| ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

জানা গেল যে কারনে যে কারণে অধিনায়কত্ব করছেন না তামিম

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৬ ১৪:৪৯:১৭
জানা গেল যে কারনে যে কারণে অধিনায়কত্ব করছেন না তামিম

খুলনার নেতৃত্ব ইয়াসিরের পাওয়াটা বড় চমক হয়ে এসেছে অনেকের জন্যই। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক যে দলে আছেন, সেই দলের নেতৃত্বে তার থাকাটাই অনুমেয়। নেতৃত্বের অভিজ্ঞতা সম্পন্ন তেমন কোনো দেশি ক্রিকেটারও নেই দলে। কিন্তু তামিম শেষ পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন না খুলনাকে। দলের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, এই দলের নেতৃত্ব ভার পড়েছে ইয়াসিরের কাঁধে।

দলের পক্ষ থেকে জানানো হয়, ‘কোচ খালেদ মাহমুদ, টিম ম্যানেজমেন্টের অন্যরা ও ‘আইকন’ ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কয়েকবার আলোচনা’ করার পর ইয়াসিরকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিবৃতিতেই পরিষ্কার, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভালোভাবেই সম্পৃক্ত ছিলেন তামিম।

নেতৃত্বের প্রস্তাব যে তার কাছেই গিয়েছিল, তা ফুটে উঠল তামিমের কথায়ও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বললেন, দেশের ক্রিকেটের সম্ভাবনার কথা ভেবেই তিনি অন্য কাউকে অধিনায়ক দেখতে চেয়েছেন।

“জাতীয় দলের অধিনায়ক মানেই যে ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব দিতে হবে, এমন কোনো কথা নেই। বরং এই ধরনের টুর্নামেন্টেই অন্যদের অধিনায়কত্ব দেওয়া উচিত। তাদেরকে দেখা উচিত। ঘরোয়া অন্যান্য টুর্নামেন্টেও আমাদের অনেকে অধিনায়কত্ব করে। তবে আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার কাছাকাছি কিছু পেতে চান, তাহলে আমাদের দেশে বিপিএলই উপযুক্ত জায়গা।”

“ঘরোয়া অন্যান্য টুর্নামেন্টে তো আমাদের ছেলেরাই থাকে। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সামলাতে হয়, অনেক সময় বিদেশি কোচ বা সাপোর্ট স্টাফ থাকেন, টস করতে যাওয়া, মাঠ সামলানো, মিডিয়ার সঙ্গে নিয়মিত কথা বলা, এসব বিপিএল থেকেই বেশি করে শেখা যায়। আমার তাই অনুরোধ ছিল, এমন কাউকে যেন অধিনায়ক করা হয়, যার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের উপকার হয়। দলের মালিকপক্ষ ও টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা, দেশের ক্রিকেটের কথা ভেবে আমার অনুরোধ রেখেছেন।”

দেশের ক্রিকেটারদের মধ্যে ইয়াসির ছাড়াও সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, মুনিম শাহরিয়ার, নাহিদুল ইসলামরা আছেন খুলনায়। দল শেষ পর্যন্ত বেছে নিয়েছে ইয়াসিরকে। তামিমেরও বেশ আস্থা আছে ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের ওপর।

“রাব্বির (ইয়াসির) হয়তো অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি নেই, তবে ভালোভাবে সামলাতে পারবে বলে আমার বিশ্বাস। স্মার্ট ক্রিকেটার, খেলা ভালো বোঝে। একটু কঠিন ক্রিকেট দিয়েই অভিজ্ঞতা হোক, কঠিন থেকে শিখলে ওর জন্যও ভালো হবে। কাউকে দায়িত্ব না দিলে তো আমরা বুঝতে পারব না কে কেমন করবে। অনেক সময় দায়িত্বই অনেকের সেরাটা বের করে আনে।”

“ওকে মাঠের ভেতরে-বাইরে সাহায্য করার জন্য আমরা তো আছিই। দিনশেষে একটা দল হয়ে খেলার ব্যাপার। আশা করি, রাব্বির নেতৃত্বে আমরা ভালো করব।”

বিপিএলের ট্রফি উন্মোচনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়াসিরও বললেন, তামিমকে নেতৃত্ব দেওয়ার রোমাঞ্চের কথা।

“তামিম ভাইয়ের সাথে দল গঠনের পর থেকেই কথা হচ্ছে। অধিনায়ক হওয়ার পর তেমন কথা হয়নি। শুধু বলেছেন- ‘যখন তোর প্রয়োজন হবে, আমি পাশে আছি। তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। অবশ্যই হেল্প করব।”

“এটা আমার জন্য রোমাঞ্চকর। তামিম ভাইকে তো ছোটকাল থেকেই দেখি। ভালোই লাগছে তামিম ভাইকে আমি নেতৃত্ব দেব। এটা আমার জন্য অনেক গৌরবের, সম্মানের যে তামিম ভাইয়ের মতো খেলোয়াড় আমার নেতৃত্বে খেলবেন।”

শনিবার ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ইয়াসির শুরু করবেন তার নেতৃত্বের অধ্যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

চ্যাম্পিয়ন ট্রফিতে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরাসহ কে কত টাকা পেল

চ্যাম্পিয়ন ট্রফিতে ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরাসহ কে কত টাকা পেল

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ের ঐতিহাসিক মঞ্চে ভারত আবারও বিজয়ের মুকুট পরল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর ফাইনালে ...

হঠাৎ করে মেহেদী হাসান মিরাজের নতুন যে নাম দিল আইসিসি

হঠাৎ করে মেহেদী হাসান মিরাজের নতুন যে নাম দিল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হল বিশ্বব্যাপী ক্রিকেটের কর্মকাণ্ড পরিচালনাকারী সর্বোচ্চ সংস্থা। তাদের প্রকাশিত তথ্য সাধারণত ...

ফুটবল

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলতে হামজার বাংলাদেশে আগমনের সময় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি ২৫ মার্চ ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের ...

বাংলাদেশ ম্যাচের আগে অবসর ভেঙে ফিরছেন ভারতের তারকা খেলোয়াড়

বাংলাদেশ ম্যাচের আগে অবসর ভেঙে ফিরছেন ভারতের তারকা খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার মাত্র ৮ মাসের মধ্যে আবারও ভারতের জাতীয় দলের ...