সাকিব কিংবা আফিফ নয়, বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেল যে বাংলাদেশি অলরাউন্ডার
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে ওপেনিংয়ে আছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও পাকিস্তানের ইমাম উল হক। হেড ৯টি ওয়ানডে ম্যাচে করেছে ৫৫০ রান। ইমাম আট ম্যাচে করেছেন ৫০৫ রান। তিনে আছেন বাবর আজম। বাবরের সংগ্রহ ৯ ম্যাচে ৬৭৯ রান।
চারে রাখা হয়েছে ভারতের শ্রেয়াস আইয়ারকে। তিনি ১৭ ম্যাচে করেছেন ৭২৪ রান। পাঁচে আছেন টম ল্যাথাম। এই কিউই ব্যাটার ১৫ ম্যাচে করেছেন ৫৫৮ রান। উইকেটরক্ষকের দায়িত্বও দেওয়া হয়েছে ল্যাথামকে। ছয়ে আছেন দক্ষিণ আফ্রিকার র্যাসি ফন ডার ডুসেন। ৯ ম্যাচে র্যাসির সংগ্রহ ৪৭৬ রান।
সাতে আছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একাদশের একমাত্র অলরাউন্ডার তিনি। মিরাজ এবছর ১৫টি ওয়ানডে এ বছর ব্যাট হাতে মোট ৩৩০ রান করেছেন মিরাজ। ব্যাটিং গড় ৬৬। বল হাতে নিয়েছেন ২৪টি উইকেট, বোলিং গড় ২৮.২০।
প্রায় সাত বছর ধরে জাতীয় দলে খেলছেন খেলছেন মিরাজ। বল হাতে কারিশ্মা দেখিয়েই দলে টিকে ছিলেন মিরাজ। ব্যাট হাতে মিলছিল না সময় সুযোগ। তবে ২০২২ সালের প্রথম থেকেই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে আসছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে খাদের কিনারা থেকে ম্যাচ জেতানো কিংবা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতানো, মিরাজের ব্যাট চওড়া ছিল প্রতিটি বিপদের মুহূর্তেই।
আফগানিস্তানের বিপক্ষে দল যখন বিপদে ছিল, তখন আফিফ হোসেন ধ্রুবর সাথে জুটি বেঁধে দলে জয় এনে দিতে রেখেছিলেন বড় ভূমিকা। প্রথম ম্যাচে ওই জয়ের ফলেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশের। বছরের শেষে এসে ভারতের বিপক্ষেও চওড়া হয় মিরাজের ব্যাট। নয়টি উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চোখ সর্ষে ফুল দেখছিল, তখন ত্রাতা হয়ে এসে মিরাজ মনে করিয়ে দেন ব্যাট হাতে তার কী সামর্থ্য আছে। দশম উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে গড়েন ৫১ রানের জুটি। সেই জুটির সুবাদে অবিশ্বাস্য এক জয় পায় বাংলাদেশ।
ভারতের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। আবারো ত্রাতা হয়ে আসেন সেই মিরাজ। এবার মাহমুদউল্লাহ রিয়াদের সাথে গড়েন জুটি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকটিও হাঁকান সেই ম্যাচেই। শতক হাঁকিয়ে বাংলাদেশকে সিরিজ জয় এনে দেন মিরাজ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে বল হাতে জ্বলে উঠে দলকে জিতিয়েছিলেন ম্যাচ। বছর জুড়েই বল হাতে দারুণ ছন্দে ছিলেন এই অফস্পিনার।
উইজডেনের এই একাদশে বোলার হিসেবে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। জোসেফ ২৭, সিরাজ ২৪, জাম্পা ৩০ ও বোল্ট ১৮টি উইকেট শিকার করেছেন।
দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। রাজা ১৫টি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে করেছেন ৬৪৫ রান ও বল হাতে নিয়েছেন ৮টি উইকেট।
একনজরে উইজডেন বর্ষসেরা ওয়ানডে একাদশ : ট্রেভিস হেড, ইমাম উল হক, বাবর আজম, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), র্যাসি ফন ডার ডুসেন, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, সিকান্দার রাজা (দ্বাদশ খেলোয়াড়)।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ সীমান্তে বিমান হা'ম'লা'য় নি'হ'ত ৪০
- কমে গেল বাড়ল সিঙ্গাপুর ডলারের রেট ; ৮ জানুয়ারি ২০২৫
- বাংলাদেশ সীমান্তে সং'ঘ'র্ষ: নি*হত ১৮ জন
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- আজও বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- ব্রেকিং নিউজ : অবস্থা খুব খারাপ ‘কমপ্লিট শাটডাউন’
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল সিঙ্গাপুর ডলারের রেট; ১৩ জানুয়ারি ২০২৫
- বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- আজও বাড়ল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- ৩ পয়সা বাড়ল মালয়েশিয়ান রিংগিতের দাম, দেখে নিন আজকের দাম
- বাড়ল সিঙ্গাপুর ডলারের রেট, দেখে নিন আজকের দাম
- কমে গেল সৌদি রিয়ালের দাম, দেখে নিন আজকের দাম
- চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল