"আমরা বাংলাদেশকে ভয় পাই না, সোমবারে দেখা যাক কী হয়"

চলতি মাসের আগামী ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে আয়ারল্যান্ড হতভম্ব হলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চান আইল্যান্ড ক্রিকেট দল। ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের ক্রিকেটার জানান সিরিজ হেরেছে তাতে কিছুটা হতাশ হলেও কোনভাবেই ভেঙে পড়ছে না তারা। টি-টোয়েন্টি সিরিজ অবশ্যই ঘুরে দাঁড়াতে চান আইরিশরা।
প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা ইবাদত হোসেনদের ব্যাটে-বলে পেরে উঠতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের ব্যাটারদের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ দিতে না পারায় ৩৩৮ রানের পুঁজি পেয়েছিল স্বাগতিকরা। এমন বড় লক্ষ্য তাড়ায় আইরিশরা থেমেছিল মাত্র ১৫৫ রানে।
দ্বিতীয় ওয়ানডেতে গ্রাহাম হিউম, মার্ক অ্যাডায়াররা ছিলেন আরও অসহায়। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিক আর হৃদয়দের ব্যাটে বাংলাদেশ করেছিল ৩৪৯ রান। যদিও বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পায়নি সফরকারীরা। শেষ ওয়ানডেতে আইরিশরা অল আউট হয় ১০১ রানে।
সহজ লক্ষ্য তাড়ায় ১০ উইকেট হাতে রেখে বাংলাদেশ জিতে যায় স্রেফ ১৩.১ ওভারে। বৃষ্টির কারণে হোয়াটওয়াশ হওয়া থেকে বেঁচে যাওয়া আয়ারল্যান্ডের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। হতাশার কথা জানিয়েছেন অ্যাডায়ারও। তবে টি-টোয়েন্টিতে নতুন কিছু দেখানোর আশায় সফরকারীরা।
সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে আসা অ্যাডায়ার বলেন, ‘অবশ্যই আমরা (ওয়ানডে সিরিজের ফল নিয়ে) হতাশ, তবে এটিকে আমরা নতুন শুরু হিসেবে দেখছি। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল হিসেবে। আমরা দল হিসেবে একটা লাইন টানার সুযোগ হিসেবে দেখছি, সেখান থেকে নতুন একটা সংস্করণে যাব। আশা করি আপনারা দেখবেন, সেটি কেমন।’
টি-টোয়েন্টিতে শৃঙ্খলাবদ্ধ থেকে বাংলাদেশের ওপর চড়াও হতে চায় সফরকারীরা। অ্যাডায়ার বলেন, ‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবারে দেখা যাক কী হয়।’
বছরের শুরুতে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারলেও সবশেষ বিশ্বকাপে সময়টা ভালো কেটেছে আয়ারল্যান্ডের। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় পেয়েছে তারা। সবশেষ ১০টি-টোয়েন্টিতে চারটি জয় আছে আইরিশদের। বিশ্বকাপের সাফল্যে ভর করে সামনে এগানোর কথা জানিয়েছেন অ্যাডায়ার।
তিনি বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি টি-টোয়েন্টি ভালোবাসি, মনে হয় ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে, বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি। জানুয়ারিতে জিম্বাবুয়ে আমাদের ২-১ ব্যবধানে হারিয়েছে, তবে আমরা আরও উন্নতি করতে চাই। আমরা যে সব ক্ষেত্রে ভালো, সেগুলোই করতে চাই। আমার মনে হয় ব্যাট-বলে আমরা আগ্রাসী হবো, ফিল্ডিংয়েও। এমন করতে পারলে আপনি জানেন না কী ঘটবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মাগুরার আছিয়ার বোনের মুখ থেকে সত্যিটা শোনেন (ভিডিওসহ)
- তিনজন ধ/র্ষণ করলো আছিয়ার বোনের ঘুম ভাঙেনি কেন
- মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: সর্বোচ্চ ও সর্বনিম্ন হার
- যশোরে বিমান বিধ্বস্ত
- মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের শুনানি হল গভীর রাতে; রায় নিয়ে যা জানা গেল
- আছিয়ার মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মা (ভিডিওসহ)
- আছিয়ার ধ/র্ষণ ও হত্যা মামলার এজাহারে আসামীদের ভয়াবহ লোমহর্ষক বর্ণনা
- মাগুরায় ৮ বছরের শিশু ধ"র্ষণ হইছে যে ঘরে (ভিডিওসহ)
- সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ দিছিল; আছিয়ার বোন
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের সেনাপ্রধানের বিস্ফোরণ মন্তব্য; সত্য মিথ্যা যা জানা গেল
- শিশু আছিয়ার ধ/র্ষকের প্রধান আসামী হিটু শেখকে নিয়ে উঠে এলো লোমহর্ষক তথ্য
- আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- সরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বিশাল বড় সুখবর