বিশ্বকাপের আগে টাইগার শিবিরে আসতে পারে যেসব পরিবর্তন

আলমের খান: দেশের ক্রিকেটের অবস্থা বর্তমানে দেশের আবহাওয়ার মতোই। ধারাবাহিক নয় সদা পরিবর্তনশীল। দেশে যেমন কখনো বৃষ্টি হচ্ছে কখনো বা দেখা যাচ্ছে প্রখর রোদ। তেমনি বাংলাদেশ ক্রিকেটেও কখনো দেখা দিচ্ছে আলোর তেজস্বী রশ্মি আবার কখনো দেখা দিচ্ছে ঘোর অন্ধকার নিশুতি। সহজ ভাষায় বাংলাদেশ দল মাঝে মাঝে বেশ ভালো খেলছে আবার মাঝে মাঝেই ছন্দ হারিয়ে ফেলছে। আফগানিস্তানের সাথে সদ্য সমাপ্ত হওয়ার টেস্ট ম্যাচে শুধু নিজেদের ইতিহাসে নয় টেস্ট ক্রিকেট ইতিহাসেরই বিরল এক রেকর্ড গড়েছিল টাইগাররা। আবার সেই টাইগাররাই নিজেদের প্রিয় ফরমেট ওয়ানডেতে সিরিজের প্রথম ম্যাচে একেবারে মুখ থুবড়ে পড়েছে।
এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম স্বাদ সমর্থকদের দিতে পারেনি ক্রিকেটাররা। অবশ্য বাংলাদেশের এই অধারাবাহিক পারফরমেন্স নতুন কিছু নয় বিগত এক বছর ধরেই টাইগাররা এই রকম অধারাবাহিক। গত বছর ভারতের বিপক্ষে টাইগাররা জিতেছে ঠিকই তবে সেটি দলগত নৈপূণ্য নয় বরং মেহেদী হাসান মিরাজের অবিস্মরণীয় পারফরমেন্সে। পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও দলগত নৈপূণ্য দেখাতে ব্যর্থ হয়েছে টাইগাররা। পরে অবশ্য টি-টোয়েন্টি সিরিজ জিতে তা পুষিয়ে দিয়েছে ঠিকই। তবে কথা তো একই ধারাবাহিকতার বড্ড অভাব এই দলে। তার উপর আর মাস কয়েক পরই দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ।
যে বিশ্বকাপটিকে ধরা হচ্ছে বাঙালির স্বপ্ন পূরণের অন্যতম সেরা সুযোগ হিসেবে। বাংলার বিখ্যাত পান্ডবদের শেষ বিশ্বকাপ এটি, আগামী কয়েক দশকে বিশ্বকাপ জেতারো হয়তো সেরা সুযোগ এটিই। কিন্তু টাইগাররা যে হয়ে গিয়েছে বড্ড অধারাবাহিক, অধারাবাহিক দল বড়জোর অঘটন ঘটাতে পারে ট্রফি ছুঁতে পারেনা। বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য বেশ কিছু পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে নির্বাচক মন্ডলী। এখনো অধিকাংশ ক্রিকেটারদের পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রাখা হয়েছে। দলে অনেকের জায়গাই নিশ্চিত নয়। ফিনিশিং টাইগারদের সবচেয়ে বড় দুর্বলতা। শুধু এইবার নয় প্রতি বিশ্বকাপেই দুর্বল ফিনিশারদের নিয়েই যাত্রা করতে হয় বাংলাদেশের। তাই এইবার নিশ্চিতভাবেই ফিনিশাদের নিয়ে থাকবে বাড়তি সতর্কতা। ফিনিশিং পজিশনে মূলত লড়াই হবে আফিফ হোসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের। শামীম হোসেন পাটোয়ারী এবং নুরুল হাসান সোহানও থাকবেন বিবেচনায়।
তবে প্রথম দুই ক্রিকেটারের মধ্যেই হবে আসল লড়াই। যেখানে নিশ্চিতভাবেই কিছুটা এগিয়ে থাকবেন আফিফ। মাঝখানে কিছুদিন অবশ্য ছয় বোলার নিয়ে খেলেছিল টাইগাররা। সেই সময় ফিনিশিং পজিশন অর্থাৎ নাম্বার সাতে মেহেদী হাসান মিরাজকেই খেলানো হত। তবে তা নিশ্চিতভাবেই ভুল সিদ্ধান্ত, এতে বাংলাদেশের ব্যাটিং খুব দ্রুত এক্সপোস হয়ে যাচ্ছিল। মেহেদী হাসান মিরাজ যত ভালই ব্যাটিং করুক না কেন সে এখনো পরিপূর্ণ ব্যাটসম্যান যে হয়ে উঠতে পারেনি এ কথা অস্বীকার করার উপায় নেই। অর্থাৎ মিরাজ ছাড়াও সাতজন জেনুইন ব্যাটসম্যান নিয়ে খেলতেই হবে টাইগারদের। মিডল অর্ডার টাইগারদের জন্য দুশ্চিন্তার আরেকটি কারণ। লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত,সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের জায়গা মোটামুটি নিশ্চিত হলেও তৌহিদ হৃদয়ের জায়গাটি নিয়ে এখনও রয়েছে সংশয়। নিঃসন্দেহে হৃদয় প্রতিশ্রুতিশীল ক্রিকেটার, নিজের আন্তর্জাতিক অভিষেকেই ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংসও খেলেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখনো পুরোপুরি পরিপক্কতা অর্জন করেননি।
