| ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

প্রিয় ক্লাবে ফিরতে যে সিদ্ধান্ত নিলেন পেরেস নিজেই

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৩ ১৫:৪৪:১৪
প্রিয় ক্লাবে ফিরতে যে সিদ্ধান্ত নিলেন পেরেস নিজেই

স্পেনর শীর্ষ লিগের দল কাদিস থেকে ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার দেড় বছরের চুক্তিতে প্রিয় ক্লাব দেপোর্তিভোতে ফিরেছেন। স্পেনের দৈনিক এএস জানিয়েছে, বর্তমানে তৃতীয় স্তরে থাকা ক্লাবটিতে ফিরতে পেরেস এতটাই উদগ্রীব ছিলেন যে, ট্রানস্ফার ফির একটা অংশ পরিশোধ করেছেন তিনি নিজেই।

আসলে দেপোর্তিভোর মাঠের মলিন পারফরম্যান্স কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না পেরেস। স্পেনের তৃতীয় বিভাগে দলটি রীতিমতো ধুঁকছে। প্রিয় দলকে এমন দুর্দশার বৃত্ত থেকে বের করে আনার চেষ্টা করতে ফেরার উদ্যোগ নেন অভিজ্ঞ স্ট্রাইকার।

২০১৮ সালে স্পেনের শীর্ষ লিগে ১৮তম হয়ে অবনমন হয়ে যাওয়া দেপোর্তিভোর হয়ে এর আগে ৯৬ ম্যাচ খেলেন পেরেস। অবনমনের পর দলটি স্পেনের দ্বিতীয় বিভাগে দুই মৌসুম ছিল, কিন্তু এরপর প্রিমেরা ফেদারেসিওনে (তৃতীয় বিভাগ) নেমে যায়। বর্তমানে দলটি তৃতীয় বিভাগের টেবিলে চতুর্থ স্থানে আছে। শীর্ষে থাকা করদোবার চেয়ে চার পয়েন্ট কম তাদের।

পেরেসের ফেরার খবর বিবৃতি দিয়ে জানিয়েছে দেপোর্তিভো। যদিও সেখানে তিনি ট্রান্সফারের অঙ্ক কতটা পরিশোধ করেছেন, সে বিষয়ে বলা হয়নি কিছু।

বরং সেখানে বলা হয়েছে, দেপোর্তিভোর হয়ে শততম ম্যাচ খেলা থেকে পেরেসের চার ম্যাচ দূরে থাকার বিষয়টি। ব্যক্তিগত আগ্রহ এবং ‘বাজি’ ধরে পেরেস ‘ঘরে’ ফিরেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

পেরেস ২০১৬ সালে এক কোটি ৭০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দেন। ইংলিশ প্রিমিয়ার লিগে তেমন কোনো প্রভাব রাখতে না পারায় ধারে ফেরেন দেপোর্তিভোয়। পরের বছর আবার তিনি যোগ দেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে।

এরপর আলভেস, এলচে, কাদিস হয়ে পেরেস ফিরলেন পুরনো আঙিনায়, চমক জাগানো এক কাজ করে। এখন দেখার অপেক্ষা, মাঠের পারফরম্যান্স ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার চমক দেখাতে পারেন কিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

গতকাল সিলেটে রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে পরাজিত হয় ফরচুন বরিশাল। শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...