| ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বড় স্কোরের আশা জাগিয়ে ফিরলেন লিটন

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৪ ১৫:১৭:৩৭
বড় স্কোরের আশা জাগিয়ে ফিরলেন লিটন

মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৭৩ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেছেন লিটন। তাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ২১৯ রান। বাংলাদেশ দলের লিড এই মুহূর্তে ১৩২ রান।

দ্বিতীয় সেশনে ১২৪ রান তুললো বাংলাদেশ

প্রথম সেশনে ৪ উইকেট হারালেও সেভাবে রান তুলতে পারেনি বাংলাদেশ। তবে লাঞ্চের পর তিন উইকেট হারালেও ২৭ ওভারে ১২৪ রান তুলেছে স্বাগতিকরা। চা বিরতিতে যাওয়ার আগে ১০৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

জীবন পেয়ে লিটনের হাফ সেঞ্চুরি

হাফ সেঞ্চুরি থেকে তখনও ২ রান দূরে লিটন। এমন সময়ে অক্ষরের বলে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হতে পারতেন ডানহাতি এই ব্যাটার। অক্ষরের বল প্যাডে লাগতেই আউট দেন আম্পায়ার। তবে ততক্ষণাৎ রিভিউ নেন লিটন। রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্প মিস করতো। তাতেই রক্ষা পান। পরের ওভারে অশ্বিনের বলে স্লিপে ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। সেখান থেকে এক রান আসতেই ৭৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ হয় লিটনের।

আগ্রাসী ইনিংসের পর সোহানের বিদায়

দলীয় ১১৩ রানে মেহেদী হাসান মিরাজের বিদায় পর উইকেটে আসেন নুরুল হাসান সোহান। এদিন শুরু থেকেই আগ্রাসী মানসিকতায় খেলতে শুরু করেন এই উইকেটরক্ষক ব্যাটার। লিটন দাসকে দারুণভাবে সঙ্গ দিচ্ছিলেন তিনি।

কিন্তু অক্ষর প্যাটেলের বলে স্টাম্পিং হয়ে বিদায় নিতে হয় তাকে। দ্রুতসময়ের মধ্যে লিটনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন তিনি। ফেরার আগে করেন ২৯ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩১ রান।

শূন্যতেই শেষ মিরাজ

জাকিরের বিদায়ের পর লিটনের সঙ্গে জুটি গড়তে পারেননি মেহেদি হাসান মিরাজ। অক্ষরের বলে অ্যাক্রোস দ্য লাইনে গিয়ে সুইপ করে লেগ বিফোর উইকেট হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ৫ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

হাফ সেঞ্চুরির পর টিকতে পারলেন না জাকির

প্রথম টেস্টে হাফ সেঞ্চুরিকে তিন অঙ্কে রূপ দিলেও ঢাকায় ব্যর্থ হলেন জাকির। উমেশের অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের ডেলিভারিতে কাট করেছিলেন বাঁহাতি এই ওপেনার। জাকিরের উড়িয়ে মারা সরাসরি চলে যায় ডিপ থার্ডম্যানে থাকা সিরাজের হাতে। তাতে ৫১ রানে ফিরে যেতে হয় তাকে।

জাকিরের হাফ সেঞ্চুরি, বাংলাদেশের লিড

প্রথম সেশনে সাকিব-মুশফিকদের ব্যর্থতার পরও ধৈর্য্যে ধরে টিকে ছিলেন জাকির। লাঞ্চের পর অবশ্য শুরুর দিকে খানিকটা অস্বস্তিতে ছিলেন বাঁহাতি এই ওপেনার। তবে দলের বিপদে হাফ সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি তিনি। উমেশ যাদবের স্ট্রেইট ড্রাইভ করে তিন রান নিয়ে ১২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন জাকির। এদিকে ভারতের বিপক্ষে লিড পেয়েছে বাংলাদেশ।

