| ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আইপিএলের নিলাম শেষে দেখে নিন ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৪ ১১:০২:০৪
আইপিএলের নিলাম শেষে দেখে নিন ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

এদিকে আইপিএল নিলামে বাজিমাত করেছেন স্যাম কারান। ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। ফলে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন কারান। স্বদেশি বেন স্টোকসকে দলে নিতে চেন্নাই সুপার কিংসের খরচ ১৬ কোটি ২৫ লাখ রুপি। তবে নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছেন ক্যামেরন গ্রিন।

অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের খরচ ১৭ কোটি। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে দলে নিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস খরচ করেছে ১৬ কোটি রুপি। ইংল্যান্ডের হ্যারি ব্রুক প্রথমবারই চড়া দামে বিক্রি হয়েছেন। ১৩ কোটি ২৫ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন এই ইংলিশ ব্যাটার।

আইপিএলের ১০ দলের স্কোয়াড-

সানরাইজার্স হায়দরাবাদ-

আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জেনসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক তিয়াগি, ভুবনেশ্বর কুমার, থাঙ্গারাসু নাটারাজন, উমরান মালিক।

নিলাম থেকে- হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগারওয়াল, হেনরিখ ক্লাসেন, আদিল রশিদ, মায়াঙ্ক মারকান্দে, ভিভরান্ত শর্মা, সামার্থ ভায়াস, সানভির সিং, উপেন্দ্র যাদব, মায়াঙ্ক দাগার, নীতিশ কুমার রেড্ডি, আনমলপ্রীত সিং, আকিল হোসাইন।

দিল্লি ক্যাপিটালস-

মুস্তাফিজুর রহমান, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল।

নিলাম থেকে- ফিল সল্ট, ইশান্ত শর্মা, মুকেশ কুমার, মানিষ পান্ডে, রাইলি রুশো

পাঞ্জাব কিংস-

শাহরুখ খান, জনি বেয়ারস্টো, শিখর ধাওয়ান, প্রাভসিমরান সিং, ভানুকা রাজাপাকশে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ভ টেইড, আর্শদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, হারপ্রীত ব্রার।

নিলাম থেকে- স্যাম কারান, সিকান্দার রাজা, হারপ্রিত ভাটিয়া, ভি কাভারেপ্পা, মহিত রাঠে, শিভাম সিং।

কলকাতা নাইট রাইডার্স-

শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং।

নিলাম থেকে- নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরালিয়া, মানদীপ সিং, লিটন দাস, সাকিব আল হাসান।

রাজস্থান রয়্যালস-

সাঞ্জু স্যামসন, ইয়াসভি জায়সাওয়াল, শিমরন হেটমায়ার, দেবদূত পাডিকাল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেড ম্যাকয়, নবদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, কেসি কারিয়াপ্পা।

নিলাম থেকে- অ্যাডাম জাম্পা, জেসন হোল্ডার, দনোভান ফেরেইরা, কুনাল রাঠোর, কেএম আসিফ, মুরুগান অশ্বিন, আকাশ ভাসিথ, আব্দুল পিএ, জো রুট।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, জস হ্যাজেলউড, ফিন অ্যালেন, ডেভিড উইলি, বিরাট কোহলি, সুহাশ প্রভুদেশাই, রজত পাতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ, হার্শাল প্যাটেল, কর্ন শর্মা, মাহিপাল লমরোর, মোহাম্মদ সিরাজ, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ।

নিলাম থেকে- রিস টপলি, হিমাংসু শর্মা, উইল জ্যাকস, মনোজ বান্দাজে, রাজন কুমার, অভিনাশ সিং।

গুজরাট টাইটান্স-

হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, শাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, মোহাম্মদ শামি, আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, প্রদীপ সংওয়ান, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, শাই কিশোর, নূর আহমেদ।

নিলাম থেকে- কেন উইলিয়ামসন, ওডেন স্মিথ, কেএস ভরত, শিভাম মাভি, উরভিল প্যাটেল, জশুয়া লিটল, মহিত শর্মা।

মুম্বাই ইন্ডিয়ান্স-

রোহিত শর্মা, টিম ডেভিড, রমন দ্বীপ সিং, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, কিস্টিয়ান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জফরা আর্চার, জসপ্রিত বুমরাহ, অর্জুন টেন্ডুলকার, আরশাদ খান, কুমার কার্তিকেয়া, ঋত্বিক শোকেন, জেসন বেহেনড্রফ, আকাশ মাদওয়াল।

নিলাম থেকে- ক্যামেরন গ্রিন, ঝাই রিচার্ডসন, পিউষ চাওলা, দুয়ান জেনসেন, বিষ্ণু বিনোদ, মেহাল ওয়াধেরা, রাঘব গোয়াল।

চেন্নাই সুপার কিংস-

মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, আম্বাতি রাইডু, শুভ্রানসু সেনাপতি, মঈন আলী, শিভব দুবে, রাজবর্ধন হাঙ্গারেকার, ডোয়াইট প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, সিমারজিত সিং, দীপক চাহার, প্রশান্ত সোলাঙ্কি, মাহিশ থিকশানা।

নিলাম থেকে- আজিঙ্কা রাহানে, বেন স্টোকস, শেখ রাশিদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন, ভগত ভার্মা।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-

লোকেশ রাহুল, আয়ুস বাদনি, কর্ন শর্মা, মানান বোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুদা, কাইল মেয়ার্স, ক্রুনাল পান্ডিয়া, আভেষ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই।

নিলাম থেকে- নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, ইয়াশ ঠাকুর, রোমারিও শেফার্ড, ড্যানিয়েল স্যামস, প্রেরাক মানকাড, নাভিন উল হক, স্বপ্নীল সিং, জুধির চারাক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমস্যার যেন শেষ নেই। চলমান একাদশ আসরেও একই ...

চেক বাউন্স: দূর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনিশ্চয়তা ও ক্ষোভের আগুন!

চেক বাউন্স: দূর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনিশ্চয়তা ও ক্ষোভের আগুন!

বিপিএলের সিলেট পর্ব শেষে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। তবে মাঠের লড়াই ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...