| ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিশ্বকাপের পরে প্রথমবারঃ মেসিকে এড়িয়ে গেলেন এমবাপে

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৪ ১৪:১৬:২৫
বিশ্বকাপের পরে প্রথমবারঃ মেসিকে এড়িয়ে গেলেন এমবাপে

ফাইনালের পর বয়ে গিয়েছে অনেক জল। আর্জেন্টিনার বিজয় মিছিলে কিলিয়ান এমবাপেকে পুতুল বানিয়ে এমি মার্টিনেজ খিল্লি করলেও মেসি তা থামাতে উদ্যোগী হননি বলে অভিযোগ উঠেছিল। সেই সঙ্গে আর্জেন্টিনীয় ড্রেসিংরুমে এমবাপের নামে গান-ও গিয়েছিলেন মেসিরা।

এমন আবহে মেসির সঙ্গে এমবাপের পিএসজিতে রিইউনিয়ন কেমন হয়, সেদিকে দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। মঙ্গলবারই প্যারিসে পা দিয়েছেন মেসি। তবে এখনই অনুশীলনে মুখোমুখি হচ্ছেন না দুই তারকা। বিশ্বকাপের পর মেসিকে ১০ দিনের অতিরিক্ত ছুটি দিয়েছিল পিএসজি। সেই ছুটি কাটিয়ে প্যারিসে পা রেখেছেন মহাতারকা।

তবে লিগা ওয়ানে শেষ ম্যাচে লেন্সের বিরূদ্ধে হারের পর কিলিয়ান এমবাপে সহ সমস্ত স্কোয়াডকে একদিনের ছুটি দেওয়া হয়েছিল। ছুটি পেয়েই এমবাপে বন্ধু হাকিমির সঙ্গে উড়ে গিয়েছেন নিউইয়র্কে। এনবিএ ম্যাচ দেখতে। ইউরোপীয় প্রচারমাধ্যমে জল্পনা। মেসিকে এড়িয়ে যেতেই কি নিউইয়র্কে পাড়ি দিয়েছেন তিনি!

পিএসজি পরের ম্যাচে খেলবে শুক্রবার। প্রতিপক্ষ ছাতেরউ। যাইহোক, আগের ম্যাচে কার্ড দেখে বাইরে থাকা নেইমার এবং মেসিকে ছাড়া খেলতে নেমে হার হজম করেছিল পিএসজি। লিগের দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে হার হজম করে বসেছিল পিএসজি। কিলিয়ান এমবাপে শোচনীয় ব্যর্থ হয়েছিলেন। সেই ম্যাচের ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর পিএসজির ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা একহাত নেন কিলিয়ান এমবাপেকে। জানিয়ে দিলেন, মেসি না খেলাতেই সহজ জয় পাওয়া সম্ভব হয়েছে তাঁদের।

আর্জেন্টিনীয় মেদিনা মেদিনা ম্যাচের পরেই জানিয়ে দিয়েছিলেন, “প্রতিপক্ষদের নিয়ে কথা বলা পছন্দ করি না। তবে ওঁরা দুনিয়ার সেরা তারকাকে মিস করেছে। আপনাদের কি সন্দেহ রয়েছে যে মেসিই সেরা? আপনারা তো অদ্ভুত কথা জিজ্ঞাসা করছেন! ওঁর খেলা আমরা সবাই উপভোগ করি।”

এমবাপের কাটা ঘায়ে নুন ছিটিয়ে মেদিনা আরও বলেন,মেসির সঙ্গে পিএসজি নেইমারের সার্ভিসও মিস করেছে। “ওঁরা নেইমারকেও মিস করেছে। তবে আমরা নিজেদের ওপর বেশি ফোকাস করেছিলাম। নিজেদের অস্ত্র সঠিকভাবে ব্যবহার করায় মন দিয়েছি আমরা। আমরা এভাবে খেলেই জয় ছিনিয়ে নিয়েছি।” বলেছিলেন মেদিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

গতকাল সিলেটে রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে পরাজিত হয় ফরচুন বরিশাল। শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...