| ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ০ মাঘ ১৪৩১

৩ ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার বরবাদ করছে BCCI

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৩ ১২:৪০:৫১
৩ ভারতীয় ক্রিকেটারের ক্যারিয়ার বরবাদ করছে BCCI

এদিকে বিশ্বকাপের ধকলের পর ক্লান্ত অনেক সিনিয়র খেলোয়াড়, তাই বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। নিউজিল্যান্ডে দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মা’কে। আর টি-২০ দলের নেতৃত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া। জানা গেছে একদিনের দল’কে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সিনিয়র’দের পরিবর্তে অনেক জুনিয়র ক্রিকেটার জাতীয় দলের নীল জার্সি পরার সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন শাহবাজ আহমেদ, যশ ধূল, কুলদীপ সেনের মত প্রতিভারা।

তবে সুযোগ পাওয়ার থেকে যারা সুযোগ পান নি তাঁরাই উঠে আসছেন গনমাধ্যমের আলোচনায়। ঘরোয়া ক্রিকেট বা আইপিএল দুর্দান্ত খেলা বেশ কয়েকজন ক্রিকেটার’কে চারটি স্কোয়াডের কোনোটির জন্যই ভাবা হয় বোর্ডের তরফ থেকে। এদিকে শোনা যাচ্ছে এদের মধ্যে বেশ কয়েকজন’কে সুযোগ না দিয়ে তাঁদের কেরিয়ারের সাথে অবিচার করছে বিসিসিআই।

নীচে দেওয়া হলো এমন ৩ ক্রিকেটারের তালিকা যাঁদের সুযোগ না দিয়ে কেরিয়ার বরবাদ করছে বোর্ড-

পৃথ্বী'শ

পৃথ্বী শ’কে ভারতীয় ক্রিকেটে সবাই চেনেন বিস্ময় প্রতিভা হিসেবে। নিজের স্কুল ক্রিকেট জীবন থেকেই ক্রিকেটলিখিয়েদের নজরে আছেন তিনি। তাঁর প্রশংসা করেছেন স্বয়ং শচীন তেন্ডুলকর। দেখা গেছে আইপিএল হোক অথবা ঘরোয়া ক্রিকেট ব্যাট হাতে নিয়মিত রানের তালিকায় আছে পৃথ্বী( Prithvi Shaw)। এমনকি আরো দেখা গেছে যে স্বল্প সুযোগ জাতীয় দলের জার্সিতে এর আগে তিনি পেয়েছেন,সেখানেও জাত চিনিয়েছেন।

তিনি নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করে সৌরভ গাঙ্গুলি, মহম্মদ আজহারউদ্দীনের মত মহাতারকাদের ছুঁয়েছেন। তাছাড়া ২০২২ আইপিএলে ১০ ম্যাচে ২৮৩ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিলো ১৫২.৯৭। পাওয়ার প্লে’তে তাঁর থেকে বেশী স্ট্রাইক রেটে কোনো ব্যাটার খেলেন নি শেষ আইপিএলে। তিনি আইপিএল কেরিয়ারে ৬৩ ম্যাচে ১৫৬৮ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪৭ এর বেশী।

এছাড়া রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি’র মত ঘরোয়া প্রতিযোগিতায় নিয়মিত সফল পৃথ্বী। ভারত-এ দলের হয়েও সম্প্রতি নিউজিল্যান্ড-এ দলের বিপক্ষে ৭৭ করেছেন তিনি। তবে এ তরুন ওপেনারের কাছে সাফল্য থাকলেও সিনিয়র জাতীয় দলের দরজা এখনও বন্ধ। কবে জাতীয় দলের ডাক আসবে সেইদিকেই তাকিয়ে ওপেনার পৃথ্বী।

সরফরাজ খান(Sarfaraz Khan)

ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি, ইরানী ট্রফির মত প্রতিযোগিতায় দুরন্ত খেলে চলেছেন সরফরাজ খান(Sarfaraz Khan)। রঞ্জি ট্রফি’তে মাত্র ৬ ম্যাচে সরফরাজের ব্যাট থেকে এসেছে ৯৮২ রান। তাতে তিনি করেছেন ৪ টি শতরান এবং ২ টি অর্ধশতরান। ২০২২ মরসুমে তাঁর গড় ১২২.৭৫। এদিকে তিনি রঞ্জি’তে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ও নির্বাচিত হয়েছিলেন। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান গত মরসুমে ২৭৫।

তাছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে সরফরাজের রান সংখ্যা ২৯২৮। করেছেন ১০ টি শতরান এবং ৮ টি অর্ধশতরান। শেষ ২১ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৬ টি শতরান, ২ টি দ্বিশতরান এবং ১ টি ত্রিশতরান।

ঘরোয়া ক্রিকেট কেরিয়ারে তাঁর গড় ৮১.৩৩ খুব চিত্তাকর্ষক। সবচেয়ে বেশী ব্যাটিং গড়ের তালিকায় সরফরাজ রয়েছেন ২ নম্বরে। ১ নম্বরে কে? স্বয়ং স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। বিশেষ করে রঞ্জি ট্রফি’র লাল বলের খেলায় সরফরাজের দুরন্ত পারফর্ম্যান্সের জন্য বাংলাদেশগামী টেস্ট দলে তাঁর জায়গা হবে মনে করা হলেও তা হয় নি।

যেখানে রঞ্জিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রজত পতিদার(৬৫৮) বাংলাদেশগামী একদিনের দলে সুযোগ পেয়ে গেলেন সেখানে ব্র্যাডম্যান সদৃশ পরিসংখ্যান নিয়েও কোনো দলের জন্য ভাবা হলো না কেনো সরফরাজ’কে? প্রশ্ন উঠছে যে যাতে প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা পর্যন্ত তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত’কে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন।

রবি বিষ্ণৈ(Ravi Bishnoi)

রবি ভারতীয় দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ায়। এমনিতে জাতীয় দলের হয়ে ১০ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট তাঁর পারফর্ম্যান্স যথেষ্ট ভালো।

সম্প্রতি এশিয়া কাপেও তিনি দুরন্ত বল করেছেন। কুড়ি ওভারের ক্রিকেটে তাঁর ইকোনমি যথেষ্ট ভালো, মাত্র ৭.০৯। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজের দলে তিনি বাদ পড়লেন কেনো তার উত্তর খুঁজছেন আপামর ক্রিকেটপ্রেমী। ২২ বছর বয়স তাঁর। তাঁর কেরিয়ারে এই গুরুত্বপুর্ণ সময়ে বাদ পড়ে হারিয়ে না যান রবি, এমন আশঙ্কা করছেন অনেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

বিসিবিকে তিন দিনের আ*ল্টি*মে*টা*ম দি*লো ঢাকার ক্লাবগুলো

বিসিবিকে তিন দিনের আ*ল্টি*মে*টা*ম দি*লো ঢাকার ক্লাবগুলো

ঢাকার শীর্ষস্থানীয় ক্লাবগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...