কাতার বিশ্বকাপে মেসির যত সব রেকর্ড

অনেকেই বিশ্বকাপ ট্রফি হাতে মাঠ ছাড়তে দেখছেন মেসিকে আবার অনেকেই ধারণা করছেন শেষ পর্যন্ত ট্র্যাজিক এন্ডিংয়ের শিকার হতে হবে সর্বকালের সেরা এই ফুটবলারকে। তবে আপাতদৃষ্টিতে তো মনে হচ্ছে স্কালনির শিষ্যদের হাতেই উঠতে যাচ্ছে এবারের বিশ্বকাপটি। মূলত বিশ্বকাপ জেতার মতো দলই ছিল না এবারের আর্জেন্টিনা দলটি।
সব মিলিয়ে ২০০ মিলিয়নও হবে না পুরো আর্জেন্টিনা স্কোয়াড এর বাজার মূল্য। যা ব্রাজিল,জার্মানি, ইংল্যান্ড,স্পেন অন্যান্য অনেক দলের তুলনায় বেশ কম। তবুও দিনশেষে এই দলটিই শিরোপার দৌড়ে শেষ দুইতে চলে এসেছে। অর্থাৎ প্রকৃতিই যেন মেসির শেষটা বিশ্বকাপ জয়ের মাধ্যমেই লিখে রেখেছেন। অবশ্য ফাইনালে নামার আগেই ইতিমধ্যে বেশকিছু রেকর্ড নিজের দখলে করে ফেলেছেন এই কিংবদন্তি।
কাতার বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে করা ম্যারাডোনার আট গোলের রেকর্ড ভাঙেন মেসি। পরবর্তীতে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের ১১ তম বিশ্বকাপ গোল করে, বিশ্ব আসরে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েন মেসি। মেসির আগে এই রেকর্ডের মালিক ছিলেন গ্যাব্রিয়াল বাতিস্তা। আর্জেন্টিনার হয়ে বিশ্ব আসরে দশ গোল করেছিলেন এই স্ট্রাইকার। বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলা জার্মানির লুথার ম্যাথিউসের রেকর্ডেও ইতিমধ্যে ভাগ বসিয়েছেন লিওনেল মেসি।
ফ্রান্সের বিপক্ষে খেলতে নামলেই রেকর্ডটির একক মালিক হয়ে যাবেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। অধিনায়ক হিসেবেও নতুন এক নজির গড়েছেন মেসি। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল ১৮ ম্যাচ। রেকর্ডটি দখলে ছিল মেক্সিকোর রাফা মার্কেজের। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেই মার্কেজের রেকর্ডটি ভেঙে দেন আর্জেন্টাইন কিংবদন্তি।
অধিনায়ক হিসেবে মেসির ম্যাচ সংখ্যা এখন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৯টি। বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও ভাঙার সুযোগ রয়েছে মেসির সামনে। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সময় মাঠে ছিলেন ইতালিয়ান কিংবদন্তি পাউলো মালদিনো। সব মিলিয়ে বিশ্বকাপে ২১১৭ মিনিট মাঠে কাটিয়েছিলেন মালদিনো। অপরদিকে ২১০৮ মিনিট সময় কাটিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে খেলতে নামলে নিশ্চিতভাবেই এই রেকর্ডটিও নিজের নামে করে নিবেন আর্জেন্টাইন সুপারস্টার। সব মিলিয়ে কাতার বিশ্বকাপ মেসির জন্য যেন একটু বেশিই স্পেশাল। একের পর এক রেকর্ড ভেঙেছেন এই আসরে, একাধিক রেকর্ড ভাঙ্গার সুযোগও রয়েছে সামনে। নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিও এবারের আসরেই খেলতে নামবেন এল এম টেন। নিশ্চয়ই বিশ্বকাপ জয় ফুটবল বিশ্বে মেসির গুরুত্বকে ছোট কিংবা বড় করতে পারেনা।
ইতিমধ্যেই আর্জেন্টাইন অধিনায়ক যা অর্জন করেছেন তাতেই তাকে কিংবদন্তিদের কাতারের শীর্ষেই রাখা যায়। তবে বিশ্বকাপ জয় যে মেসির ক্যারিয়ারের সেরা অর্জন হবে এতেও কোনো সন্দেহ নেই। এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতাটা মেসির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তিনি নিজেই বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছিলেন।
এই কিংবদন্তিকে ছোঁয়ার স্বপ্ন দেখে হাজারো সমর্থক, এই কিংবদন্তিকে শুধু একবার পাওয়ার আকাঙ্খায় রয়েছে হাজারো ভক্তকুল। তবে এই কিংবদন্তির স্বপ্ন আকাঙ্ক্ষা সবই এই সোনালী বিশ্বকাপ ট্রফিটি। একবার হলেও তো সেটা পেতেই পারেন ফুটবলের এই জাদুকর।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দল পেলেন মুস্তাফিজ
- ড. ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান
- সরকারি কর্মচারী কর্মকর্তাদের পথ চিরতরে বন্ধ হল
- এক আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী বাবা-ছেলের লড়াই
- বাংলাদেশের প্রতিবাদ দেখে ই/স/রা/ই/ল জুড়ে ব্যাপক তোলপাড় (ভিডিওসহ)
- ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
- ভারত থেকে নেতা-কর্মীর উদ্দেশে কঠিন প্রতিশোধের বার্তা দিলেন শেখ হাসিনা
- বাংলাদেশের ‘পাসপোর্ট’ ইস্যুতে কড়া জবাব দিল ইসরাইলি গণমাধ্যমে
- মারা গেছেন তোফায়েল আহমেদ সত্য মিথ্যা যা জানা গেল
- কেন বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা!
- কিভাবে বুঝবেন সন্তান পর্নোগ্ৰাফিতে আসক্ত
- ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া বৃদ্ধের আসল কারণ জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ৫ বছর পর স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, জানালেন বিশেষজ্ঞরা
- ড. ইউনূসকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন হিলারি ক্লিনটন
- মোবাইলেই জেনে নিন—বাপ-দাদার নামে কোথায় কত জমি আছে!