প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে বার্সা, জানুন বিস্তারিত

রিয়াল মাদ্রি কী বার্সেলোনার জোয়ার ঘুরিয়ে দিতে পারবে? কিন্তু এ সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। কোর্তোয়া এই বাস্তবতাকে শক্ত চোয়ালে মেনে নিলেন, 'হ্যাঁ, সত্যকে মেনে নিতে হবে (লিগ জেতা নয়)। আমরা কখনই হার মানি না. তবে ব্যবধান ইতিমধ্যেই চার ম্যাচ (১২ পয়েন্ট)। কিছুই অসম্ভব না. কিন্তু সত্যি কথা হলো কাজটা খুবই কঠিন।
বার্সার ১২ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে লিগ জিততে হলে রিয়ালকে ইতিহাস পাল্টাতে হবে। আর বার্সাকে লিখতে হবে লিগের এই পর্যায় থেকে বাজে খেলার নতুন ইতিহাস। খোলাসা করে বলা যাক। ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
আর মাত্র ১২টি করে ম্যাচ খেলবে এই দুই দল। স্প্যানিশ লা লিগায় এখান থেকে কোনো দল যেমন ১২ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি, তেমনি ১২ পয়েন্ট ব্যবধানে শীর্ষে থেকে কখনো কোনো দল মৌসুম শেষে শিরোপা হারায়নি। আরেকটু খোলাসা করে বলা যায়, লা লিগার ইতিহাসে ৯ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে চ্যাম্পিয়ন হওয়ার নজিরই নেই, সেখানে ১২ পয়েন্ট তো দূর অস্ত! তাই অন্তত পরিসংখ্যানে তাকিয়ে বলে দেওয়া যায়, মৌসুম শেষে লিগ শিরোপা বার্সার হাতেই উঠবে। সেটি হবে ২০১৮–১৯ মৌসুমের পর বার্সার প্রথম লিগ জয়।
বিগত ২০১২–১৩ মৌসুমে একটি রেকর্ড গড়েছিল বার্সা। সে মৌসুমে পয়েন্ট টেবিলে দ্বিতীয় দলের সঙ্গে ১৫ পয়েন্ট ব্যবধানে লিগ জিতেছিল পেপ গার্দিওলার বার্সা। টেবিলে দ্বিতীয় দলের সঙ্গে সর্বোচ্চ পয়েন্ট ব্যবধানে লিগ জয়ের রেকর্ডটি সে মৌসুমেই গড়েছিল কাতালান ক্লাবটি। আর লা লিগার ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে সেবারই ১০০ পয়েন্ট পেয়েছিল গার্দিওলার দল।
চলতি মৌসুমে এই পথ পর্যন্ত বার্সা ও রিয়াল দুই দলই ২৬টি করে ম্যাচ খেলেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ একটি হিসাব কষেছে—দুই দলই যদি এ হারে এগোতে থাকে তাহলে মৌসুম শেষে ১৭ পয়েন্ট ব্যবধানে লিগ জিতবে বার্সাই। এই হিসাবটি করা হয়েছে, ম্যাচপ্রতি দুই দলের গড় পয়েন্ট বের করে তা মৌসুমের সব কটি (৩৮টি করে) ম্যাচের সঙ্গে গুণ করে। যদি এভাবেই এগোয় দুই দল, তাহলে মৌসুম শেষে (টেবিলে দ্বিতীয় দলের সঙ্গে) সর্বোচ্চ পয়েন্ট ব্যবধানে লিগ জয়ের নতুন রেকর্ড গড়বে বার্সা।
বার্সেলোনা চলতি মৌসুমে খেলা ২৬ ম্যাচের মধ্যে জয় ২২টি। ২ ম্যাচ ড্র করেছে ও অন্য দুটিতে হেরেছে। লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৩২ জয়ের রেকর্ড আছে—রিয়াল ২০১১–১২ মৌসুমে এবং বার্সা ২০১২–১৩ মৌসুমে এই রেকর্ড গড়েছে। অর্থাৎ বার্সার সামনে এবার সেই রেকর্ডটি নতুন করে লেখার সুযোগ আছে। তবে এক মৌসুমে সবচেয়ে কম গোল হজমের রেকর্ডটি এবার বার্সাই সম্ভবত করে ফেলবে।
বিশাল ২৬ ম্যাচে এ পর্যন্ত মাত্র ৯ গোল হজম করেছে জাভির দল। ৩৮ ম্যাচের মৌসুম শুরুর পর লা লিগার এক মৌসুমে সবচেয়ে কম গোল হজমের রেকর্ড দেপোর্তিভো লা করুনা ও আতলেতিকো মাদ্রিদের। ১৯৯৩–৯৪ মৌসুমে দেপোর্তিভো ও ২০১৫–১৬ মৌসুমে আতলেতিকো মাত্র ১৮ গোল হজম করে রেকর্ড গড়েছিল। হাতে থাকা ১২ ম্যাচের মধ্যে এই রেকর্ড নিজেদের করে নিতেই পারে বার্সা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দল পেলেন মুস্তাফিজ
- সরকারি কর্মচারী কর্মকর্তাদের পথ চিরতরে বন্ধ হল
- বাংলাদেশের প্রতিবাদ দেখে ই/স/রা/ই/ল জুড়ে ব্যাপক তোলপাড় (ভিডিওসহ)
- ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
- ১২ ঘণ্টায় ১,০৫৭ জন পুরুষকে খুশি করে বিশ্ব রেকর্ড গড়লেন ২২ বছরের যুবতী
- ফাঁস হলো ষড়যন্ত্র, বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে ভারত
- ভারত থেকে নেতা-কর্মীর উদ্দেশে কঠিন প্রতিশোধের বার্তা দিলেন শেখ হাসিনা
- বাংলাদেশের ‘পাসপোর্ট’ ইস্যুতে কড়া জবাব দিল ইসরাইলি গণমাধ্যমে
- মারা গেছেন তোফায়েল আহমেদ সত্য মিথ্যা যা জানা গেল
- গাজায় নিহত ইসরায়েলি ৪১২ সেনা নিহত
- ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া বৃদ্ধের আসল কারণ জানালেন প্রত্যক্ষদর্শীরা
- কেন বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা!
- কিভাবে বুঝবেন সন্তান পর্নোগ্ৰাফিতে আসক্ত
- ৫ বছর পর স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, জানালেন বিশেষজ্ঞরা
- ড. ইউনূসকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হিলারি ক্লিনটন