| ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ফুটবল ইতিহাসে আগমন ঘটতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়নের

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৩ ২১:০১:৩১
ফুটবল ইতিহাসে আগমন ঘটতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়নের

তারপরের দিনই জার্মানদের একই ব্যবধানে হারায় জাপানিজরা। বেলজিয়ামের বিপক্ষে মরক্কোর ২-০ ব্যবধানে জয়, স্প্যানিশদের বিপক্ষে জাপানের ২-১ ব্যবধানে জয়। পরবর্তীতে জার্মানি বেলজিয়ামের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়া। কি না ছিল এই বিশ্বকাপে! কোনো হলিউড থ্রিলার মুভির থেকে কোনো অংশেই কম ছিল না এবারের বিশ্বকাপটি। প্রতিটি পর্বেই নতুন এক চমক থাকতো ভক্ত সমর্থকদের জন্য।

৩২ দলের বিশ্বকাপ ছোট হয় এখন চার দলের লড়াইয়ে পরিণত হয়েছে। আর্জেন্টিনা,ফ্রান্স, মরক্কো, ক্রোয়েশিয়া এই চার দল লড়াই করবে বিশ্বকাপ ট্রফির জন্য। এর মাঝে অনেক কিছুই ঘটে গিয়েছে, মরক্কোর বিপক্ষে নকআউট পর্বে স্প্যানিশদের হার, আবারো মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের হার!। ব্রাজিলের বিপক্ষে ক্রোয়েশিয়ানদের মহাকাব্যিক জয়।

এতসব অপ্রত্যাশিত চমক দেখা গিয়েছে এই বিশ্বকাপে। বিশ্বকাপে এত সব অপ্রত্যাশিত ঘটনা দেখে অনেক বিশ্লেষকই ধারণা করেছিল নতুন চ্যাম্পিয়ন দেখা যেতে পারে এবারের আসরে। রীতিমতো সত্যিই যেন হতে যাচ্ছে বিশ্লেষকদের এই ধারণাটি। ৪ সেমি ফাইনালিস্টের মধ্যে দুই দলেরই কখনো ছোঁয়া হয়নি সোনালী বিশ্বকাপ ট্রফিটি। ক্রোয়েশিয়ানরা সবসময়েই বিশ্বকাপে ধারাবাহিক একটি দল। নিয়মিত গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ সিক্সটিন খেলে থাকে এই দলটি। কোয়ার্টার ফাইনালেও মাঝে মাঝে উত্তীর্ণ হয় ক্রোয়েশিয়া। তবে ভক্তদের কল্পনা কেও ছাড়িয়ে বিগত বিশ্বকাপে ফাইনালে উঠে যায় ক্রোয়েশিয়া।

যদিও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৪-২ ব্যবধানে হার শিকার করতে হয় ক্রোয়েশিয়ার। তবে বিশ্বকাপের অন্যতম ধারাবাহীক এই দলটির সামনে সুযোগ রয়েছে এবার ট্রফিটা ছুঁয়ে দেখার। বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিলকে হারিয়েই সেমি ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ফলে যে কোনো দলকেই যে হারানোর সমর্থ্য রাখে লুকা মডরিকের দল তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। এবারের বিশ্বকাপের অন্যতম আশ্চর্য মরক্কো। মধ্যপ্রাচ্যের এই দলটি এবারের আসরে যেন নিজেদের কল্পনা কেও বহু গুণে ছাড়িয়ে গিয়েছে।

নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল মরক্কো। দ্বিতীয় ম্যাচেই বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়ে সারা বিশ্বকে চমকে দেন মরক্কানরা। কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করে মরক্কো। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সফলতা ইতি মধ্যেই পেয়ে গিয়েছিলেন মরক্কানরা। তবে তারা অল্পতেই সন্তুষ্ট থাকার পাত্র ছিলেন না।

নক আউট পর্বে স্পেনকে পেনাল্টি শুট আউটে ৩-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েন মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগিজদের বিপক্ষে মরক্কোর এক শূন্য ব্যবধানে জয়ের পর এখন সারা বিশ্বই সমীহ করছে মধ্যপ্রাচ্যের এই দলটিকে। ফুটবলের চিরায়ত সব নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে এই দলটি। ফুটবল একটি কথা প্রচলিত অধিকাংশ সময়ে বল যে দলটির দখলে থাকে সেই দলটির জেতার সম্ভাবনাটুকুই বেশি।

তবে নকআউট পর্বে এখন পর্যন্ত একটি ম্যাচেও বল মরক্কোর দখলে ৩৫ শতাংশের বেশি থাকেনি। পুরো বিশ্বকাপ জুড়েই প্রায় সব ম্যাচেই গড়ে মাত্র ২৫-৩০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখতে পেরেছেন মরক্কান ফুটবলাররা। তারপরও দিনশেষে বিজয়ী হাসি তারাই হেসেছেন। মরক্কোর সেমিফাইনালে উঠে আসার মতোই তাদের খেলারি ধরণটিও বেশ চমকপ্রদ। মূলত মরক্কোর রুক্ষ ফুটবলের বিপক্ষেই টিকতে পারছে না অধিকাংশ দলগুলো।

স্বভাবতই কিছুটা রুক্ষ ফুটবল খেলে থাকে মধ্যপ্রাচ্যের দলগুলো। মরক্কোও এর ব্যতিক্রমী নয়, বরং কিছু অংশে অন্যান্য মধ্যপ্রাচ্যের দলগুলোর তুলনায় বেশি রুক্ষ ফুটবল খেলে থাকে এই দলটি। নিজেদের শক্তির জায়গার প্রতি আস্থা রাখাটাই মরক্কোর সাফল্যের অন্যতম কারণ। বিশ্বের সব বাঘা বাঘা দলকে পেছনে ফেলে শীর্ষ চারে উঠে এসেছে ক্রোয়েশিয়া এবং মরক্কো। আশা এটাই নিজেদের পরবর্তী ম্যাচে সেরা ফুটবলটি উপহার দিক এই দুই দল। সম্ভব হলে এদের কেউই হোক এবারের আসরের চ্যাম্পিয়ন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

ম্যাচ হারের পর যে কারণে হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম

গতকাল সিলেটে রংপুর রাইডার্সের কাছে অবিশ্বাস্যভাবে পরাজিত হয় ফরচুন বরিশাল। শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...