| ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বেরিয়ে এলো আসল তথ্যঃ সৌদি আরবে যেভাবে থাকছেন রোনালদো

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১১ ১০:৫৮:১৭
বেরিয়ে এলো আসল তথ্যঃ সৌদি আরবে যেভাবে থাকছেন রোনালদো

ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি দিলেও, গ্ল্যামার কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। রাজকীয়ভাবে বসবাসের পাশাপাশি চোখ ধাঁধানো টাকা উপার্জনের সুযোগ, এ গ্ল্যামারের সার্থক প্রতিফলন।

৩৭ বছর বয়সে রেকর্ড ২০০ মিলিয়ন ইউরো বা প্রায় দুই হাজার একশ’ পঞ্চাশ কোটি টাকার চুক্তিতে যোগ দিয়েছেন আন-নাসরে। সেই সঙ্গে পর্তুগিজ তারকাকে দেয়া হচ্ছে আরও বেশি সম্মান। ক্লাব ছাড়াও সৌদি আরবে বাড়তি উপার্জনও করবেন, পাঁচবারের ব্যালন ডি’’অর জয়ী।

গ্রীস ও মিশরকে নিয়ে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হবার পরিকল্পনা করছে সৌদি আরব। যেখানে রোনালদোকে দূতের ভূমিকায় রাখতে চাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। এ জন্য রোনালদোকে দুই শ’ মিলিয়ন ইউরো দিতেও প্রস্তুত সৌদি কর্তৃপক্ষ। ফলে ক্লাব ও বিশ্বকাপ বিডের দূতিয়ালি করে, বছরে চার শ’ মিলিয়নের বেশি আয় করতে যাচ্ছেন সিআর সেভেন। যা ফুটবল উপার্জনের ইতিহাস যোগ করবে নয়া অধ্যায়।

এদিকে আন-নাসর’এ যোগ দিলেও, নিষেধাজ্ঞার কারণে ১৯ জানুয়ারির আগে মাঠে নামা হচ্ছে না রোনালদোর। মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজির সাথে প্রীতি ম্যাচ দিয়ে, সৌদি অধ্যায়ের অভিষেক ঘটবে পর্তুগিজ সুপারস্টারের। আপাতত অনুশীলন আর পরিবেশে খাপ খাওয়াতে ব্যস্ত সিআর সেভেন।

সৌদি আরবে এখনও নিজের বাসা খুঁজে পাননি রোনালদো। তাই পরিবার নিয়ে থাকছেন, রিয়াদের ফোর সিজন্স হোটেলের বিলাসবহুল কিংডম টাওয়ারে। রাজকীয় স্যুটে রোনালদো ছাড়াও তাঁর বান্ধবী, সন্তান, ঘনিষ্ঠজন ও নিরাপত্তারক্ষীদের জন্য রয়েছে ১৬টি কক্ষ।

শুধু রোনালদোর ঘরের আয়তনই তিন হাজার বর্গফুট। স্যুটের দুটি তলায় রয়েছে ব্যক্তিগত অফিস, ডাইনিং রুম ও মিডিয়া রুমসহ যাবতীয় সুযোগ-সুবিধা। হোটেলের টেনিস কোর্ট, স্পাসহ অন্য সুবিধাদিও ভোগ করতে পারবেন তিনি। এ স্যুটের ভাড়া নিশ্চিত না করলেও, দিনে প্রায় সাড়ে তিন লাখ টাকা বিল মিটাতে হবে, ফুটবলের এ গ্ল্যামার বয়কে।

৯৯-তলা বিল্ডিংয়ের উপর থেকে উপভোগ করতে পারবেন রিয়াদের সৌন্দর্য। গায়ে লাগাতে পারবেন মরুর লু হাওয়া। এছাড়া চীন, জাপান, ভারত ও মধ্যপ্রাচ্যের সেরা খাবার আস্বাদন করতে পারবেন, পর্তুগিজ সুপারস্টার।

৩৭ বছর বয়সে রোনালদো সৌদি আরবে পাড়ি জমানোয়, নাখোশ এলিট দাবিদার ইউরোপ। তাদের মোক্ষম জবাব হতে পারে, রোনালদো নিজেকে ঢেলে সাজানোর মাধ্যমে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

গতকাল সিলেটে রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে পরাজিত হয় ফরচুন বরিশাল। শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...