| ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ভারতের মটতে বিশ্বকাপ খেলা নিয়ে এখন দুশ্চিন্তায় পাকিস্তান

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৭ ১৫:৪১:২৭
ভারতের মটতে বিশ্বকাপ খেলা নিয়ে এখন দুশ্চিন্তায় পাকিস্তান

পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে চলা এশিয়া কাপের টানাপোড়নের অবসান হয়েছে। তবে এবার নতুন নাটকীয়তায় ওয়ানডে বিশ্বকাপ। যেটি নিয়ে শুরু হয়েছে নতুন তীর্থ যাত্রা। এই অধ্যায়ে নতুন তীর্থযাত্রী পাকিস্তান সরকার।

দ্য গ্রিন ম্যানদের বিশ্বমঞ্চে অংশগ্রহণ অনেকাংশেই নির্ভর করছে, দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর। পিসিবির প্রধান নাজাম শেঠিও এমনটাই ইঙ্গিত করছেন। যে কারণে পিসিবিও এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে পারছে না।

শেঠির ভাষ্যমতে, আমরা আইসিসিকে চিঠি লিখে জানিয়েছি, বিশ্বকাপের সূচির ব্যাপারে সম্মতি বা অসম্মতি দিতে পারব না। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। ভারত এ দেশে আসতে চাইলে যেমন, ওদের দেশের সরকারের অনুমতি দরকার, তেমনই আমাদের সরকার ঠিক করবে, ভারতে খেলতে যাব কি না। আহমেদাবাদে খেলব কি না, সেটা তো পরের ব্যাপার।

পিসিবি বস আরও যোগ করেন, সরকার আমাদের বলবে, কোথায় আমরা খেলব; কোথায় খেলব না। আমরা এসব বিষয়ে আইসিসিকে জানিয়েছি। এসবের পেছনেও কিছু টেকনিক্যাল বিষয় জড়িয়ে রয়েছে। অন্যথায় তারা বিশ্বকাপের সূচি ঘোষণা করে ফেলত।

উদাহরণ হিসেবে ২০১৬ সালের প্রসঙ্গও টানলেন শেঠি। সেবার ভারতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের আসর বসেছিল। সবশেষ সেবারই সরকারের ছাড়পত্র নিয়ে সেখানে গিয়েছিল ম্যান ইন গ্রিনরা। তবে পরবর্তীতে পাকিস্তানে আর পাড়ি জমায়নি ভারতীয়রা। তাই বিশ্বকাপের কেবল চার মাস বাকি থাকলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর কারণ হিসেবে আসন্ন নির্বাচনকেও টেনেছেন পিসিবি বস।

শেঠির দাবি, আগেই এসব নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া অপেশাদারির কাজ হবে। আমরা এখনও নিশ্চিত নয়, কোন সরকার পরবর্তীতে আসবে। কিন্তু এগুলো পরের বিষয়। যখন সময় আসবে, তখন আমরা জিজ্ঞাসা করব। আমরা আইসিসিকে এগুলোও জানিয়েছি। নিরাপত্তার বিষয়ও রয়েছে। সবমিলিয়ে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে আমরা যাব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

পুনাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত-পাকিস্তান

পুনাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক; ৩০ মাস আগে মিরপুরে টাইগাররা ভারতকে ২১ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ...

হঠাৎ ফেসবুকে খুশির বার্তা দিলেন মাশরাফি

হঠাৎ ফেসবুকে খুশির বার্তা দিলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ফুটবলাঙ্গনে নতুন এক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ইংলিশ প্রিমিয়ার লিগে ...

ফুটবল

দুইটি নয় চারটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

দুইটি নয় চারটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত লিওনেল ...

আটকে দেয়া হবে হামজাদের টিম বাস ফাহমিদুলের খেলা নিয়ে অপ্রিয় সত্য উন্মোচন

আটকে দেয়া হবে হামজাদের টিম বাস ফাহমিদুলের খেলা নিয়ে অপ্রিয় সত্য উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: মার্চে বাংলাদেশের ফুটবল অঙ্গনে নতুন এক বিতর্কের জন্ম হয়েছে। "ব্রিং ব্যাক ফাহমিদুল" এবং ...