ভয়ংকর ভুতুড়ে, তামিমের বিশ্বকাপ রেকর্ড

আলমের খান: দেশের ক্রিকেটে ব্যাটিংয়ের অধিকাংশ রেকর্ডের দখল রয়েছে তামিমের কাছে। দীর্ঘ ষোল বছরে অজস্র চড়াই উতরাই পার করেছে দেশের ক্রিকেট। পরিবর্তনও দেখা গিয়েছে অনেক বেশি। দলের অবস্থানে এসেছে পরিবর্তন, দলের পরিকল্পনায় এসেছে পরিবর্তন, পরিবর্তন হয়েছে একাধিক অধিনায়ক। তবুও এই সময় অপরিবর্তিত যদি কিছু থেকে থাকে তাহলে সেটি ছিলেন তামিম। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর অল্প কয়েকদিনের মধ্যেই দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন খান সাহেব।
দিন গিয়েছে বছর গিয়েছে সময় নিজের গতিতে প্রবর্তিত হয়েছে। তবে এতসব কিছুর মাঝেও দীর্ঘ ষোল বছর ধরে বাংলার ব্যাটিংয়ের মূল স্তম্ভের জায়গাটি হারাননি তামিম। এত এত সময় ধরে যেই ক্রিকেটার এত ধারাবাহিক, ব্যাটিং রেকর্ডে যার রয়েছে এত আভিজাত্য। সেই ক্রিকেটারটি কিনা ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ। বিশ্বকাপের চাপ সামলাতে তামিমকে খুব একটা পুটু নন তা মোটামুটি আমাদের সবারই জানা। ইতিমধ্যেই চারটি বিশ্বকাপ খেলে ফেলা তামিমের নেই কোন সেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ৯৫ যেটিও খেলে ফেলেছিলেন আচমকা। নিজের চারটি বিশ্বকাপে সব মিলিয়ে ২৯ টি ম্যাচ খেলেছেন তামিম।
যেখানে তার গড় ২৪.৭৬ যা একেবারেই তার নামের সাথে মানানসই নয়। এই ২৯ ম্যাচে সবে চারটি ফিফটির দেখা পেয়েছেন তামিম। সর্বোচ্চ ৯৫ রানের ইনিংসটিও খেলেছেন দুর্বল স্কটিশ বোলিং অ্যাটাকের বিপক্ষে। অর্থাৎ এখানে ব্যাপারটি পরিষ্কার, বিশ্বকাপের চাপে নুইয়ে পড়েন তামিম। ২০১৫ বিশ্বকাপটি একপ্রকার দুঃস্বপ্নের মতো কেটেছিল এই পান্ডবের। প্রায় প্রতিটি ম্যাচেই দুই অঙ্কের রান ছুতেও সংগ্রাম করতে হয়েছিল তার। শুধু স্কটল্যান্ডের বিপক্ষে খেলা ৯৫ রানের ইনিংসটি তার মুখ সেইবার রক্ষা করেছিল। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর মুহুর্তেই দুর্দান্তভাবে ফিরে আসেন তামিম। পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করে নিজের ফেরার বার্তা দেশবাসীকে জানান দেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তামিমের। তিনি এগিয়ে গিয়েছেন নিজ মহিমায়। ২০১৯ বিশ্বকাপের পূর্ব মুহূর্তেও দুর্দান্ত ফর্মে ছিলেন দেশের এই ব্যাটিং সুপারস্টার।
ধারণা করা হচ্ছিল নিজের বিগত বিশ্বকাপগুলোর সকল ব্যর্থতা ধুয়ে মুছে নতুন ইতিহাস লিখবেন তামিম। তবে বিশ্বকাপে গিয়ে আবারো ভেঙে পড়েন । যেন উইকেটে গিয়ে কি করবেন সেই সম্পর্কে তিনি নিজে অবগত নন। ২০১৯ বিশ্বকাপের কিছু সময় পর আবারো নিজের আগের ফর্মে ফেরেন তামিম। এবং আবারো ব্যাট হাতে বিশ্ব ক্রিকেট শাসন করা শুরু করেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিশ্বকাপের চাপ শেষ মুহূর্তে গিয়ে আর নিতে পারেন না তামিম। আর এটি মোটামুটি সব ক্ষেত্রেই স্বীকৃত যে চাপের মধ্যে কখনোই সেরা পারফরমেন্সটুকু করা সম্ভব নয়। তাই বড় আসরে যেই ক্রিকেটাররা যতটা কম চাপ নেন তারাই শেষ পর্যন্ত সাফল্যে সিক্ত হন। যারা আসরটিকে অনেক বেশি গুরুত্ব সহকারে গ্রহণ করেন তাদের কাছেই মৃত্যুকূপ হয়ে পড়ে ব্যাপারটি।
