| ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

টিকিট ছাড়া কাতার গিয়ে বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখতে পারবে ফুটবলপ্রেমীরা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৫ ১২:৫৪:৩৮
টিকিট ছাড়া কাতার গিয়ে বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখতে পারবে ফুটবলপ্রেমীরা

তবে এক্ষেত্রে অবশ্য একটি শর্ত আছে। নির্দিষ্ট দিনের আগে বিশ্বকাপের দেশে প্রবেশ করতে পারবেন না তারা।

তাছাড়া যাদের কাছে বিশ্বকাপ ফুটবলের টিকিট রয়েছে, সেসব ভাগ্যবান ফুটবলপ্রেমীরা প্রতিযোগিতা শুরুর আগেই কাতারে যেতে পারবেন।

কিন্তু অপরদিকে যাদের কাছে টিকিট নেই, তারা প্রতিযোগিতা শুরু হওয়ার পরেও কাতারের ভিসা পাবেন না। তাই তাদের অপেক্ষা করতে হবে নির্দিষ্ট দিনের জন্য।

তাছাড়া আয়োজকদের ঘোষণা অনুযায়ী ২ ডিসেম্বর থেকে টিকিট না পাওয়া ফুটবলভক্তরা কাতারে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ্য, কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে।

এদিকে কাতার সরকারের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র জাবের হাম্মাউদ বলেছেন, ‘বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হলেই আমরা টিকিটহীন ফুটবলপ্রেমীদের কাতারে স্বাগত জানাতে প্রস্তুত। তবে ২ ডিসেম্বর থেকে তারা কাতারে আসতে পারবেন। আর বিশ্বকাপের এই উত্তাপ সকলেই উপভোগ করতে পারবেন।’

এবার বিশ্বকাপের টিকিট এবং ভিসা পেলেই প্রতিযোগিতার সময় কাতারে প্রবেশ করা যাবে না। এর জন্য থাকতে হবে হায়া কার্ড। আর এই কার্ড না থাকলে কাতারে এবং বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।

কাতার বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে হায়া কার্ডের জন্য আবেদন করা যাবে। তাছাড়া মোবাইল অ্যাপেও এই কার্ড পাবেন ফুটবলপ্রেমীরা।

এছাড়াও হাম্মাউদ বলেন, ‘আমরা প্রত্যেক ফুটবলপ্রেমীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। আর সফল বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আমরা আশাবাদী। হায়া কার্ড যাদের কাছে থাকবে, তারা ২৩ জানুয়ারি পর্যন্ত কাতারে থাকতে পারবেন।’

এদিকে বিশ্বকাপ খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের স্বাস্থ্য নিয়েও যত্নবান আয়োজক কমিটি।

আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র ইউসেফ আল মাসলামানি বলেছেন, ‘ফুটবলপ্রেমীদের জন্য আমরা বিনামূল্যের হেল্প লাইন খুলছি। তাছাড়া প্রয়োজন হলে যে কেউ ১৬০০০ নম্বরে ফোন করে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।’

তাছাড়া বিশ্বকাপের কথা মাথায় রেখে আগেই কোভিড বিধি শিথিল করেছে কাতার সরকার।

জানা গেছে ১ নভেম্বর থেকে সে দেশে প্রবেশ করতে কোভিড পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হচ্ছে না। এর সাথে সাথে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হচ্ছে না মাস্কও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। স্কোয়াড নিয়ে ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...