| ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

লিটনকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন অশ্বিন

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৯ ১১:৫০:০৪
লিটনকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন অশ্বিন

লিটন সম্প্রতি ডাক পেয়েছেন আইপিএলেও। ২০২১ সালেও তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন লিটন। তবে এ বছরের মতো ধারাবাহিক ছিলেন না। লিটনের এই সফলতায় তাঁকে যাঁরা কাছ থেকে দেখেছেন, সম্ভবত কেউ–ই অবাক হননি। তাঁর ওপর ভরসা ছিল বলেই ক্যারিয়ারের প্রথম চার বছরে সেভাবে ভালো করতে না পারার পরও জাতীয় দলের বাইরে ছিটকে পড়েননি।

মজার ব্যাপার, লিটনের প্রতি ভরসা কিন্তু এ দেশের বাইরের অনেকেরও ছিল। যেমন ধরুন, ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। লিটনের প্রতিভা অশ্বিন আগেই আঁচ করতে পেরেছিলেন। ২০১৫-১৬ মৌসুমে লিটনের শুরুর দিনগুলো দেখেই তাঁর মধ্যে বিরাট কোহলি, জো রুটদের মতো ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনাই দেখেছিলেন অশ্বিন। কথাটা লিটনকেই বলেছেন তিনি।

ভারত–বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট হয়েছে মিরপুরে। তখন একই হোটেলে ছিলেন ভারত ও বাংলাদেশ দলের ক্রিকেটাররা। টেস্টের তৃতীয় দিন শেষে হোটেলের সুইমিংপুলে লিটনের সঙ্গে সময় কাটান অশ্বিন। সেখানেই লিটনকে এই কথা বলেছেন। এই কথোপকথন নিজের ইউটিউব চ্যানেলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অশ্বিন।

ভারতের সর্বকালের অন্যতম সেরা এই স্পিনার লিটনকে বলেছেন, ‘তোমাকে ২০১৫-১৬ সালের দিকে টেস্ট খেলতে দেখেছিলাম। তোমার ব্যাটিং স্টাইল দেখেই আমার মনে হয়েছিল তুমি বাংলাদেশ ক্রিকেটের গতিপথ বদলে দেবে। কিন্তু এরপর তোমার পারফরম্যান্সে আমি কিছুটা হতাশ হয়েছি। ভেবেছিলাম তুমি বিরাট কোহলি, কেইন উইলিমাসন, জো রুটদের পর্যায়ে যেতে পারবে।’

লিটনের জবাবে হতাশা ও আক্ষেপের সঙ্গে আত্মবিশ্বাসও মেশানো ছিল, ‘আপনার সঙ্গে আমি একমত, অ্যাশ ভাই। কিন্তু আমাদের এখানে ক্রিকেট সংস্কৃতি অন্য রকম। শুধু এখানে খেলি বলে আমরা ততটা আলোচনায় আসতে পারি না। অন্য কোনো পিচে খেলতে গেলেই নতুন করে মানিয়ে নিতে সময় লাগে।’

এই ব্যাখ্যার পাশাপাশি আত্মবিশ্বাসও ফুটল লিটনের কথায়, ‘দুর্দান্ত কিছু করার পথ আমি অনেকটা বুঝে গিয়েছি। রান করার নিজস্ব একটা ফর্মুলা পেয়ে গেছি।’ লিটনে মুগ্ধ অশ্বিন শুভকামনাও জানালেন, ‘লিটন তুমি ভালো করলে সবচেয়ে বেশি খুশি হব আমি।’

টেস্টে ২-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ২-১ এ সিরিজ জেতে বাংলাদেশ। অশ্বিন কথা বলেছেন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের এই সাফল্য নিয়ে, ‘ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ খুবই সফল। ঘরের মাঠে শেষ ১০ সিরিজের ৯টিতেই জিতেছে তারা। এটা মোটেই ছোট অর্জন নয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমস্যার যেন শেষ নেই। চলমান একাদশ আসরেও একই ...

চেক বাউন্স: দূর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনিশ্চয়তা ও ক্ষোভের আগুন!

চেক বাউন্স: দূর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনিশ্চয়তা ও ক্ষোভের আগুন!

বিপিএলের সিলেট পর্ব শেষে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। তবে মাঠের লড়াই ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...