| ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০ মাঘ ১৪৩১

এ এক নতুন ইতিহাস ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২১ ১৬:৫২:০৮
এ এক নতুন ইতিহাস ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান

সোমবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তামিলনাড়ু ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করে। লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত বিশ্বের কোনো দল এত রান করতে পারেনি। এই তামিলনাড়ু দৌড়ের পিছনে দুইজন কারিগর রয়েছেন - সাই সুদর্শন এবং নারায়ণ জগদীসান। নারায়ণ-সুদর্শন আজ অরুণাচলের বোলারদের ক্লাব পর্যায়ে নামিয়ে এনেছেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান নারিন ১৪১ বলে ২৭৭ রান করেন।

মারেন ২৫টি চার ও ১৫টি ছক্কা। ১৯৬.৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। অন্যদিকে, সুদর্শন ১০২ বলে ১৫৪ রান করেন। সুদর্শন মারেন ১৯টি চার ও ২টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল 150.98। তামিলনাড়ুর রান তাড়া করতে নেমে অরুণাচল ৭১ রানে গুটিয়ে যায়। তিনি মাত্র ২৮.৪ ওভার ব্যাট করতে পারেন। তামিলনাড়ু ৪৩৫ রানে জিতেছে। এম সিদ্ধার্থ নিয়েছেন ৫ উইকেট।

দেখে নেওয়া যাক এদিন কী কী রেকর্ড হল চিন্নাস্বামীতে:

১) জগদীসন-সুদর্শনের যুগলবন্দিতে এদিন স্কোরবোর্ডে উঠল ৪১৬ রান। লিস্ট এ ক্রিকেটে যা সর্বাধিক রানের পার্টনারশিপ। দক্ষিণ আফ্রিকার মর্ন ভ্যান উইক ও ক্যামেরন ডেলপোর্ট অপরাজিত ৩৬৭ রানের জুটি বেঁধেছিলেন ২০১৪ সালে। ডলফিন্সদের হয়ে নাইটসদের বিরুদ্ধে ব্লোমফন্তেনে এই নজির গড়েন তাঁরা।

২)জগদীসন এদিন রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে লিস্ট এ ক্রিকেটে এতদিন সর্বাধিক রান ছিল রোহিতের। ২০১৪ সালে রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে।

৩) জগদীসন লিস্ট এ ক্রিকেটে এখন সর্বাধিক রানশিকারি। অ্যালিস্টার ব্রাউন ২০০২ সালে সারের হয়ে গ্ল্য়ামারগনের বিরুদ্ধে খেলার সময়ে ২৬৮ রান করেছিলেন। ভেন্যু ছিল কেনিংটন ওভাল।

৪) জগদীসন প্রথম ব্যাটার হিসাবে বিজয় হাজারের এক মরসুমে ৫টি শতরান করলেন। এর আগে দেবদত্ত পাডিক্কল, পৃথ্বী শ ও বিরাট কোহলির এক মরসুমে ৪টি সেঞ্চুরি আছে।

৫) জগদীসন প্রথম ব্যাটার হিসাবে টানা লিস্ট এ ক্রিকেটে ৫টি শতরান করলেন। অ্যালভিরো পিটারসেন, কুমার সঙ্গাকারা ও পাডিক্কলের রেকর্ড ভাঙলেন।

৬) জগদীসন বিজয় হাজারের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানশিকারি। পৃথ্বী শ ২০২১ সালে মুম্বইয়ের হয়ে পুদুচেরির বিরুদ্ধে জয়পুরে অপরাজিত ২২৭ করেছিলেন।৭) জগদীসন এদিন ৪০টি চার মেরেছেন। লিস্ট এ ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ। রোহিত ও অ্যালেস্টার ব্রাউনের ৪২টি চার আছে।

৮) জগদীসন এই মুহূর্তে বিজয় হাজারাতে এক মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রানশিকারি। ডান হাতি মারকুটে ব্যাটার ৬ ম্যাচে ৭৯৯ রান করেছে। গড় ১৫৯.৮০। জগদীসনের রয়েছে ৫টি সেঞ্চুরি। ২০২১ সালে পৃথ্বী ৮২৭ রান করেছিলেন।

৯) জগদীসন এদিন ১১৪ বলে দ্বিশতরান করেছেন। লিস্ট এ ক্রিকেটে যুগ্মভাবে দ্রুততম তিনি। ২০২১ সালে ট্র্যাভিস হেড ডাবল সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে।১০) জগদীসন এক ইনিংসে ১৫টি ছয় হাঁকিয়েছেন। ২০১৯ সালে যশস্বী জয়সওয়াল ১২টি ছয় মেরেছিলেন ঝাড়খণ্ডের বিরুদ্ধে। ১১) তামিলনাড়ু লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রান করল। ইংল্যান্ডের স্কোর টপকে গেল তারা। চলতি বছর জুনে নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিনে ইংরেজরা ৪৯৮ রান করেছিলেন।

১২) তামিলনাড়ু ভারতের মাটিতে সর্বাধিক রান করার নজির গড়ল। ২০২১ সালে মুম্বই ৪৫৭/৪ করেছিল পুদুচেরির বিরুদ্ধে জয়পুরে। ১৩) তামিলনাড়ু প্রথম দল হিসাবে লিস্ট এ ক্রিকেটে ৫০০ রান করল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

বিসিবিকে তিন দিনের আ*ল্টি*মে*টা*ম দি*লো ঢাকার ক্লাবগুলো

বিসিবিকে তিন দিনের আ*ল্টি*মে*টা*ম দি*লো ঢাকার ক্লাবগুলো

ঢাকার শীর্ষস্থানীয় ক্লাবগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...