| ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

নেইমারের অন্যরকম ‘হার’

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০২ ১২:০৬:৩৯
নেইমারের অন্যরকম ‘হার’

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে। বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে সাপোর্ট করে সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে গেছেন তিনি। নির্বাচনে লুলা দা সিলভা আবারও লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

গত সেপ্টেম্বর মাস থেকেই প্রকাশ্যে বলসোনারোকে সমর্থন জানিয়ে আসছিলেন নেইমার। ব্রাজিল কিংবা পিএসজির হয়ে মাঠে নামলেও নির্বাচনের প্রচারণায় সামনের সারিতেই ছিলেন তিনি। ফ্রান্সে বসে টিকটক ভিডিও, টুইটার পোস্ট আর লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচারণা চালিয়েছিলেন বলসোনারোর পক্ষে।

কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নেইমারের টিকটক ও টুইটারে বলসোনারোর পক্ষে ভোট প্রার্থনা প্রচারণা কাজে লাগেনি। বলসোনারোকে হারিয়ে নির্বাচনে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

এক লাইভে অংশ নিয়ে নেইমার বলেছিলেন, ‘কাতার বিশ্বকাপে প্রথম গোল তিনি বলসোনারোকে উৎসর্গ করবেন। নির্বাচনে বলসোনারোর প্রার্থিতা নম্বর ২২। বিশ্বকাপে দুই হাত উঁচু করে ‘২২’ দেখাবেন বলে জানান। একপর্যায়ে নেইমার এমনও বলেন, তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়টিতে বলসোনারো পাশে ছিলেন।’

ব্রাজিল ফুটবলে এই সময়ের জনপ্রিয় তারকা নেইমার এভাবে নির্বাচনী প্রচারণায় নেমে যাওয়ায় কিছুটা বিরক্তিও প্রকাশ করেন কোচ তিতে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, কাতার বিশ্বকাপে যাওয়ার আগে বা পরে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাবেন না।

এদিকে নেইমারের বলসোনারোকে সমর্থনের বিষয়ে স্বার্থ আছে বলে অভিযোগ করেছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, ‘নেইমারের ওপর আমার ক্ষোভ নেই। সে কাকে প্রেসিডেন্ট দেখতে চায়, সেটা বলতেই পারে। তবে সে আমাকে ভয় পাচ্ছে। কারণ, আমি প্রেসিডেন্ট হয়ে গেলে বলসোনারো যে ওকে আয়কর থেকে বাঁচিয়ে দিয়েছে, সেটা আমি খুঁজে পাব।’

গত রোববার ভোট গণনায় লুলা দা সিলভার সংখ্যাগরিষ্ঠতার খবর পেতেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নেইমার। ব্রাজিলের পতাকা হাতে আকাশের দিকে আঙুল উঁচিয়ে তাকিয়ে থাকা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্রষ্টা তোমার ইচ্ছে পূরণ করুক।’

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবেই নিজেদের হেক্সা মিশনে যাবে ব্রাজিল দল। ‘জি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

২০২৫ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় চমক, বাদ দুই সিনিয়র খেলোয়াড়

প্রতিবছর জাতীয় দলের ক্রিকেটারদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হয়, যা সাধারণত নতুন বছরের ...

এই মাত্র পাওয়া ; আইপিএলে থেকে প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ

এই মাত্র পাওয়া ; আইপিএলে থেকে প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ

বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদকে এবার আইপিএলে খেলার জন্য প্রস্তাব দিয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় আইপিএল ...

ফুটবল

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

নতুন চমক নিয়ে ২০৩৪ বিশ্বকাপের নাম ঘোষণা করলো ফিফা

আগেই বেশ কিছুটা নিশ্চিত ছিল যে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। এবার ...

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি : এক নজরে দেখে নিন সব ম্যাচ

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছে। তবে বছরের শেষ দিকে আন্তর্জাতিক ...