তুরুপের তাস হয়ে উঠতে হবে লঙ্কান স্পিনারদের

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন রমেশ মেন্ডিস। তাদের দুজনের লড়াইয়েই মূলত পাকিস্তানকে ১৩১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। সহজ লক্ষ্য তাড়ায় মাত্র ৪৮ রানে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান। খানিকটা চাপে থাকলেও ৭ উইকেট নিয়ে ৮৩ রানের সমীকরণে বেশ ভালোভাবেই ফেভারিট বাবর আজমের দল। পাকিস্তানের জন্য সমীকরণটা সহজ হলেও গল টেস্ট জেতার সুযোগ আছে শ্রীলঙ্কারও। সেক্ষেত্রে তুরুপের তাস হয়ে উঠতে হবে লঙ্কান স্পিনারদের।
গলে জয়ের জন্য মাত্র ১৩১ রান তাড়া করতে নেমে ইনিংসের সপ্তম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। প্রবাথ জয়াসুরিয়ার গুড লেংথে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ডিফেন্স করেছিলেন আব্দুল্লাহ শফিক। একটু এজ হয়ে বল পাড়ি জমায় উইকেটকিপার সাদেরা সামারাবিক্রমার গ্লাভসে। আব্দুল্লাহ যদিও বিশ্বাস করতে পারছিলেন যে বল তার ব্যাটে লেগেছে। যে কারণে রিভিউ নিয়েছেন এই ব্যাটার।
টিভি রিপ্লেতে আলট্রা এজে দেখা যায় বল তার ব্যাটে লেগে তারপর সামারাবিক্রমার গ্লাভস বন্দি হয়েছে। যে কারণে ৮ রানে ফিরে যে যেতে হয় আব্দুল্লাহকে। তিনে নামা শান মাসুদকে উইকেটে বেশিক্ষণ দাঁড়াতেই দেননি জয়াসুরিয়া। বাঁহাতি এই স্পিনারের স্ট্রেইট ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে থাকা নিশান মাদুশঙ্কাকে ক্যাচ দিয়ে ফেরে যান ৭ রান করা মাসুদ।
নাইটওয়াচম্যান হিসেবে শেষ বিকেলে ব্যাটিংয়ে এসেছিলেন নোমান আলী। তবে ৭ বলের বেশি খেলতে পারেননি তিনি। জয়াসুরিয়ার বলে স্কয়ার লেগে ঠেলে দিয়ে দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন নোমান। ৩৮ রানে ৩ উইকেট হারালে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। তবে শেষ বিকেলে আর কোন উইকেট হারাতে দেননি ২ রান করা অধিনায়ক বাবর ও ২৫ রানে অপরাজিত থাকা ওপেনার ইমাম উল হক।
এর আগে ১৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন দিমুথ করুনারত্নে ও মাদুশঙ্কা। ২০ রান করা করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন আবরার আহমেদ। কুশল মেন্ডিসকে নোমান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দ্রুতই বিদায় করেছেন আঘা সালমান। ৫২ রান করা মাদুশঙ্কাকে ফিরিয়ে পাকিস্তানকে বিপদ মুক্ত করেন নোমান।
যদিও দীনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া মিলে প্রতিরোধ গড়ে তোলেন। তারা দুজনে মিলে যোগ করেন ৬০ রান। চান্দিমালকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সালমান। অভিজ্ঞ এই ব্যাটার আউট হয়েছেন ২৮ রানে। দ্রুতই ফিরেছেন সামারাবিক্রমা। তাকে ১১ রানের বেশি করতে দেননি সালমানই। এরপর মেন্ডিসকে নিয়ে ৭৬ রান যোগ করেন করেন ধনাঞ্জয়া।
জুটি গড়ার পথে ৭১ বলে হাফ সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। হাফ সেঞ্চুরির আগে ৪২ রান করে ফিরে যান মেন্ডিস। তাকে ফিরিয়েছেন আবরার। এদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ধনাঞ্জয়াকে ৮২ রানে আউট করেছেন শাহীন শাহ আফ্রিদি। শেষ পর্যন্ত ২৭৯ রানে অল আউট হয় শ্রীলঙ্কা, তাতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। পাকিস্তানের হয়ে আবরার ও নোমান তিনটি এবং আফ্রিদি ও সালমান নিয়েছেন দুটি করে উইকেট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তিনজন ধ/র্ষণ করলো আছিয়ার বোনের ঘুম ভাঙেনি কেন
- সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: সর্বোচ্চ ও সর্বনিম্ন হার
- যশোরে বিমান বিধ্বস্ত
- সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ দিছিল; আছিয়ার বোন
- হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের সেনাপ্রধানের বিস্ফোরণ মন্তব্য; সত্য মিথ্যা যা জানা গেল
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- শিশু আছিয়ার ধ/র্ষকের প্রধান আসামী হিটু শেখকে নিয়ে উঠে এলো লোমহর্ষক তথ্য
- হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট: সত্যতা নিয়ে যা জানা গেল
- ১৪ জন কারা হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেরাতে চাইছে বাংলাদেশে
- জামিন না পেয়ে আদালতে যা করলেন ডা. দীপু মনি
- ব্রেকিং নিউজ; বাংলাদেশিদের ভিসা দেওয়ার ঘোষণা
- আছিয়ার ধ/র্ষণ ও হত্যা মামলার এজাহারে ভয়াবহ লোমহর্ষক বর্ণনা
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাড়ছে আরও ২ দিন
- আছিয়া ধ/র্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে জবানবন্দি
- বাবা দোষ করলে বিচার চান হিটু শেখের মেয়ে 'আমার দাদি কেন গাছ তলায়