| ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১

অবাক হলেও সত্যঃ পেলেও থাকছেন ব্রাজিলের ম্যাচে

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৫ ২২:৪৫:৪২
অবাক হলেও সত্যঃ পেলেও থাকছেন ব্রাজিলের ম্যাচে

শামি ২৬ মার্চ রোববার বাংলাদেশ সময় ভোররাত চারটায় মরক্কোর তানজাহা শহরের ইবনে বাতুতা স্টেডিয়ামে ক্যাসেমিরোর নেতৃত্বাধীন সেলেসাওদের আথিতিয়তা দেবে হাকিম জিয়েখ-আশরাফ হাকিমির দেশ।

কাতার বিশ্বকাপে একদিকে যেমন আর্জেন্টিনা তার দুর্দান্ত ফর্মে থেকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তেমনি ব্রাজিল শেষ ম্যাচে বাজে পারফর্ম করে বিশ্বকাপের আসর থেকে ছিটকে যায়। ব্যর্থ হয় হেক্সা মিশনে। গতবছরের সেই কাতারে নিজেদের হেক্সা মিশনে গিয়ে নেইমাররা কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল।

কাতারের মাটিতে হেক্সা মিশন নিয়ে পা রেখেছিল ব্রাজিল। তবে ব্যর্থতার চাদর গায়ে জড়িয়ে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিয়েছিল পাঁচবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ব্যর্থতার কথা ভুলে নতুনরূপে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর তানজিয়ের শহরের ইবনে বতুতা স্টেডিয়ামে রোববার (২৬ মার্চ) ভোরে মাঠে নামবে ব্রাজিল।

কাতার বিশ্বকাপ বিরতি শেষে এবারই প্রথম মাঠে নামবে সেলেসাওরা। তবে আরও একটি কারণে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, গেল বছরের ২৯ ডিসেম্বর ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মৃত্যুর পর এটাই ব্রাজিলের প্রথম ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়েই ফুটবলের বরপুত্রকে স্মরণ করবে সেলেসাওরা, এজন্য বেশি কিছু আয়োজনও রাখা হয়েছে দ্য আটলাস লায়ন্সদের বিপক্ষের ম্যাচে।

পেলের স্মরণে ম্যাচের আগে এক মিনিট সম্মান প্রদর্শনসহ মাঠের চারপাশে বিজ্ঞাপনের হোর্ডিং বোর্ডে পেলের ছবিও শোভা পাবে। এ ছাড়া সেলেসাওদের জার্সিতেও পেলে থাকছেন। আর প্রতিটি ফুটবলারের নাম ও জার্সির নম্বরের নিচে পেলের নাম লেখা থাকবে।

এ বিষয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ জানিয়েছেন, পেলে সর্বকালের সেরা ফুটবলার এবং সিবিএফ তাকে সব সময়ই স্মরণে রাখবে। এটা তার প্রাপ্য। আমার (সভাপতি মেয়াদ) মেয়াদে পেলেকে সব সময়ই স্মরণ করা হবে।

বিশ্বকাপের পর অনেকটা নতুন মোড়কেই নামছে ব্রাজিল। কাতার বিশ্বকাপ দলের ১৫ জনকেই রাখেননি নতুন কোচ। ডাক পেয়েছেন নতুন ৯ জন। চোটের কারণে দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভা। এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারেস, রাফিনিয়াদের। তাদের জায়গায় জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণের পথে ডাক পেয়েছেন সদ্যই যুব কোপা আমেরিকার শিরোপা জেতা আন্দ্রে সান্তোস, ভিটর রকি, রবার্ত রেনান, মিকাইলের মতো উদীয়মান ফুটবলাররা

বিশ্বকাপে ব্যর্থ মিশনের পর পরই কোচের পদ ছেড়ে দেন প্রফেসর তিতে। নতুন কোচের খোঁজে থাকা ব্রাজিল দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয় মেনেজেসের হাতে। ২০২৬ বিশ্বকাপেই শিরোপা জিততে মরিয়া ব্রাজিলিয়ানরা। তাই জয় দিয়ে শুরু করতে চায় ভিনিসিয়াস-রদ্রিগোরা।

ম্যাচটি সামনে রেখে ভারপ্রাপ্ত কোচ র‌্যামন মেনেজেসের অধীনে নিজেদের ঝালিয়েও নিয়ে ভিনিসিয়াসরা। নতুন কোচের হাত ধরে আবারও ঘুরে দাঁড়ানো ব্যাপারে আশাবাদী সেলেসাওরা।

মরক্কোর সঙ্গে ব্রাজিলের মাত্র দুইবার দেখা হয়েছে। প্রতিবারই জয়ের হাসিটা ছিল সেলেসাওদের। তবে সময়ের ব্যবধানে বদলেছে দৃশ্যপট। কাতারের মাটিতে ব্রাজিল নিজেদের মেলে ধরতে না পারলেও, চমক দেখিয়েছিল মরক্কো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

মুশফিক-রিয়াদ এখনও কেন অবসর নেননি! দেশের জন্য কি বোঝা হয়ে দাঁড়াচ্ছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার ; কার্তিক

মুশফিক-রিয়াদ এখনও কেন অবসর নেননি! দেশের জন্য কি বোঝা হয়ে দাঁড়াচ্ছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার ; কার্তিক

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটবিশ্বে অভিজ্ঞতা অনেক সময় সাফল্যের চাবিকাঠি হলেও, কখনো কখনো তা বোঝা হয়ে দাঁড়াতে ...

কেন আমরা নাসির মোসাদ্দেক বা মিরাজকে অলরাউন্ডার বানাতে পারিনি! এই ব্যার্থতার দায় কাদের

কেন আমরা নাসির মোসাদ্দেক বা মিরাজকে অলরাউন্ডার বানাতে পারিনি! এই ব্যার্থতার দায় কাদের

বাংলাদেশের ক্রিকেটে অলরাউন্ডারের অভাব দীর্ঘদিন ধরে একটি বড় আলোচনা হয়ে উঠেছে। কিন্তু, প্রশ্ন হল— কেন ...

ফুটবল

এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

এইমাত্র চরম লড়াইয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ

চিলিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলের যুবারা নিজেদের কাজ সঠিকভাবে শেষ করেছিল। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে ...

বিলাসিতা ত্যাগ করে নিজের গ্রামকে শহরে রূপান্তরিত করছেন সাদিও মানে

বিলাসিতা ত্যাগ করে নিজের গ্রামকে শহরে রূপান্তরিত করছেন সাদিও মানে

সাদিও মানে, যিনি লিভারপুলের সুপারস্টার ফুটবলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন, বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলে চলেছেন। ...