| ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

হঠাৎ শ্রীরামকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন সাকিব

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৩ ২২:৪০:২৪
হঠাৎ শ্রীরামকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন সাকিব

ক্রিকেটারদের নিয়ে কাজ করার জন্য খুব বেশি সময় যে পেয়েছিলেন সেটা বলার সুযোগ নেই। শ্রীরাম বাংলাদেশ ক্রিকেটে আসার পরে এশিয়া কাপ, আরব আমিরাত সফর, ত্রিদেশীয় সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দারুন খেলে দেখিয়েছে বাঙ্গাদেশ।

৩/৪ টা আসর মিলে সবমিলিয়ে মাস তিনেকের জন্য সাকিব আল হাসানদের গুরুর দায়িত্বে ছিলেন ভারতীয় এই কোচ শ্রীরাম। অল্প সময়ের মাঝে এই কোচকে মনে ধরেছিল সাকিবের। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই বাংলাদেশের অধিনায়ক জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সাবেক স্পিন বোলিং কোচকে লম্বা সময়ের জন্য চান তিনি।

সাকিব বলেছিলেন, ‘আমি মনে করি তিনি ভালো করেছেন। উনি আসার পর কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন, যেগুলো নিয়ে কাজ করতে চান। ছেলেদের সঙ্গে ভালো আছেন তিনি। তিনি যেভাবে কথা বলেন ছেলেরা সেটি পছন্দ করে। তার কোচিংয়ে আমরা সম্ভবত ৫-৬টি (আসলে ১১) ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে আমি মনে করি, এই তরুণ দলের জন্য তিনি খুব ভালো করেছেন। আমি আশা করি, তিনি বাংলাদেশের সঙ্গে আরও কাজ করবেন।’

বিশ্বকাপে দুই ম্যাচ জিতলেও শ্রীরামের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের সঙ্গে রাসেল ডমিঙ্গোর অধ্যায় শেষ হতেই শ্রীরামকে নিয়ে তৈরি হয় জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীরাম। আর হাথুরুসিংহের অধীনে থাকবে ওয়ানডে ও টেস্ট দল।

এমন আলোচনার মাঝে বিপিএলের উদ্বোধনী ম্যাচে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে প্রেসিডেন্ট বক্সে দেখা গিয়েছিল শ্রীরামকে। সেখানে দেখা গিয়েছিল সাকিবকেও। তাতে সেই গুঞ্জন আরও প্রবল হয়। যদিও এশিয়া কাপের আগে দায়িত্ব নিয়ে শ্রীরাম জানিয়েছিলেন, বাংলাদেশে তিনি চুক্তি বাড়াতে আসেননি এবং সেরাটা দিতে এসেছেন।

সেরাটা দিতে না পারলেও যা দিয়েছেন তাতে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেয়ার খুব কাছেই ছিলেন তিনি। তবে হাথুরুসিংহে ও বিসিবির সম্পর্ক জোড়া লাগায় শেষ পর্যন্ত সেটা হয়নি। তবুও বাংলাদেশে আসার সম্ভাবনা টিকে ছিল শ্রীরামের। যদিও সেটা হাথুরুসিংহের সহকারী হিসেবে।

কদিন আগে অবশ্য ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান আপাতত সেটারও সম্ভাবনাও ক্ষীণ। শ্রীরামের যে বাংলাদেশে আসা হচ্ছে না, সেটা বিসিবি সরাসরি না বললেও নিশ্চিত করেছেন তিনি নিজেই। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপকালে শ্রীরাম বলেন, ‘এই মুহূর্তে আমার বাংলাদেশে ফেরা হচ্ছে না।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত বিশ্ব আসরে লাল-সবুজের দলটির সেরা সাফল্য। সমীকরণের মারপ্যাঁচে সেমিফাইনাল খেলার স্বপ্নও টিকে ছিল সাকিবদের। তবে ব্যাটে-বলে না হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা শ্রীরামকে চুক্তি নবায়নের বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি ছোট করে বলেন, ‘আবারও বলছি, এক সময়ে একটা ম্যাচ। একটা টুর্নামেন্ট এক সময়ে। এখন আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপটা ভালোভাবে শেষ করা। ওখানেই কেবল আমার নজর। বেশি দূরের কিছু নিয়ে ভাবিনি।’

সেমময় দূরের কথা না ভাবলেও এখন ভাবছেন শ্রীরাম। বর্তমানে না আসলেও ভবিষ্যতের জন্য বাংলাদেশে কাজ করার দরজা যে খোলা রাখছেন তা অকপটেই স্বীকার করেছেন। বর্তমানে বিসিবির শর্তে শ্রীরাম আগ্রহী না হলেও ভবিষ্যতে সাকিব-লিটনদের সঙ্গে কাজ করার ইচ্ছে উড়িয়েও দেননি এই ভারতীয়।

ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'এমন না যে আমি বাংলাদেশে কোনদিনই ফিরব না। যদি সব ঠিক থাকে, ভবিষ্যতে সুযোগ এলে অবশ্যই ফিরতে চাইব। কিন্তু এই সময়টা কবে না কখন আসবে তা আমার জানা নেই।'

৪৬ বছর বয়সী শ্রীরামের অধীনে বাংলাদেশ ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে মাত্র চার জয়ের বিপরীতে পরাজয় ছিল ৯টিতে। তবে বিশ্ব মঞ্চে তার অধীনে আসে সেরা সাফল্য। এছাড়া অল্প কয়েকদিনে শিষ্যদের সঙ্গে খুব ভালো বোঝাপড়া শ্রীরামের বাংলাদেশে আসার পথ যে খোলা রাখছে তা বলার অপেক্ষা রাখে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ম্যাক্সওয়েল, ডেভিড মিলারদের টপকে একমাস মাহমুদউল্লাহর বিশ্বরেকর্ড

ম্যাক্সওয়েল, ডেভিড মিলারদের টপকে একমাস মাহমুদউল্লাহর বিশ্বরেকর্ড

আইসিসি ওয়ানডে ইভেন্টে মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ শতকের রেকর্ডে শীর্ষস্থানে এখন মাহমুদউল্লাহ ও মাহেলা ...

২ কোটিতে নয় মুস্তাফিজকে নিতে হলে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি টাকা

২ কোটিতে নয় মুস্তাফিজকে নিতে হলে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৫ আসর শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমান এখন ...

ফুটবল

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি ২৫ মার্চ ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের ...

বাংলাদেশ ম্যাচের আগে অবসর ভেঙে ফিরছেন ভারতের তারকা খেলোয়াড়

বাংলাদেশ ম্যাচের আগে অবসর ভেঙে ফিরছেন ভারতের তারকা খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মাত্র ৮ মাসের মধ্যে আবারও ভারতের জাতীয় দলের ...