| ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

রং হারিয়ে আবারও বর্ণহীন আবদ্ধ লিটন

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৮ ২০:০৩:২৪
রং হারিয়ে আবারও বর্ণহীন আবদ্ধ লিটন

এই লিটনের উপর ভর করেই বড় স্কোরের স্বপ্ন দেখে টিম বাংলাদেশ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অন্য এক লিটনকে দেখা যায়। বিগত সময়ের অফ ফর্মকে পেছনে ফেলে রানের পর রান করতে থাকেন এই ডান হাতি।

টেস্ট,ওয়ানডে,টি-টোয়েন্টি ৩ সংস্করণেই ধারাবাহিকভাবে রান করতে থাকেন এই ব্যাটসম্যান। তবে ২০২২ সালের শেষে এসে আবারো অধারাবাহিকতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন। মূলত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই লিটনের অফ ফর্মের সূচনা ঘটে। নেদারল্যান্ডের বিপক্ষে ৯ রান করে ২০২২ বিশ্বকাপ শুরু করেন লিটন। পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন লিটন।

পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ রানের বেশি করতে পারেননি এই ক্রিকেটার। বিশ্বকাপে নিজের চতুর্থ ম্যাচে এসে ভারতের বিপক্ষে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন লিটন। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে আবারও শান্ত লিটনের ব্যাট। রান করতে পারেন মাত্র ১০। বিশ্বকাপ অভিযান শেষ করে দেশের ঘরোয়া লীগ বিসিএলের ওয়ানডে সংস্করণে খেলতে নামেন লিটন। নিজের খেলা তিন ম্যাচে লিটনের ইনিংসগুলো ছিল যথাক্রমে ৪,৯,১।

ব্যর্থ বিসিএল শেষ করে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে নামেন লিটন। সিরিজের তিন ওয়ানডেতে লিটনের স্কোরছিল যথাক্রমে ৪১,৭,২৯। বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা খারাপ হয়তো বলা যাবে না। তবে লিটনের হিসেবে নিশ্চয়ই আশানুরূপ পারফরম্যান্স হয়নি। ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও চেনা লিটনের দেখা মেলেনি। ২ ইনিংসে লিটনের রান ২৪ এবং ১৯। প্রথম ইনিংসে সিরাজের সাথে বাক বিতর্কে জড়িয়ে মাথা ঠান্ডা রাখতে না পেরে নিজের উইকেট বিলিয়ে দেন লিটন। দ্বিতীয় ইনিংসে লিটনের ব্যাটিং ছিল আরো অগোছালো।

উইকেটে কোনোভাবেই স্বাচ্ছন্দ্যো ব্যাট করতে পারছিলেন না এই ব্যাটসম্যান। একটির পর একটি বলে বিট হচ্ছিলেন, শেষ পর্যন্ত চাপ সামলাতে না পেরে পেরে অহেতুক শর্ট খেলে বসেন । সাম্প্রতিক সময়ে লিটনের পারফরমেন্সকে খুব বেশি খারাপ হয়তো বলা যাবে না। মাঝে মাঝে পারফরমেন্সের কিছুটা ঝলক ঠিকই দেখিয়েছেন এই ব্যাটসম্যান। তবে এই পারফরম্যান্সে যে ঠিক লিটন সুলভ না তা নিশ্চিত। ভারতের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে মাথা ঠান্ডা রাখতে না পেরে নিজের উইকেট বিলিয়ে দেওয়া কিংবা দ্বিতীয় ইনিংসে ভারতীয় টাইপ বোলিংয়ের চাপ নিতে না পেরে অহেতুক শর্ট খেলা। এ লিটন আমাদের কাছে বড্ড অচেনা।

লিটনের চরিত্রের সাথে ব্যাপারগুলো একদমই মানানসই নয়। তাই প্রশ্নটি আরো বেশি করে আসছে, লিটন অফ ফর্মের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেলেন না তো? মূলত অফ ফর্মের সময়ে ক্রিকেটাররা নিজের শক্তির জায়গাতেও ভুল করে বসেন। মাথা ঠান্ডা রেখে ইনিংস বড় করা এবং ধারাবাহিকভাবে দলে কিছু না কিছু অবদান রাখাটাই তো লিটনের শক্তির জায়গা।

কয়েক ম্যাচ ধরে এই কাজগুলোই ঠিকঠাক মতো করতে পারছেন না এই ক্রিকেটার। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লিটনের উপর প্রত্যাশা থাকবে সবচেয়ে বেশি। নিজের খারাপ সময়ে কাটিয়ে ফিরে আসতে পারলে তা লিটনকে বাড়তি এক ধরনের আত্মবিশ্বাস দিবে। অধারাবাহিকতার বৃত্ত ভেঙে রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করুক লিটন এমনটি রইল প্রত্যাশা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

গতকাল সিলেটে রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে পরাজিত হয় ফরচুন বরিশাল। শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...