জাকিরকে আড়াল করে ভারতের দাপুটে সেশন

দিনের প্রথম সেশনটায় দারুণভাবে লাইন লেংথ বজায় রেখে বল করলেন সিরাজ। ডানহাতি এই পেসারের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে চাপে রাখলেন অশ্বিনও। উইকেটে টিকে থাকাটা যেন মূখ্য সেখানে দ্রুতই ফিরেছেন শান্ত, মুমিনুল আর সাকিব। শেষ মুহূর্তে উইকেট দিয়ে এসেছেন মুশফিকও। তবে ধৈর্য্যের পরীক্ষায় টিকে গেছেন জাকির। ভারতের দাপটে প্রথম সেশনে ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে বাংলাদেশ। এখনও ভারতের প্রথম ইনিংসের চেয়ে ১৬ রানে পিছিয়ে স্বাগতিকরা।

আরও একবার ব্যর্থ মুশফিক, বিপদ বাড়ছে বাংলাদেশের

প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন মুশফিকুর রহিম। ব্যর্থতা বজায় থাকলো ঢাকা টেস্টেও। প্রথম সেশন শেষ হওয়ার ঠিক আগ মুহুর্তে আউট হয়ে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। অক্ষর প্যাটেলের লেংথ ডেলিভারিতে ব্যাক ফুটে গিয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন মুশফিক। তবে বল ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। রিভিউ নিলেও শেষ পর্যন্ত কাজে আসেনি। ৯ রানে ফিরেন মুশফিক আর রিভিউ হারায় বাংলাদেশ।

উইকেট বিলিয়ে দিলেন সাকিব, বিপদে বাংলাদেশ

মুমিনুল আউট হওয়ার পর জাকিরকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন সাকিব আল হাসান। শুরুতে খানিকটা আক্রমণাত্বক মনোভাব দেখলালেও সময়ের সঙ্গে সঙ্গে দেখেশুনে খেলার চেষ্টা করেছেন বাঁহাতি এই ব্যাটার। জয়দেব উনাদকাটের খানিকটা লাফিয়ে উঠা বলে ক্যাচ উঠেছিল পয়েন্ট ও গালির মাঝে। তবে সেখানে ফিল্ডার না থাকায় বেঁচে যান সাকিব। তবে এক বল পরই আউট হতে হয়েছে বাংলাদেশের অধিনায়ককে।

উনাদকাটের লেংথ ডেলিভারিতে শুভমান গিলকে রীতিমতো ক্যাচ অনুশীলন করিয়েছেন তিনি। এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা গিলের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ১৩ রান করা সাকিব।

চার মেরেই আউট মুমিনুল

শান্ত আউট হওয়ার পর জাকিরের সঙ্গে জুটি গড়ার বিকল্প ছিল না মুমিনুল হকের। তবে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি করতে পারলেন না বাঁহাতি এই ব্যাটার। মোহাম্মদ সিরাজের বলে চার মেরেই শেষ তিনি। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে পান্তের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫ রান করা মুমিনুল।

সকালটা কাটাতে পারলেন না শান্ত

আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ভারতকে টেক্কা দিতে দিনের প্রথম সেশনটা টিকে থাকার বিকল্প ছিল না দুই ওপেনারের। তবে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের জুটি গড়েই উঠতে দিলেন না রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি এই স্পিনারের লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরেছেন শান্ত। রিভিউ নিলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি বাঁহাতি এই ওপেনার। প্রথম ইনিংসে ২৪ রান করা শান্ত এদিন আউট হয়েছেন মাত্র ৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন):

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২২৭/১০ (৭৩.৫ ওভার) (শান্ত ২৪, জাকির ১৫, মুমিনুল ৮৪, সাকিব ১৬, মুশফিক ২৬, লিটন ২৫, মিরাজ ১৫)

ভারত (প্রথম ইনিংস)-৩১৪/১০ (৮৬.৩ ওভার) (পান্ত ৯৩, আইয়ার ৮৭; তাইজুল ৪/৭৪, সাকিব ৪/৭৯)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ২১৯/৮ (৬৬.৩ ওভার) (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, সোহান ৩১, তাসকিন ২৪*)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমস্যার যেন শেষ নেই। চলমান একাদশ আসরেও একই ...

চেক বাউন্স: দূর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনিশ্চয়তা ও ক্ষোভের আগুন!

চেক বাউন্স: দূর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনিশ্চয়তা ও ক্ষোভের আগুন!

বিপিএলের সিলেট পর্ব শেষে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। তবে মাঠের লড়াই ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...