এছাড়াও খুব বেশি মানসম্পন্ন বোলিং আক্রমণের বিপক্ষেও তৌহিদের পরীক্ষা হয়নি। তাই নির্বাচকদের এখনো হৃদয়ের জায়গা নিয়ে ভাবনা চিন্তার অবসান হয়নি। নাম্বার ফোর পজিশনের জন্য হৃদয়ের সাথে এক্ষেত্রে লড়াই হবে ইয়াসির আলী রাব্বির। অভিজ্ঞতা এবং পরিপক্কতায় রাব্বি থাকবে এগিয়ে তবে সাম্প্রতিক পারফরমেন্স হৃদয়ের পক্ষেই কথা বলবে। তবে আগামী সিরিজ গুলোতে হৃদয়ের ব্যাট প্রত্যাশা মতো কথা না বললে পরিবর্তন আসবে এখানেও। আচমকা তামিম ইকবালের অবসর ওপেনিং পজিশন নিয়েও তৈরি করেছে ধোঁয়াশা। নাঈম শেখ এবং সৌম্য সরকারকে রাডারে রেখেছেন হাতুরিসিং। তবে এই দুজন অধারাবাহিকতার ক্ষেত্রে বড় ধারাবাহিক। তাই এই পজিশন নিয়েও সংশয় এখন থেকেই যায়। এছাড়া বোলিং ডিপার্টমেন্টের দিকে চোখ সরালে দেখা যাবে প্রতিযোগিতা এখানে পারদস্পর্শী।
বিশেষ করে গতি তারকাদের মধ্যে, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম পাঁচজনই যেন একাদশে খেলার যোগ্য দাবিদার। তবে নিশ্চিতভাবেই তিনজনের বেশি সুযোগ পাবে না মূল একাদশে। তাই এদের মধ্যে হবে বিপুল প্রতিযোগিতা। তবে এক সময় অটো চয়েস মনে করা মুস্তাফিজুর রহমানের জায়গাটা হয়ে গিয়েছে কিছুটা নড়েবড়ে। ফর্মের অবস্থা মাঝখানে এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে একাদশ থেকে ছিটকে পড়তে হয়েছিল কাটার মাস্টারকে। তবে ফর্ম এখন কিছুটা হলেও ফিজের পক্ষে কথা বলছে। অবশ্য ধারাবাহিকতা না ধরে রাখতে পারলে আবারো ছিটকে পড়তে হবে এক সময়কার কব্জির জাদুকরের।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তিনজন ধ/র্ষণ করলো আছিয়ার বোনের ঘুম ভাঙেনি কেন
- সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: সর্বোচ্চ ও সর্বনিম্ন হার
- হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের সেনাপ্রধানের বিস্ফোরণ মন্তব্য; সত্য মিথ্যা যা জানা গেল
- শিশু আছিয়ার ধ/র্ষকের প্রধান আসামী হিটু শেখকে নিয়ে উঠে এলো লোমহর্ষক তথ্য
- হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট: সত্যতা নিয়ে যা জানা গেল
- ১৪ জন কারা হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেরাতে চাইছে বাংলাদেশে
- ব্রেকিং নিউজ; বাংলাদেশিদের ভিসা দেওয়ার ঘোষণা
- জামিন না পেয়ে আদালতে যা করলেন ডা. দীপু মনি
- ঢাকার অবস্থা আজ খুবই বিপর্যস্ত
- আছিয়ার ধ/র্ষণ ও হত্যা মামলার এজাহারে ভয়াবহ লোমহর্ষক বর্ণনা
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাড়ছে আরও ২ দিন
- আছিয়া ধ/র্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে জবানবন্দি
- বাবা দোষ করলে বিচার চান হিটু শেখের মেয়ে 'আমার দাদি কেন গাছ তলায়
- লাফিয়ে কমে গেলো সয়াবিন তেলের দাম
- বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের ছুটি বাড়ল