| ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের সেরা কোচ হাতুড়ি নাকি ডমিঙ্গো

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৯ ১৪:৪৭:৫৯
পরিসংখ্যানের বিচারে বাংলাদেশের সেরা কোচ হাতুড়ি নাকি ডমিঙ্গো

ডমিঙ্গোকে ছাটাই করা হলেও পরিসংখ্যানের হিসেবে দেশের ক্রিকেটে নিজের নাম সোনালী অক্ষরেই লিখে যাচ্ছেন এই কোচ।

পরিসংখ্যানের হিসেবে দেশের সর্বকালের সেরা কোচ মনে করা চণ্ডীকা হাতুড়ি সিংহের চাইতেও এগিয়ে রয়েছেন ডমিঙ্গো। টাইগারদের প্রিয় ফরমেট ওয়ানডে দিয়েই তুলনাটা শুরু করা যাক। ২৫টি ওয়ানডে জিততে যেখানে হাতুড়ি সিংহের লেগেছিল ৫১ ম্যাচ সেখানে ৩০ ম্যাচেই ২১ জয়ের মালিক বনে যান ডমিঙ্গো। টেস্টর হিসেবে অবশ্য বেশ পেছনে পড়ে আছেন ডমিঙ্গো। টেস্টে হাতুড়ি সিংহের অধীনে ছয় জয় এবং ১১ পরাজয়ের সাক্ষী হতে হয় বাংলাদেশের।

অপরদিকে ডমিঙ্গোর অধীনে ১৭টি পরাজয় এবং মাত্র তিনটি জয় পায় বাংলাদেশ। সাদা বলের হিসেবে টাইগারদের দুর্বলতম সংস্করণ টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতেও ডমিঙ্গোর চেয়ে পিছিয়ে হাতুরু। ডমিঙ্গোর অধীনে খেলা ৪৬ ম্যাচের ১৯ টিতেই জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৭টি ম্যাচ। অপরদিকে শ্রীলঙ্কান মাস্টারমাইন্ডের অধীনে খেলা ২৯ ম্যাচের ১০টিতে জয় বাংলাদেশের। হার স্বীকার করতে হয়েছে ১৭ টিতে। অর্থাৎ পরিসংখ্যানের হিসাব করা হলে নির্দ্বিধায় এগিয়ে রয়েছে ডমিঙ্গো।

দক্ষিণ আফ্রিকান এই কোচের বিপক্ষে অনেকেই হয়তো এখন বেশ কিছু খোঁড়া যুক্তি দাঁড় করাবে। তবে ক্রিকেটে একটি প্রবাদ রয়েছে, পরিসংখ্যান কখনোই মিথ্যা কথা বলে না, এবং ডমিঙ্গোর পক্ষে খোদ পরিসংখ্যানই কথা বলছে। ক্রিকেটারদের উপর যথেষ্ট কর্তৃত্ব দেখাতে পারেন না কিংবা দলকে কড়া শাসনে রাখেন না এরকম বেশ কিছু অভিযোগ বিসিবির পক্ষ থেকে উঠানো হয়েছে দক্ষিণ আফ্রিকান এই কোচের বিপক্ষে।

তবে ব্যাপারটি এভাবেও চিন্তা করা যায় হয়তো কড়া শাসনে রাখা কিংবা কর্তৃত্ব বজায় রেখে কাজ করাতে বিশ্বাসী নয় ডমিঙ্গোর। হয়তো তার ব্যক্তিত্বটাই কিছুটা অন্যরকম, ক্রিকেটারদের ভয়ভীতির মধ্যে রাখতে হবে বিসিবির এমন ধারনাটাই হয়তো ভুল। বর্তমান সময়ের ক্রিকেটে কোচ প্রায় বন্ধুর মতো, তবে এই আধুনিক যুগেও নব্বই দশকের ফর্মুলায় বিশ্বাসী বিসিবি। তাদের মতে কড়া হেডমাস্টারের ভূমিকায় থাকতে হবে প্রধান কোচদের।

বিসিবির সাথে ডমিঙ্গোর মন মানসিকতা মিলে না এই একটি কারণে তাকে ব্যর্থ বলাটা ঠিক কতটা শ্রেয়? হয়তো তার মতো করে তাকে কাজ করার সুযোগটি দেওয়া হয়নি। প্রতিনিয়তই হয়তো ক্রিকেটারদের চাপে রাখার নির্দেশ দেওয়া হতো দক্ষিণ আফ্রিকান এই কোচকে। শেষ পর্যন্ত না হতে পারলেন বিসিবির চাহিদার সেই কড়া হেডমাস্টার না হতে পারলেন ক্রিকেটারদের পরম বন্ধু। দিনশেষে ডমিঙ্গো বাংলাদেশে কেন সফল হতে পারেননি তা সাধারণ জনগণের কাছে অজানাই থাকবে। তবে ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষে তাকে সফল বলা না গেলেও ব্যর্থ বলাও যাবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমস্যার যেন শেষ নেই। চলমান একাদশ আসরেও একই ...

চেক বাউন্স: দূর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনিশ্চয়তা ও ক্ষোভের আগুন!

চেক বাউন্স: দূর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনিশ্চয়তা ও ক্ষোভের আগুন!

বিপিএলের সিলেট পর্ব শেষে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। তবে মাঠের লড়াই ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...