| ঢাকা, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

অঘটনের এক বিশ্বকাপ দেখল ক্রিকেট বিশ্ব, আইসিসির কাছ থেকে বড় পুরস্কারই পেতে চলছে ছোট দলগুলো

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৭ ২০:২৫:২৫
অঘটনের এক বিশ্বকাপ দেখল ক্রিকেট বিশ্ব, আইসিসির কাছ থেকে বড় পুরস্কারই পেতে চলছে ছোট দলগুলো

এই বিশ্বকাপে আয়ারল্যান্ডের হাতে মাইটি ইংল্যান্ডকে পরাস্ত হতেও দেখা গিয়েছে। জিম্বাবুইনরাও শিকার করেছে পাকিস্তানের মতো বড় দলের। নেদারল্যান্ডস তো অসাধ্যকে সাধ্য করেছে। দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে আধিপত্যের সাথে হারিয়েছে ডাচরা। বড় বড় দলের অর্ধপতন থেকে শুরু করে ছোট দলদের নায়ক হয়ে উঠা এটাই যেন এই বিশ্বকাপের মূল প্রতিপাদ্য।

তবে সেমিফাইনালে ঠিকই প্রত্যাশিত দলগুলোর মধ্যেই চারজন উঠেছে। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে সবাইকে চমকে দেওয়ার সুযোগকে অবশ্য হাতছাড়া করেছে টাইগাররা। সব মিলিয়ে ছোট দলগুলোর বড় দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রিকেট খেলায় খুশি হতেই পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।

ফুটবলের মতো ক্রিকেটেও এখন রাঙ্কিং দিয়ে ম্যাচের ফলাফল বলা যায় না। রাঙ্কিং এর ১৩-১৪ নাম্বার দলও শীর্ষ পাচে থাকা দলকে অনায়াসে হারিয়ে দিচ্ছে। এখানেই তো বৃদ্ধি পাচ্ছে ক্রিকেটের সৌন্দর্যটা। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রিকেট খেলায় আইসিসির কাছ থেকে বেশ বড় সুসংবাদি পেতে যাচ্ছে সহযোগী দেশগুলো। ২০২৪ বিশ্বকাপের মূল পর্বে ১২ দল নয় সরাসরি ২০টি দল নিয়েই অনুষ্ঠিত হবে।

স্বাগতিক দুটি দল রাঙ্কিং এর শীর্ষ থাকা আটটি দল এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের গ্রুপে শীষ্য চার এ থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ৮টি দল বাছাই পর্ব খেলে উত্তীর্ণ হবে। অর্থাৎ এবারের বিশ্বকাপের মতো বাছাই পর্ব খেলে আসা দলগুলোর জন্য আরো একটি পর্ব অনুষ্ঠিত করা হয়েছিল তা ২০২৪ বিশ্বকাপে করা হবে না।

বাছাই পর্ব থেকে উত্তীর্ণ আটটি দলকে সরাসরি বড় দলগুলোর সাথে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। প্রতিটি গ্রুপে দল থাকবে পাঁচটি করে। সেই পাঁচটি দল থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উত্তীর্ণ হবে পরবর্তী পর্ব সুপারএটের জন্য। সুপার এইটে এক গ্রুপে চারটি দল করে দুটি গ্রুপ গঠন করা হবে। গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল।

অর্থাৎ ২০২৪ বিশ্বকাপে ২০টি দল সরাসরি একে অপরের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাবে। যা ছোট দলগুলোর জন্য বেশ বড় একটি সুযোগই বটে। ২০২৪ বিশ্বকাপে আরো কিছু অঘটনের আশা তাহলে করাই যায়। কারণ দিনশেষে এই অঘটনগুলাই যে ক্রিকেটের চিরায়ত সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে দেয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সব জলঘোলা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ডেল চূড়ান্ত!

সব জলঘোলা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ডেল চূড়ান্ত!

নতুন মোড়কে পুরনো খবর! ক্রিকেট দুনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রায় প্রতিদিনই ভেসে আসছে নতুন নতুন ...

মাঠে ফিরে আবারো তামিমের ভেলকি

মাঠে ফিরে আবারো তামিমের ভেলকি

একদিনের বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে এনসিএল টি-টোয়েন্টি। তৃতীয় রাউন্ডে চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হয় ঢাকা ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

মুখোমুখি লড়াইয়ে নামবেন পুরোনো ‘শ'ত্রু’ নেইমার-এমবাপে

মুখোমুখি লড়াইয়ে নামবেন পুরোনো ‘শ'ত্রু’ নেইমার-এমবাপে

২০১৭ সালে বার্সেলোনা ছাড়ার পর নেইমার জুনিয়র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন। একই ...