বকাপের অধিনায়ক। ঘোষণাটা এসেছে বোর্ড সভাপতির গ্যারেজ থেকে। বিশ্বের আর কোনো দেশের ক্রিকেট বোর্ডে এমন ঘটনার নজির নেই। আর ভবিষ্যতে ঘটবে বলেও মনে হয় না।
বিসিবির অপেশাদারত্ব ফুটে উঠে আরও একটি চিত্রে। ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঘিরে বোর্ড পরিচালকদের মধ্যে ছবি তোলার ধুম পড়ে। এমন দৃশ্য আর দেখা যায় না বিশ্বের অন্য দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের মধ্যে। এখানেও যেন পেশাদারত্বের তোয়াক্কা করেনি বিসিবি। অনেকটা উদাসীনভাবে অপ্রয়োজনীয়তার বেড়াজাল তৈরি করে সবকিছুর প্রবেশ ঘটিয়ে যেন পুরো প্রক্রিয়াটাই স্বাভাবিক করে তুলেছে ক্রিকেট বোর্ড। আর আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী হওয়ার পরও নিজেদের ভাবমূর্তি বাড়াতে পারছে না বিসিবি।
সচরাচর গাড়ির কাচ ভাঙার ভয়ে বড় বড় অ্যাপার্টমেন্টের গ্যারেজে ক্রিকেট খেলার অনুমতি পান না বাচ্চারা। এখন বাচ্চারা যদি বড়দের বলে উঠে ‘আমরা তো শুধু গ্যারেজে খেলার অনুমতি চাই, আর তোমরা তো দেশের ক্রিকেট চালাও সেখান থেকে।’ এতে কি লজ্জা হবে বিসিবির?
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তিনজন ধ/র্ষণ করলো আছিয়ার বোনের ঘুম ভাঙেনি কেন
- সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: সর্বোচ্চ ও সর্বনিম্ন হার
- যশোরে বিমান বিধ্বস্ত
- আছিয়ার মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মা (ভিডিওসহ)
- আছিয়ার ধ/র্ষণ ও হত্যা মামলার এজাহারে আসামীদের ভয়াবহ লোমহর্ষক বর্ণনা
- সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ দিছিল; আছিয়ার বোন
- হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের সেনাপ্রধানের বিস্ফোরণ মন্তব্য; সত্য মিথ্যা যা জানা গেল
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- শিশু আছিয়ার ধ/র্ষকের প্রধান আসামী হিটু শেখকে নিয়ে উঠে এলো লোমহর্ষক তথ্য
- হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট: সত্যতা নিয়ে যা জানা গেল
- ১৪ জন কারা হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেরাতে চাইছে বাংলাদেশে
- জামিন না পেয়ে আদালতে যা করলেন ডা. দীপু মনি
- আছিয়ার ধ/র্ষণ ও হত্যা মামলার এজাহারে ভয়াবহ লোমহর্ষক বর্ণনা
- দিবাস্বপ্ন দেখছে আওয়ামী লীগ ও ভারত; হাসিনা ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাড়ছে আরও ২ দিন