উদাহরণস্বরূপ সাকিবকে নেওয়া যেতে পারে। এই ক্রিকেটার প্রায় কোন কিছুকেই তেমন একটা গুরুত্ব দেন না। বিশ্বকাপ এসেছে তাতে কি হয়েছে? একটু বাড়তি পরিশ্রম করব এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তার মন মানসিকতা অনেকটাই এরকম। ফলশ্রুতিতে বিশ্বকাপ তার উপর অতিরিক্ত কোন চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়। এবং অন্যান্য ম্যাচগুলোর মতোই বিশ্বকাপে নিজের সাবলীল খেলাটি খেলে যেতে সক্ষম হন সাকিব। সাকিবের বিশ্বকাপ রেকর্ড অবশ্য তার অন্যান্য ম্যাচের রেকর্ড গুলোর চেয়েও ভালো। ব্যাপারটি বেশ পরিষ্কার চাপ পরিত্যাগ করাই বড় আসরে সাফল্যের প্রথম শর্ত। ঠিক এই জায়গাতেই পিছিয়ে পড়ছে দেশের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান তামিম।
aপ্রতিভা কিংবা ব্যাটিং ব্যাকরণ কোন কিছুতেই তামিমের ধারে কাছেও নেই সাকিব। তবুও বিশ্বসেরার সিংহাসনে আসীন তো এই সাকিবই। যিনি চাপ বলে কোন কিছুর অস্তিত্ব স্বীকার করতেই রাজি নয়। যেন চাপকে চাপে রাখাই সাকিবের সাফল্যের অন্যতম কারণ। সবকিছু ঠিক থাকলে বাংলার অধিনায়ক রূপে ভারতে পা রাখবেন তামিম। ফলে তামিমের জন্য গুরুত্বপূর্ণ নিজের ভিতরকার সব চাপ দেশে ফেলে আসা। ভারতে যেতে হবে নতুন এক তামিমের যার অভিধানে নেই চাপ নামক কোন শব্দ। তা না হলে ঘোর আমানিশা অপেক্ষা করছে ভক্তদের জন্য। অধিনায়ক যদি নিজেই আত্মবিশ্বাসের অভাবে ভোগে তাহলে দলের দুঃসময়ে পাশে দাঁড়াবেন কিভাবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তিনজন ধ/র্ষণ করলো আছিয়ার বোনের ঘুম ভাঙেনি কেন
- সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: সর্বোচ্চ ও সর্বনিম্ন হার
- যশোরে বিমান বিধ্বস্ত
- আছিয়ার মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মা (ভিডিওসহ)
- আছিয়ার ধ/র্ষণ ও হত্যা মামলার এজাহারে আসামীদের ভয়াবহ লোমহর্ষক বর্ণনা
- সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ দিছিল; আছিয়ার বোন
- হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের সেনাপ্রধানের বিস্ফোরণ মন্তব্য; সত্য মিথ্যা যা জানা গেল
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- শিশু আছিয়ার ধ/র্ষকের প্রধান আসামী হিটু শেখকে নিয়ে উঠে এলো লোমহর্ষক তথ্য
- হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট: সত্যতা নিয়ে যা জানা গেল
- ১৪ জন কারা হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেরাতে চাইছে বাংলাদেশে
- জামিন না পেয়ে আদালতে যা করলেন ডা. দীপু মনি
- আছিয়ার ধ/র্ষণ ও হত্যা মামলার এজাহারে ভয়াবহ লোমহর্ষক বর্ণনা
- দিবাস্বপ্ন দেখছে আওয়ামী লীগ ও ভারত; হাসিনা ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে
- আছিয়া ধ/র্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে জবানবন্দি