| ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

বিশ্বকাপ নিয়ে পুরনো ভাবনাতে ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ৩১ ১০:০০:০১
বিশ্বকাপ নিয়ে পুরনো ভাবনাতে ইংল্যান্ড

আলমের খান: পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিজেদের ইতিহাসে সবচেয়ে পর্যদুস্থ অবস্থা পার করছে। নিত্যদৈনন্দিন জিনিসপাতি যোগাতেই যেন বেহাল অবস্থায় পড়তে হচ্ছে সাধারণ জনগণের। বর্তমানে এক ডলার সমান ২৮৭ পাকিস্তানি রুপি। বাংলাদেশি টাকায় এক ডলারের মূল্য ১০৮ টাকা। অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে পাকিস্তানের অর্থনীতির গ্রাফ একেবারেই নিম্নমুখী। এবং সময় যত যাচ্ছে আরো বেশি পেছনের দিকে দৌড়াচ্ছে পাকিস্তানের অর্থনীতি। এছাড়া রাজনৈতিকভাবেও বেশ অস্থিতিশীল পরিস্থিতি দেশটির।

জনপ্রিয় নেতা ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের প্রায় অধিকাংশ দল মিলে গঠন করেছে জোট। ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে রাজনীতির অঙ্গন থেকে অবসর নেওয়ানোই এই জোটের প্রধান লক্ষ্য। এই জোটের প্রায় সব নেতাই একে অপরের প্রতিপক্ষ। ফলে এই জোট সরকারের পক্ষে যে কখনোই সুষ্ঠুভাবে দেশ চালানো সম্ভব নয় তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।

ফলে পাকিস্তানে বর্তমানে যেন রাজনীতি নয় প্রতিপক্ষ দমন নীতি চলছে। অর্থনীতির এই ভয়াল দশার মধ্যে চরম রকমের রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের জন্য চরম হুমকির। এমনকি মিলিটারি কুর সম্ভাবনাও রয়েছে দেশে। সব মিলিয়ে প্রায় সবকিছু নিম্নমুখী হওয়া পাকিস্তানের ঊর্ধ্বমুখী যদি কিছু থেকে থাকে সেটি দেশের ক্রিকেট। সাম্প্রতিক সময় নিজেদের সেরা ফর্মেই রয়েছে পাকিস্তান। এবং এটি যে সবেমাত্র শুরু সামনে যে এই ক্রিকেটাররা দেশের ক্রিকেটকে নিয়ে যাবে বহুদূর এটিও স্পষ্ট।

কারণ এই পাকিস্তান দল গুটিকয়েক ক্রিকেটারের উপর নির্ভরশীল নয়। দল হিসেবেই দুরন্ত পাকরা। ২০১৫ সালের দিকে টাইগারদের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। পরবর্তী কিছু বছর পাকিস্তান ক্রিকেটে বিরাজ করে অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায়। টানা দুটি এশিয়া কাপের ফাইনাল খেলে ভারত এবং বাংলাদেশ। পাকিস্তানের ঘরের মাঠ হিসেবে পরিচিত দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপেও ফাইনাল খেলতে ব্যর্থ হয় তারা। অনেকেই সেই সময় ভারত-পাকিস্তান দ্বৈরথ্যের শেষ দেখে ফেলেছিলেন।

তবে সময়ের পালা বদলে অধিনায়ক বাবরের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেটে শুরু হয় নতুনত্বের জয়গান। নতুন উদ্দীপনায় নতুনভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যান তরুণ এই কান্ডারী। বর্তমানে পাকিস্তান নিজেদের সেই খারাপ সময়কে অতীতের এক দুঃস্বপ্ন হিসেবেই ধরে নিয়েছে। ২০১৯ সালের পর থেকেই টি-টোয়েন্টিতে ধারাবাহিক এক দলে রূপান্তরিত হয় পাকরা। টি ২০ রাঙ্কিং এ শীর্ষে অবস্থান করে দক্ষিণ এশিয়ার দেশটি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে একটি ম্যাচও না হেরে উত্তীর্ণ হয় সেমিফাইনালে। হাসান আলী সেমিফাইনালে সহজ ক্যাচটি না ফেললে হয়তো ভাগ্য তাদের নিয়ে যেত ফাইনালে। তবে তা হয়নি। অবশ্য এই পীড়া খুব বেশিদিন ভোগায়নি পাকিস্তানকে। পরবর্তী বছরই অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা উত্তীর্ণ হয় ফাইনালে।

এছাড়াও বর্তমান ওয়ানডে রাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান একেবারে চূড়ায়। সবমিলিয়ে পাকিস্তান ক্রিকেট সঠিক পথেই এগুচ্ছে। তবে এই এগোনোর প্রধান অন্তরায় হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা। মূলত ঘনঘন পাকিস্তানের বোর্ড প্রধান পরিবর্তন করছে রাজনৈতিক দলগুলো। পাকিস্তানের এই উত্থান যে রমিজ রাজার হাত ধরে সেই রমিজ রাজাকেই ইমরান খানের লোক হওয়ায় ছাড়তে হয়েছে প্রধান সভাপতির পদ। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একান্ত অনুগত নাজাম শেঠিকে আবারো বহাল করা হয় দায়িত্বে।

তবে এখানেও বনিবনা না হওয়ায় আবারো পরিবর্তন আসে বোর্ড প্রধানের চেয়ারে। নতুন বোর্ড প্রধান মানেই নতুন কর্মসূচি, নতুন বোর্ড কাউন্সিল। আর প্রতিটি বোর্ড কাউন্সিলি বিগত বোর্ডের সবগুলো সিদ্ধান্তেই আনে পরিবর্তন। ফলে পাকিস্তান দলের ম্যানেজমেন্ট প্রায় নিয়মিতভাবেই পরিবর্তন হয়ে থাকে। যা এখনো দলের উপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করেনি। তবে ভবিষ্যতেও যে ফেলবে না এ নিশ্চয়তা রয়েছে কি? নিশ্চিতভাবেই নিশ্চয়তা নেই। এই রাজনীতির জন্যই তো প্রতিশ্রুতিশীল পাকিস্তান ক্রিকেট কখনোই ধারাবাহিক হতে পারেনি। দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি না ঘটলে আবারও নিম্নমুখী হয়ে পড়বে পাকিস্তান ক্রিকেট। ক্রিকেট ভক্ত হিসেবে যা চায়না কেউ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: "একবার না পারিলে দেখো, শতবার হার না মানা" — এই মানসিকতাতেই তৃতীয়বারের চেষ্টায় ...

হঠাৎ ফেসবুকে খুশির বার্তা দিলেন মাশরাফি

হঠাৎ ফেসবুকে খুশির বার্তা দিলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ফুটবলাঙ্গনে নতুন এক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ...

ফুটবল

দুইটি নয় চারটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

দুইটি নয় চারটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত লিওনেল ...

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভোরে মাঠে নামবে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভোরে মাঠে নামবে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল প্রায় দুই মাস পর ফিরে আসছে। আগামীকাল (শুক্রবার) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ...