| ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিওনেল মেসির হৃদয়গ্রাহী চিঠি

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২১ ১২:১৫:৫৩
লিওনেল মেসির হৃদয়গ্রাহী চিঠি

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখলেন হৃদয়ে জমে থাকা সব কথা। সেখানে উঠে এসেছে দিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে বেঞ্চ বসে থাকা ফুটবলার এবং নিঃস্বার্থভাবে দলের পাশে থাকা সমর্থক—বাদ যায়নি কেউ।

বিশ্বকাপ জয়ের পর স্থানীয় সময় সোমবার রাত আড়াইটার দিকে দেশে ফেরে লিওনেল মেসি ও তার দল। কয়েক ঘণ্টা বিশ্রামের উদ্দেশে চলে যান আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রধান কার্যালয়ে। সেখানে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়েছেন। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন, যার পরতে পরতে ধরা পড়ে মেসির আবেগ।

বিশ্বকাপ জয় নিয়ে সাতবারের বর্ষসেরা ফুটবলার লিখেছেন, ‘গ্র্যান্ডোলি থেকে কাতার। প্রায় ৩০ বছর (৩৬ বছর)। বিশ্বকাপ জিততে তিন দশকের কাছাকাছি সময় লাগল। ফুটবল আমাকে অনেক আনন্দ দিয়েছে। কিছু দুঃখও দিয়েছে। আমি সব সময় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছি। কখনো চেষ্টা বন্ধ করিনি। বিশ্বাস ছিল, কখনো হাল ছাড়ব না।’

মেসি লিখেছেন, ‘আমরা বিশ্বকাপ পেয়েছি, কারণ বাকি সবার থেকে আমরা ভালো খেলেছি। আগের বিশ্বকাপগুলোয় আমরা এভাবে খেলতে পারিনি। যেমন ২০১৪ সালে ফাইনালে উঠেও জিততে পারিনি আমরা। এবার সবাই অনেক পরিশ্রম করেছিল। সবাই আন্তরিকভাবে জিততে চেয়েছিল। এই বিশ্বকাপটা ছেলেদের প্রাপ্য। এভাবেই প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম আমরা।’

লেখার এক পর্যায়ে উঠে আসে প্রয়াত দিয়েগো ম্যারাডোনা কথাও। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘এই বিশ্বকাপটা দিয়েগো ম্যারাডোনার জন্যও। তিনি আমাদের স্বর্গ থেকে উৎসাহিত করেছিলেন। এই বিশ্বকাপ তাদের সকলের জন্য, যারা ফলাফলের দিকে না তাকিয়ে সব সময় আমাদের উৎসাহিত করেছেন। তাদের জন্য, যারা বেঞ্চে বসে থেকেছে খেলার সুযোগ না পেয়ে। ২০১৪ সালে যারা কাছে পৌঁছেও জিততে পারেনি, এই বিশ্বকাপ তাদেরও। সকলের একটাই আকাঙ্ক্ষা ছিল। সবকিছু আমাদের ইচ্ছামতো হয় না। আমাদের দলটা সত্যিই সুন্দর। কোচিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ—ওদের হয়তো সকলে চেনেন না। ওরাও এই স্বপ্নটা সফল করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করেছেন।’

বিশ্বকাপজয়ী অধিনায়কের লেখায় উঠে আসে ব্যর্থতার প্রসঙ্গও। তিনি লিখেছেন, ‘অনেক সময় ব্যর্থতা যাত্রাপথের সঙ্গী হয়। সেগুলো আমাদের শেখায়। হয়তো সেগুলো হতাশা নিয়ে আসে। তবু ব্যর্থতা ছাড়া সাফল্য পাওয়া সম্ভব নয়। আমার হৃদয় থেকে সকলকে ধন্যবাদ জানাতে চাই। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

হেরেও যেভাবে বিশ্বকাপে যাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় হার। তবে সেই হারই শেষ কথা হয়ে দাঁড়ায়নি ...

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

পিএসএলের উদ্বোধনী দিনেই হোটেলে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর পর্দা উঠছে আজ, ১১ এপ্রিল, ইসলামাবাদ ইউনাইটেড বনাম ...

ফুটবল

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

রোনালদোর আবিষ্কারক পেরেরার মৃত্যু

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে লুইস ফিগো ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের আবির্ভাব শুধু মাঠেই নয়, এর ...

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

বাংলাদেশ দলে খেলে কত টাকা পেলেন হামজা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ...