| ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

এক নজরে দেখে নিন মেসির পাওয়া না পাওয়া

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৭ ১০:২৭:১২
এক নজরে দেখে নিন মেসির পাওয়া না পাওয়া

সেই অভিযানে আগামী রোববার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

ফাইনালের আগে দেখে নেওয়া যাক মেসির পেশাদার ক্যারিয়ারে ব্যক্তিগত ও দলগত অর্জন এবং তার বিভিন্ন কীর্তিগাথা -

২০২২ বিশ্বকাপে মেসির পারফরম্যান্স:

৮ বছর আগে ব্রাজিল বিশ্বকাপে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন মেসি। সেবার শেষ সময়ে গোল করে তাদের হৃদয় ভেঙে শিরোপা উৎসব করে জার্মানি।

সেই হতাশা মুছতে, দেশকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি উপহার দিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মেসি। আসরে এখন পর্যন্ত পাঁচ গোল করেছেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি। গোল্ডেন বুটের তালিকায় ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি।

অ্যাসিস্টের তালিকায় হ্যারি কেইন (ইংল্যান্ড), অঁতোয়ান গ্রিজমান (ফ্রান্স) এবং ব্রুনো ফের্নান্দেসের (পর্তুগাল) সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি।

কাতার বিশ্বকাপে অন্য তারকাদের তুলনায় কেমন করেছেন মেসি?

সময়ের আরেক সেরা ফুটবলার ও মেসির লম্বা সময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো এবারের বিশ্বকাপ একটি গোল করেছেন। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার পর্তুগালের শেষের দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা হারান। কোয়ার্টার-ফাইনাল থেকে তার দলকে বিদায় করে দেয় মরক্কো (১-০)।

মেসির পিএসজি সতীর্থ নেইমারকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও তিনি ও তার দল ব্রাজিল তা মেটাতে পারেনি। আসরে দুই গোল করা এই ব্রাজিলিয়ান চোটের কারণে মিস করেন দুটি ম্যাচ। ক্রোয়েশিয়ার বিপেক্ষে টাইব্রেকারে হেরে শেষ আট থেকে বাদ পরে নেইমারের দল। ওই ম্যাচে একটি গোল করেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

মেসির আরেক ক্লাব সতীর্থ এমবাপে অবশ্য মেসির মতোই বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন। গোলদাতার তালিকার তারা দুজন শীর্ষে তো আছেনই, এছাড়া প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে দুজনই সমান পটু। এমবাপের চোখ এখন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ে। ফাইনালে মেসি-এমবাপে লড়াই ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে ।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার:

* আন্তর্জাতিক ম্যাচ: ১৭১

* আন্তর্জাতিক গোল: ৯৬

* বিশ্বকাপে অংশগ্রহণ: ৫ বার (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২)

* বিশ্বকাপে ম্যাচ: ২৫টি (জার্মানির লোথার মাথেউসে সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড)

* বিশ্বকাপে গোল: ১১টি (আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ)

বিশ্বকাপের ফাইনাল: ২ বার (২০১৪ ও ২০২২)

* ২০২২ বিশ্বকাপে গোল: ৫টি

* ২০২২ বিশ্বকাপে অ্যাসিস্ট: ৩টি (একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট করার কীর্তি)

* ২০২২ বিশ্বকাপে ম্যান অব দা ম্যাচ খেতাব: ৪ বার (সব মিলিয়ে ১০ বার, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ)

* বিশ্বকাপে এখন পর্যন্ত ২ হাজার ১৯৪ মিনিট খেলেছেন মেসি। তার চেয়ে বেশি খেলেছেন কেবল ইতালি সাবেক তারকা ডিফেন্ডার পাওলো মালদিনি (২ হাজার ২১৭ মিনিট)।

* অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির (১৮)।

* বিশ্বকাপে নিজের প্রথম ও সবশেষ গোলের মধ্যে ব্যবধান:১৬ বছর

* বিশ্বকাপের নকআউট পর্বে অ্যাসিস্ট: ৬টি

* দেশের হয়ে শিরোপা : কোপা আমেরিকা চ্যাম্পিয়ন (২০২১), কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্স (২০২২), সামার অলিম্পিক্স (২০০৮, স্বর্ণ পদক), ফিফা যুব বিশ্বকাপ (২০০৫) চ্যাম্পিয়ন

মেসির ব্যক্তিগত অর্জন:

* ব্যালন ডি’অর - রেকর্ড ৭ বার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২ (প্রথম চারবার ফিফা ব্যালন ডি’অর নামে), ২০১৫, ২০১৯, ২০২১ (শেষের তিনবার শুধু ব্যালন ডি’অর))

* বিশ্বকাপে গোল্ডেন বল (সেরা খেলোয়াড়): ১ বার (২০১৪)

* ফিফা বর্ষসেরা ফুটবলার: ১ বার (২০০৯)

* ফিফা ‘দা বেষ্ট’ মেন’স প্লেয়ার (বর্ষসেরা ফুটবলার): ১ (২০১৯)

* ইউরোপিয়ান গোল্ডেন শু (ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লিগে সর্বোচ্চ গোল): ৬ বার (২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯)

* ফিফা ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বল: ২ বার (২০০৯, ২০১১)

* লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দা ইয়ার: ১ বার (২০২০)

* আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার: ১৪ বার (২০০৫, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০, ২০২১)

মেসির ক্লাব ক্যারিয়ার :

* ১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দেন মেসি। ২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার আগে পেশাদার ক্যারিয়ারের পুরোটাই কাতালান ক্লাবটিতে খেলেন তিনি। দলটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (৭৭৮) ও গোলের রেকর্ড (৬৭২) দুটিই তার।

* বার্সেলোনার হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন মেসি। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি উয়েফা সুপার কাপ, সাতটি কোপা দেল রে ও তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা।

* ২০২১ সালে দুই বছরের চুক্তিতে লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি।

* পিএসজির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলেছেন মেসি। ২৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯টি গোল। ২০২১-২২ মৌসুমে লিগ ওয়ান জেতার পর গত জুলাইয়ে ফ্রেঞ্চ সুপার কাপ জেতেন ৩৫ বছর বয়সী মেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

গতকাল সিলেটে রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে পরাজিত হয় ফরচুন বরিশাল। শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...